BREAKING NEWS

১২ অগ্রহায়ণ  ১৪৩০  বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

শরীর সুস্থ রাখতে এ কাজগুলি করেন? ভুল করছেন না তো!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 7, 2017 3:19 pm|    Updated: September 25, 2019 5:41 pm

Know the truth behind these health tips

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ থাকলে স্বাস্থ্য থাকবে। এ নিয়ে সচেতনতার অন্ত নেই। পরামর্শ দেওয়ার মানুষেরও কম যায় না। কিন্তু তা আদতে কতটা কাজে লাগে? জেনে-বুঝে তবেই সিদ্ধান্ত নিন কোনও পরামর্শ গ্রহণ করা উচিত, আর কোনটি নয়।

[কী এমন মাহাত্ম্য আদাজলে, যে প্রবাদে পরিণত হয়েছে?]

১)জল- জল যে জীবন এ কথা সত্য। কিন্তু কোনও কিছুই অতিরিক্ত খাওয়া বা পান করা উচিত নয়। দিনে আট-নয় গ্লাস জল খাওয়ার পরামর্শ শুনেই থাকবেন নিশ্চয়ই। কিন্তু প্রত্যেকের শরীর আলাদা। তার চাহিদাও আলাদা। সেই চাহিদা অনুযায়ীই জল খাওয়া উচিত। কমও নয়, আবার বেশিও নয়। তাই আগে জানুন আপনার শরীরে ঠিক কতটা জল প্রয়োজন।

waterglass

২)আপেল- দিনে একটি করে আপেল নাকি ডাক্তারকে আপনার থেকে দূরে রাখতে সাহায্য করে। কিন্তু শুধুমাত্র আপেল খেলেই শরীরে সমস্ত ভিটামিন-প্রোটিন জোগান মিটবে না। তার জন্য মরশুম অনুযায়ী শাক-সবজি, ফল-মূল সবই খেতে হবে।

Apples

৩)ঘুম– অনেকেই বলে থাকেন আট ঘণ্টা ঘুম নাকি একটি সুস্থ শরীরের পক্ষে যথেষ্ট। কিন্তু এ কথা সত্যি নয়। শরীর অনুযায়ী ঘুমের প্রয়োজন তৈরি হয়। অনেকে মাত্র চার ঘণ্টা ঘুমিয়েই ফ্রেশ থাকেন, আবার অনেকের ১০ ঘণ্টা ঘুমও কম হয়ে যায়।

ld_31187869_sleeping_baby_6_jt_140804_5x4_1600

৪)মলত্যাগ- রোজ মলত্যাগ করলে নাকি শরীর চাঙ্গা থাকে। বহু পুরনো এই প্রবাদ কিন্তু সত্যি নয়। কেউ দিনে তিনবার মলত্যাগ করছেন মানে তিনি অসুস্থ তা কিন্তু নয়। আবার দু’দিন অন্তর মলত্যাগ করলেও তাতে অস্বাভাবিক কিছু নেই। মলত্যাগের সময় যন্ত্রণা হচ্ছে কি না অথবা তার সঙ্গে রক্ত বের হচ্ছে কি না তাই একমাত্র চিন্তার বিষয়।

40-ToiletMan-Alamy

৫)হাত ধোয়া- অনেকেরই ধারণা থাকে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করলে বোধহয় জীবাণুর মৃত্যু বেশি হয়। সুস্থ থাকা যায়। কিন্তু স্যানিটাইজার যা কাজ করে তাই যে কোনও ভাল সাবান করে দেয়। এর চেয়ে বেশি কিছু উপকারিতা স্যানিটাইজারের নেই।

hand-sanitizer-58b5afae5f9b586046b194c7

৬)ডিটক্স- নিজেকে জীবাণু মুক্ত রাখার জন্য অনেকেই কৃত্রিম উপায় অবলম্বন করেন। কিন্তু বাজার থেকে কেনা কোনও ডিটক্সের উপায় কাজে লাগে না। তার চেয়ে বাড়ির তৈরি স্বাস্থ্যকর খাবার খেলেই আপনা থেকেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।

download

[জানেন, ঋতুমতী হওয়ার দিন কী কী রীতি মানতে হয় মহিলাদের?]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে