১৯ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ৩ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

বাস্তু মেনে এভাবে সাজিয়ে তুলুন সন্তানের পড়ার ঘর, ফল মিলবে হাতেনাতে

Published by: Suparna Majumder |    Posted: December 22, 2020 8:59 pm|    Updated: December 22, 2020 8:59 pm

Decorate your child’s study room in according to Vastu | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রচুর চেষ্টা করছে ছেলেটা বা মেয়েটা, কিছুতেই পড়ায় মন বসছে না। আবার প্রচুর পড়াশোনা করেও মনের মতো ফল পাওয়া যাচ্ছে না। সারা দিনরাত্রির খাটনির পর নামমাত্র নম্বর পাচ্ছে এমন সমস্যার মুখে কি আপনার সন্তানও? তাহলে একবার বাস্তুতন্ত্রের পরামর্শ মেনেই দেখুন। বিশ্বাস-অবিশ্বাস নির্ভর করছে ব্যক্তিগত সিদ্ধান্তের উপর। কিন্তু জানতে তো কোনও ক্ষতি নেই। আপনার সন্তানের যদি তাতে উপকার হয়, তার থেকে ভাল তো আর কিছু হতে পারে না। তাই বাস্তু মতে সন্তানের পড়ার ঘর সাজিয়ে তুলতে পারেন। তবে এর জন্য কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর সমস্ত জীবের মতো জড় পদার্থেও ভাল-মন্দ শক্তির উৎস থাকে। তাই সন্তানের পড়ার ঘরের জিনিসপত্র কোথায়, কোনটা, কীভাবে রয়েছে, সেই খেয়াল রাখুন সবার আগে। এরপর আপনার সাজানো শুরু হোক।

১) পড়ার ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পড়ার টেবিল। কখনই দেওয়ালের সামনে টেবিল রাখবেন না। কিংবা দেওয়ালের সঙ্গে লাগোয়া পড়ার টেবিল তৈরি করবেন না। বিশাল দেওয়াল আপনার সন্তানের মনসংযোগে ব্যাঘাত ঘটাবে। সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা অনুভব করতে পারে।

[আরও পড়ুন: ফিরুক অতীতের আভিজাত্য, সহজেই ঘর সাজিয়ে তুলুন ঝাড়বাতির রোশনাইয়ে]

২) পড়ার ঘরের টেবিলটি উত্তর বা পূর্ব দিকে রাখার পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা। সামনে খোলা জানলা থাকলে আরও ভাল হয়। এতে যেমন পজিটিভ এনার্জি পাওয়া যায়, তেমনই ভাল চিন্তা উদ্বুদ্ধ করে। আরও বেশি জানার আগ্রহ তৈরি হয়।

৩) দেওয়াল সামনে থাকলে যেমন খারাপ প্রভাব ফেলে, তেমনই পিছনে থাকলে পজিটিভ এফেক্ট হয়। এতে আপনার সন্তানের মনে নির্ভরতা তৈরি হয়।

৪) পড়ার টেবিলের উপর প্লাস্টিক, তামা কিংবা ক্রিস্টালের ত্রিভুজ রাখতে পারেন। চাইলে তার সামনে দেবী সরস্বতীর ছবিও রাখতে পারেন। এতে ভাল প্রভাব পড়বে বলেই মত বাস্তু বিশেষজ্ঞদের। যুক্তির খাতিরে অনেক তর্কই করা যায়। তবে মানলে ক্ষতি তো নেই! সন্তানের সাফল্যেই তো আপনার গর্ব।

[আরও পড়ুন: ঘরে জমে থাকা ময়লা থেকেও ছড়াতে পারে বায়ুবাহিত রোগ, আপনার গেরস্থালি সুরক্ষিত তো?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে