Advertisement
Advertisement

বৃষ্টিতে বাড়ির দেওয়াল নিয়ে চিন্তিত? রইল উপায়

আজই ব্যবস্থা নিন।

How to protect your wall
Published by: Sayani Sen
  • Posted:August 29, 2018 8:32 pm
  • Updated:August 29, 2018 8:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষার দিন৷ বর্ষা মানেই কেবল ইলিশ আর মেঘলা আকাশ দেখে আনকোরা মন কেমন নয়, বরং গৃহস্থের কাছে বর্ষা বেশ চিন্তারও। বাড়ির ভিতর ও বাইরে স্যাঁতস্যাঁতে ও গুমোট ভাব৷ সোঁদা গন্ধ ও ভিজে দেওয়াল বাড়তি ঝামেলা তৈরি করছে? বাড়ির দেওয়ালের অবস্থার কথা ভেবে আপনার ভিতরে ঢুকতেই ইচ্ছা করছে না? এই দুর্ভোগের শিকার কী আপনিও? মনে রাখবেন এই সময় ঘরবাড়ি পরিষ্কার করা থেকে জামাকাপড়ের যত্ন সবেতেই প্রয়োজন অতিরিক্ত মুনশিয়ানার। দেওয়ালকে কীভাবে সুরক্ষিত রাখবেন সেই টিপস রইল আপনার জন্য৷

[ঘুরতে যাওয়ার স্মৃতি দিয়ে সাজিয়ে তুলুন অন্দরমহল]

আপনার বাড়ির দেওয়াল, ছাদ বা জানালার আশেপাশে কোনও ফাটল রয়েছে কী না আগে নিশ্চিত হোন৷ ভাল করে দেখে নিন বাড়ির ছাদ, মেঝে ও দুই দেওয়ালের সংযোগ স্থলগুলো। কোথাও কোনও ফাটল বা আর্দ্রতা জমতে দেখলে দ্রুত ব্যবস্থা নিন। আপনার বাড়িতে কোনও ফাটল থাকলে, তা কিন্তু দেওয়াল ও দেওয়ালের রং নষ্ট করার জন্য যথেষ্ট৷ তাই বাড়িতে ফাটল থাকলে, আগে তা সারানোর বন্দোবস্ত করুন৷     

Advertisement

Advertisement

[বাড়ির দেওয়ালে টাঙানো ছবির যত্ন নেবেন কীভাবে?]

বাড়ির দেওয়ালকে স্যাঁতস্যাঁতে ভাব থেকে রক্ষা করতে পারে একমাত্র প্রাইমার৷ তাই প্রতি বছর বাড়ি রং করার অভ্যাস থাকলে বর্ষার আগেই তা সেরে ফেলুন। ভাল প্রাইমার ব্যবহার করুন৷ রং করার উপায় না থাকলে অন্তত প্রাইমার কিংবা হোয়াইট ওয়াশ করাতে পারেন। 

[এভাবে সহজেই সাজিয়ে তুলতে পারেন আপনার সাধের ব্যালকনি]

বর্ষায় ছাদেরও ক্ষতি কিছু কম হয় না৷ তাই নিয়মিত নজর রাখুন ছাদে যেন ফাটল না তৈরি হয়৷ বৃষ্টির হাত থেকে বাঁচাতে অ্যাসবেসটসও লাগাতে পারেন ছাদের উপর৷ তেমন হলে ছাদের উপর লাগিয়ে নিন টাইলস৷ তবে টাইলসের রং কালো হয়ে যাচ্ছে কী না, সেদিকে খেয়াল রাখুন৷ সপ্তাহে একদিন ওই টাইলস পরিষ্কার করুন৷ নইলে বাড়ির সৌন্দর্য বাড়ানোর পরিবর্তে, অপরিষ্কার হয়ে উঠবে আপনার সাধের বাড়ি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ