১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

বন্ধু হিসাবে কেমন আপনি? বলবে রাশিফল

Published by: Sangbad Pratidin Digital |    Posted: January 15, 2017 2:47 pm|    Updated: June 15, 2022 3:44 pm

How good you are as a friend? Know according to your Zodiac sign

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষের জীবনে বহু সম্পর্কের সমাগম হলেও বন্ধুত্বের সম্পর্ক মানুষের জীবনে অপরিহার্য। যে কোনও গতে বাঁধা সম্পর্কের বাইরে গিয়ে বন্ধুত্ব যেন হয়ে ওঠে সব সম্পর্কের আস্তানা। কাছের বন্ধু কখনও শাসন করেন বাবার মতো, কখনও আবার ভালবাসেন মায়ের মতো। সেই সঙ্গে নিখাদ বন্ধু হয়ে কখনও আড্ডা দেন আবার ভাই বা বোনের মতো ঝগড়াও করেন। মানুষের জীবনে ভাল বন্ধু থাকা যেমন জরুরি, তেমনই প্রত্যেক মানুষের উচিত নিজেকে একজন ভাল বন্ধু হিসাবে গড়ে তোলা। আপনি কেমন বন্ধু? বিশ্বাসযোগ্য? ফাজিল নাকি আড্ডাবাজ?

রাশিফল অনুযায়ী জেনে নিন আপনার বন্ধুত্বের ধরন ঠিক কেমন?

লিব্রা, জেমিনি, এরিস:
খারাপ সময় এই রাশির জাতক-জাতিকাদের পাশে পাবেন। বন্ধুরা দুঃখে থাকলে এই রাশির জাতক-জাতিকারা বন্ধুদের সঙ্গ ছাড়েন না।

স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকর্ন, অ্যাকোয়ারিয়াস:
এই রাশির জাতক-জাতিকারা খুবই সৎ বন্ধু হন। বন্ধুদের থেকে কখনও কিছু লোকান না এবং মিথ্যা কথা বলেন না।

টরাস, লিও, স্করপিও:
এই রাশির জাতক-জাতিকারা বন্ধুত্বের সম্পর্ককে খুব সম্মান করেন। বন্ধুত্ব ভেঙে দেন না সহজে। তাই কঠিন সময়েও বন্ধু হিসাবে এই রাশির জাতক-জাতিকাদের পাশে পাওয়া যায়।

ভার্গো, পাইসেস, ক্যানসার:
মনের কথা প্রাণখুলে বলা যায় এই রাশির জাতক-জাতিকাদের কাছে। বন্ধু হিসাবে খুবই বিশ্বাসযোগ্য হন এই রাশির জাতক-জাতিকারা। নিজেদের গোপন কথাও তাঁদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে