BREAKING NEWS

১২ চৈত্র  ১৪২৯  সোমবার ২৭ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

এভাবে সহজেই সাজিয়ে তুলতে পারেন আপনার সাধের ব্যালকনি

Published by: Sayani Sen |    Posted: August 22, 2018 8:29 pm|    Updated: August 22, 2018 8:29 pm

How to decor your balcony in-21st-century

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্দিকে কংক্রিটের বহুতল৷ তারই মাঝে একটি ছোট্ট এক কামরা বা দু’কামরার ফ্ল্যাট আপনার একান্ত আপন৷ সেই শান্তির নীড়ও এক এক সময় আপনার কাছে হয়ে ওঠে বিরক্তিকর, একঘেয়ে৷ মন চায় আকাশের নীলে চোখ রাখতে৷ ব্যালকনিতে গেলেই মিলতে পারে সেই ফুরসত৷ কিন্তু যদি সেই ব্যালকনিও আপনার মন মতো না হয়, তবে যাবেন কোথায়? তাই আর দেরি না করে আজই সাজিয়ে তুলুন আপনার সাধের ব্যালকনি৷ আপনার জন্য তাই রইল ব্যালকনি সাজিয়ে তোলার কয়েকটি সহজ উপায়৷

[বাড়িতে পোকামাকড়ের উপদ্রব? তাড়াবার এই ঘরোয়া উপায় জানা আছে?]

ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে চায়ের কাপ হাতে সবুজের ভিড়ে নিঃশ্বাস নিতে কার না মন চায়? ব্যালকনিতে বসেই যদি সেই সুযোগ মেলে, তবে মন্দ হয় না তাই না? তাহলে আজই সবুজে ভরিয়ে তুলুন আপনার সাধের ব্যালকনি৷ টবে করে রাখুন বাহারি গাছ৷ বাহারি গাছে ব্যালকনি সাজিয়ে তুললেই তো হবে না, প্রয়োজন পরিচর্যারও৷ কিন্তু এতো ঝক্কি পোহানোর মতো সময় যদি না থাকে, তবে ব্যালকনিতে লাগাতে পারেন ক্যাকটাসও৷

[গেরস্থালির কাজেও ব্যবহার হতে পারে পাতিলেবু, জেনে নিন কীভাবে]

বেডরুম বা ড্রয়িংরুমের বদলে অবসরযাপনের জন্য কি ব্যালকনিই আপনার সবচেয়ে পছন্দের? তাহলে ব্যালকনিতে রাখতে পারেন আধুনিক ডিজাইনের কয়েকটি চেয়ার৷ সঙ্গে রাখতে পারেন টি-টেবিল৷ সারাদিন পর অফিস থেকে ফিরে ব্যালকনিতে বসেই প্রিয়জনের সঙ্গে মায়াবি চাঁদকে উপভোগ করতে পারেন আপনি৷

[নিয়মিত ব্যবহার করছেন এই জিনিসগুলো? ফল কিন্তু মারাত্মক হতে পারে]

গাছপালা না রেখে বাহারি আলোতেও সাজিয়ে তুলতে পারেন আপনার ব্যালকনি৷ রাখতে পারেন লম্বা কোনও ল্যাম্প শেড৷ ব্যালকনির ছাদ থেকে ঝুলিয়ে দিতে পারেন আধুনিক আলো৷ আলোআঁধারি খেলা চাইলে কিছু হালকা আলোরও বন্দোবস্ত করতে পারেন ব্যালকনিতে৷

[ছোট ফ্ল্যাটে জায়গার অভাব? এই উপায়ে সাজিয়ে ফেলুন সাধের বাসস্থান]

[এটা একান্তই আপনার জায়গা, তাই বেডরুম সাজানোর আগে মাথায় রাখুন এগুলি]

আপনার বেডরুমের তুলনায় ব্যালকনিতে বেশি ধুলোবালি জমা হয়৷ রাস্তার পাশে বাড়ি হলে তো আর কথাই নেই! তাই ব্যালকনি শুধু সাজালেই হবে না৷ অবশ্যই নিয়মিত পরিষ্কার রাখুন আপনার সাধের ব্যালকনি৷ নইলে সাজানোর পরিশ্রম বৃথা যেতে পারে আপনার৷   

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে