Advertisement
Advertisement

Breaking News

স্পেকট্রাম

স্বস্তিতে টেলিকম ইন্ডাস্ট্রি, স্পেকট্রাম বকেয়া মেটাতে আরও ২ বছর সময় দিল কেন্দ্র

২০২২ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে সময়সীমা।

In Major Relief For Telcos, Government Defers Spectrum Payments
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 21, 2019 11:24 am
  • Updated:November 21, 2019 11:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের ঘোষণায় অবশেষে আশার আলো টেলিকম শিল্পে। স্পেকট্রাম ফি মেটানোর জন্য আরও ২ বছর সময় পেল টেলিকম সংস্থাগুলি।  আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেই কারণে কেন্দ্রের বকেয়া টাকা মেটানোর জন্য কিছুটা সময় চেয়েছিল টেলিকম সংস্থাগুলির সংগঠন। তা নাহলে দীর্ঘমেয়াদে ব্যবসা চালানো অসম্ভব হয়ে উঠবে এমনটাও জানিয়েছিল সংস্থাগুলি। সেক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে, তা আঁচ করেই টেলিকম শিল্পকে কিছুটা আশ্বস্ত করে কেন্দ্র জানাল এখনই দিতে হবে না স্পেকট্রাম ফি, সময়সীমা বাড়ানো হল ২০২২ সাল পর্যন্ত।

চলতি অর্থবর্ষে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেলের মতো সংস্থাগুলি। বিনামূল্যের পরিষেবা তুলে নিয়ছে রিলায়্যান্স জিও। শুধু ভোটাফোন-আইডিয়ার ক্ষতিই প্রায় ৫০, ৯২১ কোটি টাকা। কার্যত একই পরিস্থিতিতে এয়ারটেলও। অক্টোবরেই তাদের সেই টাকা শোধ দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এরপরই টেলিকম সংস্থাগুলি মন্দার কথা জানিয়েছিল। দাবি করেছিল, স্বল্পমেয়াদে টাকা মেটানোর সুযোগ না পেলে দীর্ঘমেয়াদে তাঁদের পক্ষে ব্যবসা চালানো সম্ভব হবে না। কারণ, ইতিমধ্যেই আর্থিক সংকটে ভুগছে অধিকাংশ সংস্থা। 

Advertisement

[আরও পড়ুন: Jio গ্রাহকদের জন্য দুঃসংবাদ, আরও বাড়ছে ভয়েস কল ও ডেটা পরিষেবার খরচ]

টেলি সংস্থাগুলির সংগঠন সিওএআই কেন্দ্রকে গোটা পরিস্থিতির কথা জানিয়ে সমস্যা সমাধানের আরজি জানায়। এরপরই সংগঠনের আরজি খতিয়ে দেখার পাশাপাশি টেলিকম ক্ষেত্রে সংকট কাটাতে কী করণীয় সেই সিদ্ধান্তে পৌঁছতে ক্যাবিনেট সচিবদের তত্ত্বাবধানে একটি কমিটি তৈরি করে কেন্দ্র। কোন পথে হাঁটলে টেলিকম সংস্থাগুলি স্বস্তি দেওয়া সম্ভব, তা খতিয়ে দেখে ওই কমিটি।

Advertisement

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর নির্মলা সীতারামণ জানান, টেলিকম শিল্পের আরজি খতিয়ে দেখা হয়েছে।  সচিবদের কমিটির সুপারিশের ভিত্তিতে স্পেকট্রামের বকেয়া মেটানো দু’বছরের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অর্থ বাকি সময়ে সমান কিস্তিতে মেটাতে হবে সংস্থাগুলিকে। কেন্দ্রের এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে টেলিকম সংস্থাগুলি।

[আরও পড়ুন:WhatsApp-এ নজরদারি বৈধ জানাল কেন্দ্র, আড়ি পাতা ইস্যু খতিয়ে দেখবে সংসদীয় কমিটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ