১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

ফিরছে জিও-র সেলিব্রেশন প্যাক, অফার সীমিত

Published by: Soumya Mukherjee |    Posted: March 15, 2019 9:32 pm|    Updated: March 15, 2019 9:32 pm

Jio Celebrations Pack Makes Comeback

ফাইল ফটো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : প্রতিদিনের দু’জিবির ডেটা নিয়ে ফের ফিরছে জিও-র সেলিব্রেশন প্যাক। তবে এবার এই সুবিধাটি পাওয়া যাবে চারদিনের জন্য। গতবার যেখানে পাঁচদিনের জন্য দেওয়া হচ্ছিল মোট ১০ জিবি ডাটা। সেখানে এবার বিনামূল্যে পাওয়া যাবে ৮ জিবি। গত বছর সেপ্টেম্বর মাসে প্রথম এই অফারটি চালু করে জিও। মাত্র পাঁচদিনের জন্য এই অফারটি চালু থাকার কথা থাকলেও কিছু গ্রাহকের জন্য এটা নভেম্বর মাস পর্যন্ত চালু রাখা হয়েছিল।

একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী, চারদিনের এই অফার আপনি পাচ্ছেন কি না তা চেক করতে পারেন মাই জিও অ্যাপে লগ ইন করে। তার জন্য লগ ইনের পর আপনাকে যেতে হবে মাই প্ল্যান সেকশনে। অফার পিরিয়ডের মধ্যে প্রতিদিন রাত ১২টার সময় মাই অ্যাপ সেকশন রিফ্রেস করে আপনি ডাটা বেনিফিট পাচ্ছেন কি না তা দেখে নিতে পারবেন। ইতিমধ্যে কিছু গ্রাহক টুইট এই অফারটি পেয়েছেন বলেও জানিয়েছেন।

[বিশ্বজুড়ে ব্যাহত ফেসবুক-ইনস্টাগ্রাম পরিষেবা, চরম ভোগান্তি গ্রাহকদের]

দেখে নিন কীভাবে চেক করবেন জিও সেলিব্রেশন প্যাক :

১) এর জন্য আপনাকে মাই জিও অ্যাপ্লিকেশনে যেতে হবে।
২) তারপরে মেনুতে যান এবং মাই প্ল্যানে ক্লিক করুন।
৩) ভিউ প্ল্যানে ক্লিক করুন।
৪) এখানে আপনি আপনার বিস্তারিত প্ল্যানের পাশাপাশি জিও সেলিব্রেশন প্যাকও দেখতে পাবেন ।

তবে পুরো বিষয়টির জন্য আপনাকে মাই জিও অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হবে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে