Advertisement
Advertisement

Breaking News

জিও-কে মাত দিতে জলের দরে 4G স্মার্টফোন আনছে ভোডাফোন

কত টাকায় হাতে আসবে স্মার্টফোন?

Jio effect: Vodafone to offer 4G smartphones for Rs 2,899
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2017 4:44 am
  • Updated:October 24, 2017 4:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও-র সঙ্গে যুদ্ধ জারি টেলিকম সংস্থাগুলির৷ এর আগে ডেটা নিয়ে চলেছে লাগাতার লড়াই৷ আর এবার ফোর-জি স্মার্টফোন নিয়ে৷ জিও স্মার্টফোন যখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাচ্ছে, তখনই জলের দরে ফোন আনার পরিকল্পনা ভোডাফোনেরও৷

[ চার্জ দিতে গিয়েই ফাটল জিও ফোন, কী সাফাই সংস্থার? ]

Advertisement

এর আগে একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেলও৷ কার্বন মোবাইল প্রস্তুকারক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারতী এয়ারটেল৷ ফলে এযারটেলের কানেকশন সমেত স্মার্টফোন গ্রাহকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল সংস্থার৷ এবার একই পরিকল্পনা ভোডাফোনেরও৷ শুধু পালটেছে মোবাইল প্রস্তুতারক সংস্থা৷ মাইক্রোম্যাক্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেই গ্রাহকদের হাতে সস্তায় ফোর-জি স্মার্টফোন তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷

Advertisement

দুর্দান্ত এক নয়া ফিচার নিয়ে এল WhatsApp ]

সূত্রের খবর, এই স্মার্টফোনের দাম হবে ২,৮৯৯ টাকা৷ তবে মোটে ৯৯৯ টাকাতেই তা পেয়ে যাবেন গ্রাহকরা৷ মাইক্রোম্যাক্স ভারত-২ আল্ট্রা স্মার্টফোন যদি কোনও গ্রাহক কেনেন, এবং টানা ৩৬ মাস যদি ১৫০ টাকা রিচার্জ করেন, তবে তিনি ১৯০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন৷ অর্থাৎ স্মার্টফোনটির জন্য তাঁর খরচ হচ্ছে হাজার টাকারও কম৷ প্রথম ১৮ মাস ব্যবহারের পর ৯০০ টাকা ক্যাশবাক মিলবে, বাকি সময়ে হাজার টাকা ফিরিয়ে দেবে সংস্থা৷ ভোডাফোনের টার্গেট মূলত ফিচার ফোন ব্যবহারকারীরা৷ এই গ্রাহকরা খুব অল্প টাকা রিচার্জ করেন৷ দশ টাকাও রিচার্জ করেন অধিকাংশ গ্রাহক৷ তাই এক্ষেত্রে বেশ খানিকটা সুবিধা নিয়ে আসছে সংস্থা৷ যে কোনও মূল্যেরই রিচার্জ ক্যাশব্যাকের জন্য বৈধ বলে গণ্য করা হবে৷ শুধু প্রতি মাসে মোট ১৫০ টাকা খরচ করতে হবে৷ সংস্থার তরফে অবিনাশ খোসলা জানিয়েছেন, এই পদক্ষেপে ফোর-জি স্মার্টফোন সাধারণ মানুষের হাতে পৌঁছাবে৷ অত্যন্ত সস্তা হওয়ায় গ্রাহকের কোনও অসুবিধা হবে না বলেই বিশ্বাস তাঁর৷

খরচ বাড়তে চলেছে এয়ারটেল, ভোডাফোন গ্রাহকদের, জানেন কেন? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ