Advertisement
Advertisement

আরও খুশির খবর, Jio গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ জিবি ফ্রি ডেটা

কী করতে হবে তার জন্য?

Jio Prime Users will get
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 5, 2017 3:25 pm
  • Updated:March 5, 2017 3:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩১ মার্চ রিলেয়েন্স জিও-র হ্যাপি নিউ অফারের মেয়াদ শেষ হচ্ছে৷ সম্প্রতি জিও কর্তা মুকেশ আম্বানি পুরনো জিও গ্রাহকদের জন্য প্রাইম মেম্বারশিপের ঘোষণা করেছেন৷ এই অফারে গ্রাহকরা হ্যাপি নিউ অফারের যাবতীয় সুযোগ সুবিধাই পাবেন৷ এবার জিও প্রাইম মেম্বারদের জন্য আরও খুশির খবর জানাল মুকেশ আম্বানির সংস্থা৷ জিও প্রাইম মেম্বাররা ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফারে পাবেন দুর্দান্ত একগুচ্ছ সুযোগ সুবিধা৷

৩১ মার্চের আগে ৯৯ টাকা দিয়ে জিও প্রাইম প্ল্যান নিতে হবে৷ তারপর প্রতি মাসে একগুচ্ছ করে রিচার্জের অপশন পাবেন গ্রাহকরা৷ সমস্ত প্রাইম প্যাক অফার লাগু হবে ১ এপ্রিল থেকে৷ ১৪৯ টাকার ন্যূনতম রিচার্জের বিনিময়ে মিলবে ২৮ দিনের প্রাইম মেম্বারশিপ, পাবেন ২ জিবি ফোর-জি ডেটা৷ ৩০৩ টাকার রিচার্জে পাবেন ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার৷ ৩১ মার্চের আগে রিচার্জ করলে জিও প্রাইম মেম্বাররা পাবেন অতিরিক্ত ৫ জিবি ফ্রি ডেটা (যার দাম ২০১ টাকা)৷ একইভাবে ৪৯৯ টাকার প্রাইম প্যাক রিচার্জ করলে গ্রাহকরা ১০ জিবি অতিরিক্ত ফ্রি ডেটা পাবেন৷ এই ফ্রি অ্যাড অন ডেটা স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে চলে যাবে বলে জানিয়েছে সংস্থা৷ মাই জিও অ্যাপে গিয়ে জিও গ্রাহকরা ৩১ মার্চের আগে প্রাইম মেম্বারশিপের জন্য আবেদন জানাতে পারবেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement