১৭ অগ্রহায়ণ  ১৪৩০  শনিবার ২ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

মুক্তোর মতো সাদা দাঁত পেতে ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা

Published by: Sayani Sen |    Posted: August 27, 2018 6:16 pm|    Updated: August 27, 2018 6:16 pm

Know how to get glowing teeth

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তোর মতো সাদা, চকচকে দাঁত কে না চায় বলুন? একটি সুন্দর হাসিই সকলের মাঝে আপনাকে আরও আকর্ষণীয় করে তুলতে বাধ্য৷ কিন্তু জানেন কি, সুন্দর দাঁতই বাড়িয়ে দিতে পারে আপনার হাসির সৌন্দর্য? কিন্তু যদি তার উলটোটা হয়৷ সুন্দর দাঁতের পরিবর্তে হাঁ করলেই যদি দেখা যায় হলুদ দাগে ভরা দাঁত  কিংবা যদি দাঁতের ফাঁকে লুকিয়ে থাকে খাবারের অংশ? তবে সকলের মাঝে হাসির পর আপনার ইমেজ কী হবে ভাবতে পারছেন? দাঁতে হলুদ দাগ কি আপনারও লজ্জার কারণ? তবে এই ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করেই মুক্তোর মতো সাদা দাঁত ফিরে পারেন আপনি৷

[প্রাকৃতিক উপাদানে রূপচর্চা, পুজোর আগে জেনে নিন টিপস]

[শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়, লিপস্টিকের কিন্তু আরও অনেক গুণাগুণ রয়েছে]

হলুদ দাঁত সাদা করে তোলায় ম্যাজিকের মতো কাজ করে নারকেল তেল৷ একটি চামচে করে প্রথমে নারকেল তেল নিন৷ ওই তেল তিন-চার মিনিট দাঁতে লাগিয়ে নিন৷ একটি ব্রাশ দিয়ে ওই দাগগুলি ঘষে নিন৷ মুখ ধুয়ে ফেলুন৷ কিছুদিন পরই দেখবেন মুক্তোর মতো হয়ে উঠেছে আপনার দাঁত৷

ভিনিগার ব্যবহার করেও পেতে পারেন মুক্তোর মতো সাদা দাঁত৷ ব্রাশে ভিনিগার লাগিয়ে তা দাঁতে ঘষুন৷ এরপর জল দিয়ে মুখ কুলকুচি করে নিন৷ সপ্তাহখানেক ব্যবহারের পর আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন, বদল নিজেই টের পাবেন৷

[ব্লাউজে বাহার, পুজোর আগে জেনে নিন কোনটি আপনাকে মানাবে]

পাতিলেবুর ব্যবহার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই৷ হলুদ দাঁত সাদা করে তুলতেও পাতিলেবুর গুরুত্ব প্রচুর৷ খোসা-সহ পাতিলেবু দিয়ে দাঁত মাজার অভ্যাস করুন৷ মুহূর্তের মধ্যে তফাৎ দেখুন নিজের চোখেই৷

[পার্লারে যাওয়ার সময় নেই? ম্যানিকিওরের ঘরোয়া উপায় রইল আপনার জন্য]

বেকিং সোডাও আপনাকে হলুদ দাঁতের সমস্যা থেকে মুক্তি দিতে পারে৷ জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন৷ প্রতিদিন ওই পেস্ট দিয়ে দাঁত মাজুন৷ সপ্তাহ খানেক একটানা ব্যবহারের পর দেখবেন আপনার দাঁতের ঔজ্জ্বল্য এক ধাক্কায় কয়েকগুণ বেড়ে গিয়েছে৷

[ফ্যাশনের সময় মাথার রাখুন এই বিষয়গুলি, নাহলে হতে পারে শারীরিক সমস্যা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে