Advertisement
Advertisement

দেশের বাজারে এল লেনোভো Z2 Plus

কেনার ইচ্ছে থাকলে একবার নজর রাখুন এই স্মার্টফোনের ফিচারে৷

Lenovo Z2 Plus launched at an affordable price
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 9:14 pm
  • Updated:October 18, 2016 9:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেনোভোর ZUK Z1 বাজারে আসার পর দারুণ সাফল্য পেয়েছে৷ স্বাভাবিকভাবেই ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার এই কোম্পানি ভারতের বাজারে আনল আরও একটি মডেল৷ লেনোভো Z2 Plus৷ কেনার ইচ্ছে থাকলে একবার নজর রাখুন এই স্মার্টফোনের ফিচারে৷

  • সাদা ও কালো দু’টি রঙে মিলবে এই মডেলটি৷ এই প্রতিবেদনে কালো মডেলটির বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হল৷
  • ৫ ইঞ্চি ফুল HD আইপিএস এলসিডি প্যানেল যুক্ত মডেলটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে৷
  • স্মার্টফোনের হোম বোতামটি বেশ মজাদার৷ এর মাধ্যমে একাধিক টাস্ক হ্যান্ডল করা যায়৷
  • আপনি কি সেলফি প্রেমী? তাহলে এই মডেলে ছবি তুলে দারুণ সন্তুষ্ট হবেন৷ কারণ সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সলের ক্যামেরা৷ রিয়ার ক্যামেরাটি ১৩ এমপির৷ রয়েছে ফ্ল্যাশও৷
  • ৩,৫০০mAh ব্যাটারি যুক্ত হ্যান্ডসেটটিতে দু’টি সিম ব্যবহার করার সুবিধা রয়েছে৷ ৪জি সিম? অনায়াসেই ব্যবহার করা যাবে৷
  • ৬.০ মার্শমেলো ভার্সনের ফোনটি ২.১৫ GHz কোয়াড-কোর প্রসেসর যুক্ত৷
  • এখনও পর্যন্ত জানা গিয়েছে, এতে ৩ GB বা ৪ GB ব়্যাম এবং ৩২ GB অথবা ৬৪ GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে৷

১৭,৯৯৯ টাকায় দেশের বাজারে বিক্রি হচ্ছে লেনোভো Z2 Plus৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ