Advertisement
Advertisement

Breaking News

চুপিসারে বাজারে এল LG U

কী কী ফিচারস মিলবে এই নতুন ফোনে?

LG U Launched
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 30, 2016 7:35 pm
  • Updated:October 30, 2016 7:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকঢোল পিটিয়ে নয়, একরকম চুপিসারেই বাজারে আরেকটি নতুন স্মার্টফোন আনল এলজি৷ দক্ষিণ কোরিয়ার বাজারে সম্প্রতি আত্মপ্রকাশ করল LG U৷ আপাতত কালো, গোলাপি ও সাদা রঙের তিনটি হ্যান্ডসেট বাজারে এসেছে৷ ভারতীয় মুদ্রায় স্মার্টফোনটির দাম ২৩, ১০০ টাকার আশেপাশে৷ তবে আপাতত কোরিয়াতেই মিলছে স্মার্টফোনটি৷ ভারতে কবে আসবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি সংস্থার তরফে৷

(ডিসেম্বরেই বাজারে Moto M)

Advertisement

নতুন হ্যান্ডসেটটি দেখতে অবিকল Google Nexus 5X -এর মতো৷ গুগলের ওই হ্যান্ডসেটটি অবশ্য তৈরি করেছিল এলজি-ই৷ জনপ্রিয় নেক্সাস স্মার্টফোনের বেশ কিছু ফিচার এলজি-র নয়া হ্যান্ডসেটে থাকবে, সেটাই স্বাভাবিক এবং সেটা রয়েছেও৷ ডিসপ্লে, ডিজাইনের দিক থেকে দু’টি মডেলের মধ্যেই অনেক মিল খুঁজে পাওয়া যাবে৷ এলজি-র এই নয়া ফোন অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট যুক্ত৷ অক্টা-কোর প্রসেসরের সঙ্গে ২ জিবি র‍্যাম৷ ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, রেজোলিউশন ১০৮০x১৯২০ পিক্সেল৷

Advertisement

(বাজারে এল রিলায়েন্সের নতুন ফোর-জি স্মার্টফোন Lyf F1 Plus)

স্মার্টফোনটির ক্যামেরার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে৷ এলজি ইউ হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের৷ সংস্থার দাবি, ফ্রন্ট ক্যামেরার ‘বিউটি শট’ প্রযুক্তির সাহায্যে দুর্দান্ত সেলফি তোলা যাবে৷ এবার আসা যাক স্টোরেজের প্রসঙ্গে৷ ৩২ জিবি ইনবিল্ট মেমোরি সমৃদ্ধ এই ফোনে এসডি কার্ডের সাহায্যে ২ টিবি (১০২৪ জিবি= ১ টিবি) পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যাবে৷ ফোর-জি এলটিই সাপোর্টেড এই ফোনের ব্যাটারি ৩০০০ এমএএইচ, ওজন ১৩৫ গ্রাম৷

দেখুন সেই ফোনের ফার্স্ট লুক:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ