Advertisement
Advertisement

Breaking News

হজযাত্রীদের জন্য সুখবর, এবার অ্যাপেই মিলবে একগুচ্ছ সুবিধা

কী কী সুবিধা পাবেন তীর্থযাত্রীরা?

New app for Haj pilgrims launched

ফাইল ফটো

Published by: Sulaya Singha
  • Posted:August 18, 2018 8:47 pm
  • Updated:August 18, 2018 8:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র হজ যাত্রায় প্রতি বছরই মক্কায় ভিড় জমান মুসলিম সম্প্রদায়ের লোকেরা৷ আর এ বছর সেই ভিড় প্রায় দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ, এই প্রথমবার হজ যাত্রায় শামিল হওয়ার অনুমতি পেয়েছেন মহিলারাও৷ আর তাই সাধারণ মানুষের সুবিধার্থে নয়া উদ্যোগ নিল সৌদি আরব৷ এবার অ্যাপের মাধ্যমেই জেনে নেওয়া যাবে হজ যাত্রার খুঁটিনাটি তথ্য৷

[হ্যাক হচ্ছে ইনস্টাগ্রাম, কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার অ্যাকাউন্টটি?]

চলতি বছর মক্কায় প্রায় ২০ লক্ষ মানুষ উপস্থিত হবে বলে জানাচ্ছেন হজ যাত্রার দায়িত্ব থাকা কর্তা ব্যক্তিরা৷ ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৬ লক্ষ তীর্থযাত্রী মরু দেশে পৌঁছে গিয়েছে বলে খবর৷ আগামী সপ্তাহে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে৷ মক্কায় বয়স্কদের জন্য থাকে হুইলচেয়ারের ব্যবস্থা৷ সাধারণ জন্য প্রাথমিক চিকিৎসার বন্দোবস্তও রাখা হয়৷ অনেকেই প্রথমবারের জন্য বাড়ি থেকে এত দূরে তীর্থযাত্রায় বের হন৷ স্বাভাবিকভাবেই চিন্তিত থাকেন পরিবারের লোকজন৷ তবে এবার অনেকটাই স্বস্তিতে থাকতে পারবেন তাঁরা৷ সৌজন্যে সৌদি আরবের হজমন্ত্রক৷

Advertisement

[সুখবর, এবার স্বল্প খরচেই অনলাইনে ভাড়া পাওয়া যাবে স্মার্টফোন]

মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে মক্কায় পৌঁছানো মানে জীবনের একটা বড় স্বপ্নপূরণ৷ আর সেই স্বপ্নপূরণে যাতে কোনওকিছুই বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য ‘স্মার্ট হজ’ অ্যাপ এনেছে সৌদি৷ হজের যাত্রাপথ থেকে মেডিক্যালের খুঁটিনাটি সবকিছুই জেনে নেওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে৷ অ্যাপটির নাম অ্যাসেফনি৷ তীর্থযাত্রীদের সুবিধার্থেই এই নতুন অ্যাপটি বাজারে এনেছে সৌদি আবরের রেড ক্রেসেন্ট৷ কোনওরকম মেডিক্যাল সাহায্যের প্রয়োজন হলে এই অ্যাপের মাধ্যমেই নিজের লোকেশন ও প্রয়োজনের কথা জানাতে পারবেন তীর্যযাত্রীরা৷ এছাড়াও সৌদি হজমন্ত্রক আরেকটি অ্যাপের কথা জানিয়েছে৷ মানসিকানা অ্যাপ৷ যাঁরা ইংরাজি কিংবা উর্দু ভাষা জানেন না তাঁরা যে কোনও শব্দ ট্রান্সলেট করে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ