Advertisement
Advertisement

পাঁচতারা হোটেলের থেকে কোনও অংশে কম নয় এই জেলগুলি

যাবেন জেল সফরে?

Read about the luxurious prisons across the globe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 23, 2017 12:16 pm
  • Updated:February 23, 2017 12:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট কামরা৷ আলো প্রায় ঢোকে না বললেই চলে৷ জং ধরা লোহার দরজা৷ সেখানেই প্রাতকৃত্যের জায়গা৷ জেল শব্দটা শুনলেই যে কোনও ভারতীয়র মনে এই চেহারাটাই ফুটে উঠবে৷ কিন্তু পৃথিবীর পরিধি বিশাল৷ আর এই বিশাল পৃথিবীর মধ্যে এমন জেলও রয়েছে যা কোনও পাঁচতারা হোটেলের থেকে কোনও অংশে কম নয়৷ রইলো কিছু নমুনা –

ব্যাস্টয় প্রিজন, নরওয়ে –  ব্যাস্টয় দ্বীপের উপর অবস্থিত এই জেলে ১০০ জন কয়েদি থাকার স্থান রয়েছে৷ এখানে নিরাপত্তার তেমন প্রয়োজন পড়ে না৷ ছোট ছোট কটেজের মতো জেল, টেনিস কোর্ট, মাছ ধরার লেক, রেসকোর্স – এত কিছু রয়েছে এখানে কয়েদিরা প্রায় ভুলেই যান যে তাঁরা জেলে রয়েছেন৷Norway

Advertisement

এইচএমপি এডিওয়েল, স্কটল্যান্ড – ৭০০ জন কয়েদি থাকতে পারে এই জেলে এবং তারা রাজকীয়ভাবেই থাকে৷ সপ্তাহে ৪০ ঘণ্টা সময় প্রত্যেক কয়েদিকে আলাদা করে দেওয়া হয়৷ যখন তাঁরা মুক্তভাবে নিজেদের মতো করে কাটাতে পারে৷

Scotland

ওটাগো কারেকশন ফেসিলিটি, নিউজিল্যান্ড – জেল না বলে একে সংশোধনাগার বলা ভাল৷ এখানে প্রত্যেক কয়েদিকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয় গঠনমূলক কাজের জন্য৷ যাতে ছাড়া পেয়ে তাঁরা সমাজের মূলস্রোতে ফিরে যেতে পারেন৷ তবে এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া৷

New-zeeland

জাস্টিস সেন্টার লিওবেন, অস্ট্রিয়া – এখানে সাধারণত অহিংস কয়েদিদেরই রাখা হয়৷ আর এই কয়েদখানার প্রত্যেকটি কামরা এক একটি ওয়ান বেডরুম ফ্ল্যাটের মতো৷ আলাদা রান্নাঘর ও অ্যাটাচড বাথরুম সহ৷

Astria

জেভিএ ফুলসবুয়েট্টেল প্রিজন, জার্মানি – সাধারণত যারা যাবজ্জীবনের সাজা কাটছে তারাই এখানে থাকে৷ বিশাল এই জেলের ক্যাম্পাস যেন কয়েদিদের কাছে ছোট্ট একটা শহরই৷ ঘরে সুন্দর খাটের পাশে বসার জায়গা, পড়ার টেবিল, বাথরুমে শাওয়ার সবই আছে৷ কয়েদিদের জন্য লন্ড্রি মেশিনও রয়েছে৷ আলোচনা-পর্যালোচনা ও বিনোদনের জন্য রয়েছে আলাদা ঘর৷

Germani

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement