১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

শেন ওয়ার্নের বায়োপিকে যৌনদৃশ্যে ‘রক্তারক্তি’! কবজি ভাঙল অভিনেত্রীর, মাথা ফাটল অভিনেতার

Published by: Biswadip Dey |    Posted: June 10, 2023 5:23 pm|    Updated: June 10, 2023 5:23 pm

Actors who depict the late Shane Warne and his ex-wife injured after a intimate scene। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেন ওয়ার্নকে (Shane Warne) নিয়ে মিনি সিরিজ। চলছিল তারই শুটিং। কিন্তু একটি দৃশ্যের শুটিং করতে গিয়েই ঘটে গেল অনর্থ! দৃশ্যটি ছিল অন্তরঙ্গ (Intimate scene)। আর তা করতে গিয়েই শেনের ভূমিকায় অভিনয় করা অ্যালেক্স উইলিয়ামসের মাথা ফাটল। কবজি ভাঙল তাঁর প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করা মার্নি কেনেডির! ঘনিষ্ঠতার দৃশ্যের এমন করুণ পরিণতি সত্য়িই অভাবনীয়। কিন্তু কেমন করে ঘটল এমনটা?

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। জানা যাচ্ছে, কিংবদন্তি অজি ক্রিকেটার ওয়ার্নকে নিয়ে তৈরি হচ্ছে একটি মিনি সিরিজ। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন তৈরি করছে সিরিজটি। সেই সিরিজে শেনের ভূমিকায় রয়েছেন অ্যালেক্স উইলিয়ামস। তাঁর প্রাক্তন স্ত্রী সিমোন কালাহানের চরিত্রে মার্নি কেনেডি। একটি শয্যাদৃশ্যের শুটিং চলছিল। কিন্তু সেই শয্যা এমন ‘কণ্টকশয্যা’ হয়ে উঠল কী করে? মার্নি জানাচ্ছেন, ”একটা করিডর দিয়ে আসছিলাম আমরা। কথা ছিল সেখান থেকে বেডরুমে দ্রুত ঢুকে ঝাঁপিয়ে পড়ব বিছানায়। কিন্তু এমনই কপাল, দু’জনেরই লাফটা ছিল একেবারে ভুল লক্ষ্যে।” আর তার ফলেই মাথা ও কবজি ভেঙে একসা! সেকথা বলতে গিয়ে হতাশা ঝরে পড়ছে মার্নির কণ্ঠে, ”শেষপর্যন্ত আমাদের এমার্জেন্সি রুমে বসে থাকতে হল। ওর মাথায় ব্যান্ডেজ বাঁধা। আর আমার কবজিও ব্যান্ডেজে ঢাকা।”

[আরও পড়ুন: ১৩ জুন সর্বদলীয় বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের]

এমনিতে শেন ওয়ার্নকে নিয়ে তৈরি হওয়া মিনি সিরিজটি ঘিরে কৌতূহল রয়েছে। কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর ছ’মাসের মধ্যেই চ্যানেল নাইনের তরফে জানিয়ে দেওয়া হয়, দুই পর্বে বিভক্ত মিনি সিরিজ তৈরি হবে বিখ্যাত লেগস্পিনারকে ঘিরে। সেই সিরিজের অন্তরঙ্গ দৃশ্যের ছবি তুলতে গিয়েই ঘটে গেল অনর্থ!

[আরও পড়ুন: স্টেশন সিল করে দুর্ঘটনার তদন্তে CBI, আপাতত কোনও ট্রেন থামবে না বাহানাগা বাজারে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে