Advertisement
Advertisement

Breaking News

Love Tips

হাঁটুর বয়সি মেয়ের প্রেমে পড়েছেন? সঙ্গীর মন জিততে মেনে চলুন এই ৪ টিপস

৪ নম্বর পয়েন্টটা অবশ্যই পড়ুন।

Love Tips for Healthy relationship| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 16, 2024 5:26 pm
  • Updated:February 17, 2024 1:05 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের কোনও বয়স হয় না। ৪০ বছর বয়সের এক ব্যক্তি অনায়াসে প্রেমে পড়তে পারেন ২৫-এর মেয়ের। কিন্তু এ ব্যাপারে একটু সচেতন, বলা ভালো পুরুষদের থাকতে হবে সাবধান। মেনে চলতে হবে এই ৫ নিয়ম।

১) প্রথমেই দুজনে সময় নিন। প্রেমে হাবুডুবু খাওয়ার আগে নিজেদের চিনুন। প্রয়োজনে কথা বলুন নানা বিষয় নিয়ে।

Advertisement

২) প্রথমেই পরিষ্কার করে দিন, ডেটিং ডেটিং খেলার আর বয়স আপনার নেই। আপনি চান দীর্ঘস্থায়ী সম্পর্ক। উদ্দেশ্য স্পষ্ট করলে তবেই দেখবেন সম্পর্ক টিকে থাকবে।

Advertisement

[আরও পড়ুন: ওলকপি খেতে বড় ভয়? চেখে দেখুন এই ভর্তা, গরম ভাতের সঙ্গে জমবে, রইল রেসিপি]

৩) যদি আলাপ করে বা সময় কাটিয়ে পছন্দ না হয়, তাহলে একেবারেই ইমোশনালি জরাবেন না। কারণ, আপনি হয়তো সহজে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু অপরজন সেটা নাও পারতে পারে।

৪) নিজের পছন্দ ও অপছন্দের কথা স্পষ্ট করে দিন। তাহলে সম্পর্ক এগোবে সহজেই।

Couple-Love

 

[আরও পড়ুন: উফ কী শীত! মুরগির মাংসের ভুনা খিচুড়িতেই হোক পেটপুজো, রইল রেসিপি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ