Advertisement
Advertisement

রিলায়েন্স লাইফ স্মার্টফোনে বিস্ফোরণের তদন্ত করবে সংস্থা

২০১৬ কি বিস্ফোরণের বছর?

Reliance Jio Lyf phone explodes, company is investigating
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 3:59 pm
  • Updated:November 7, 2016 4:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬ সাল কি বিস্ফোরণের বছর হিসাবে চিহ্নিত হয়ে থাকবে? কারণ, প্রথমে স্যামসাং গ্যালাক্সি নোট ৭, আর এখন রিলায়েন্স জিও লাইফ ফোন ফেটে যাওয়ার অভিযোগ উঠল৷

সম্প্রতি তনবীর সাদিক নামের এক ব্যক্তি একটি পোড়া ‘লাইফ’ স্মার্টফোনের ছবি টুইট করেছেন৷ ওই টুইট ঘিরেই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে৷ ছবিতে দেখা যাচ্ছে, ফোনের পিছন দিকটি, যেখানে লোগো-সহ ব্যাটারি লাগানো থাকে, সেটি বিস্ফোরণের জেরে পুড়ে গিয়েছে৷ তবে ব্যাটারি ফেটেই ফোনের এই হাল কি না, সে কথা স্পষ্ট করে জানা যায়নি৷ সেটি কোন মডেলের লাইফ স্মার্টফোন- তাও অজানা রয়ে গিয়েছে৷ রিলায়েন্স সূত্রে ওই ইউজারের অভিযোগ গৃহীত হয়েছে৷ এমন কেন ঘটল তার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থা সূত্রে৷

Advertisement

(বাজারে এল মাইক্রোম্যাক্সের Canvas Spark 4G)

রিলায়েন্স লাইফ স্মার্টফোন ব্র্যান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের প্রতিটি হ্যান্ডসেট তৈরি করে কোনও আন্তর্জাতিক মানের সংস্থা৷ একাধিক কোয়ালিটি কন্ট্রোল পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় প্রতিটি মডেলকে৷ তারপরেই ওই মডেলগুলি বিক্রির ছাড়পত্র মেলে৷ যদিও লাইফ স্মার্টফোনের বিরুদ্ধে এই অভিযোগ প্রথম নয়৷ চলতি বছরের সেপ্টেম্বরেও এক ফেসবুকে ইউজার ‘লাইফ ওয়াটার ১’ স্মার্টফোনে বিস্ফোরণের অভিযোগ তুলেছিলেন৷

(ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে LG V20)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ