Advertisement
Advertisement

Breaking News

দেশের বাজারে স্যামসাং আনল Galaxy On Nxt

বিক্রি শুরু হবে আজ, রবিবার মধ্যরাত থেকে৷

Samsung Galaxy On Nxt Launched in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 8:54 pm
  • Updated:October 23, 2016 8:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল স্যামসাংয়ের নতুন স্মার্টফোন Galaxy On Nxt৷ গত বৃহস্পতিবার স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে মডেলটি আত্মপ্রকাশ করলেও বিক্রি শুরু হবে আজ, রবিবার মধ্যরাত থেকে৷ নয়া হ্যান্ডসেটটি মিলবে কেবলমাত্র অনলাইনেই, ই-কমার্স সাইট ফ্লিপকার্ট মারফত৷

আপাতত কালো ও সোনালি রঙে মিলবে হ্যান্ডসেটটি৷ চিনে গত সপ্তাহে রিলিজ করেছিল নয়া স্মার্টফোনটি৷ এর ৫.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন গরিলা গ্লাসে মোড়া৷ Samsung Galaxy On Nxt-এ রয়েছে অক্টা-কোর প্রসেসর, সঙ্গে ৩ জিবি র‍্যাম৷ ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ২৫৬ জিবি পর্যন্ত৷ ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট বিশিষ্ট এই ফোনের ব্যাটারি ৩৩০০ এমএএইচ৷ ফোর-জি সাপোর্টেড এই ফোনে একটানা ১৫ ঘণ্টা ইন্টারনেট সার্ফিং, ২১ ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি দক্ষিণ কোরীয় সংস্থাটির৷

Advertisement

এবার আসা যাক ক্যামেরার প্রসঙ্গে! Samsung Galaxy On Nxt হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, ফ্রন্ট ৮ এমপি-র৷ রিয়ার ক্যামেরায় ফ্ল্যাশ রয়েছে৷ ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ মিলবে৷ হোম-স্ক্রিনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ এই সব ফিচারস মিলবে মাত্র ১৮,৪৯০ টাকায়৷

Advertisement

7

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ