Advertisement
Advertisement

Breaking News

আপনার মোবাইল নম্বর আর দশ ডিজিটের থাকবে না! ব্যাপারটা কী?

১ জুলাই থেকে চালু হচ্ছে নয়া নিয়ম?

Starting July 1, Your Mobile Number Might Have 13 Digits
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2018 11:48 am
  • Updated:February 21, 2018 11:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণের কথা এখন সকলেরই জানা। অনেকেই সময় থাকতে তা করিয়ে রাখছেন। যাঁরা করাননি, তাঁরাও করিয়ে ফেলবেন হয়তো। তবে এবার আপনার মোবাইল নম্বরেই আসছে বড়সড় পরিবর্তন। ডিপার্টমেন্ট অফ টেলিকম বা ডট-এর নির্দেশিকা অনুযায়ী, আর দশ ডিজিটের থাকবে না আপনার মোবাইল নম্বর। তা বদলে যেতে পারে তেরো ডিজিটে।

[  জিও, এয়ারটেলকে টেক্কা দিতে অফুরন্ত কল ও ডেটার অফার আইডিয়ার ]

Advertisement

মোবাইল নম্বরকে নিরাপত্তার বজ্র আঁটুনিতে বেঁধে ফেলতেই আধারের সঙ্গে তা যোগ করা হচ্ছে। সূত্রের খবর, সেই নিরাপত্তার মাত্রা আর একধাপ বাড়িয়ে মোবাইল নম্বরকে এবার তেরো ডিজিটের করতে চলেছে ‘ডট’। বিএসএনএল কর্তারা জানাচ্ছেন, জানুয়ারিতে এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকে কাজ শুরু হয়েছে। ১৩ ডিজিটের এমটুএম বা ‘মেশিন টু মেশিন নাম্বারিং’ প্ল্যান চালু হবে ১ জুলাই থেকে। শুধু নতুন নম্বরের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে না। পুরনো নম্বরও ১৩ ডিজিটে বদলে যাবে। অর্থাৎ এখন যাঁদের দশ ডিজিটের মোবাইল নম্বর আছে, তাঁদেরও ১৩ ডিজিটে নম্বরটি পোর্ট করিয়ে নিতে হবে। চলতি বছরের ১ অক্টোবর থেকে এই পোর্ট চালু হবে। চলতি বছরের মধ্যেই সকলকে তা সম্পূর্ণ করতে হবে। বিএসএনএল ইতিমধ্যে এই কাজ শুরু করেছে। খবরের সত্যতা স্বীকার করে ভারতী এয়ারটেল জানিয়েছে, ইতিমধ্যে ১৩ ডিজিটের নম্বর সিরিজের অনুমোদনও দিয়েছে ‘ডট’। তবে এখনও এ খবর নিয়ে বিভিন্ন মহলে খানিকটা ধোঁয়াশা আছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

Advertisement

গুগল সার্চে কীভাবে ফিরে পাবেন ‘ভিউ ইমেজ’ অপশনটি? জেনে রাখুন ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ