BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

সে কী! UPSC পরীক্ষায় ফেল ChatGPT! ইতিহাসের প্রশ্নের উত্তরও ভুল দিল এই চ্যাটবট

Published by: Sulaya Singha |    Posted: March 4, 2023 1:10 pm|    Updated: March 4, 2023 1:10 pm

AI Chatbot ChatGPT Fails UPSC Prelims Exam | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞানের অগ্রগতির যুগে বুদ্ধিমত্তাকে হার মানায় কৃত্রিম বুদ্ধিমত্তা। আর তাই ভবিষ্যৎ যুগ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সেরই। বিজ্ঞানীরা যখন এভাবেই AI-এর প্রশংসা করছেন, তখন এই অত্যাধুনিক প্রযুক্তির মাথা একেবারে হেঁট করে দিল ChatGPT। কারণ ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষায় পাশই করতে পারল না সে!

হ্যাঁ, ঠিকই পড়েছেন। মাইক্রোসফ্‌টকে টক্কর দিতে নতুন চ্যাটবট পরিষেবা ChatGPT চালু করেছে গুগল। যা অল্পদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ অনেকেই দাবি করেছিলেন, এমন কোনও প্রশ্ন নেই, যার উত্তর ChatGPT জানে না। গত বছর নভেম্বরে আত্মপ্রকাশের পর একাধিক পরীক্ষায় পাশও করেছে এই চ্যাটবট। পেনসিলভেনিয়ায় এমবিএ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিক্যাল পরীক্ষা- সবেতেই নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন ChatGPT। সেই চ্যাটবটই সম্প্রতি ভারতের প্রশাসিক পরীক্ষা UPSC-তে (Union Public Service Commission) বসেছিল। যা বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির অন্যতম। কিন্তু সকলকে অবাক করে দিয়ে সেই পরীক্ষায় ফেল করল ChatGPT।

[আরও পড়ুন: বাইডেনের শরীরে ক্যানসারের থাবা! হল অস্ত্রোপচার, কেমন আছেন মার্কিন প্রেসিডেন্ট?]

পরীক্ষা শুরুর আগেই চ্যাটজিপিটিকে প্রশ্ন করা হয় সে পাশ করতে পারবে কি না। কিন্তু ChatGPT জানত এই পরীক্ষা বেশ কঠিন হতে চলেছে। তাই সোজাসুজি কোনও উত্তর দেয়নি সে। এরপরই শুরু হয় পরীক্ষা। অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিনের তরফে ২০২২-এর UPSC প্রিলিমসের ১০০টি প্রশ্ন করা হয় চ্যাটবটটিকে। কিন্তু মাত্র ৫৪টির প্রশ্নের সঠিক উত্তর দেয় সে। জানা গিয়েছে, ইতিহাসের প্রশ্নের উত্তরও ভুল দিয়েছে সে। সব মিলিয়ে ৩০ শতাংশ নম্বর পায় ChatGPT। আর এতেই প্রমাণ হয়ে যায়, পরীক্ষার্থীদের কাছে ঠিক কতটা কঠিন এই পরীক্ষা। ১১-১২ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৫ শতাংশই প্রিলিম থেকে মেন-এ পৌঁছায়।

[আরও পড়ুন: পুরুলিয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়, কৌস্তভের গ্রেপ্তারির প্রশ্নে কী বললেন?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে