Advertisement
Advertisement

Breaking News

পাইরেসি রুখতে ভিকি-ইয়ামির ‘সার্জিক্যাল স্ট্রাইক’, কুপোকাত চোরেরা

পাইরেসির বিরুদ্ধে মোক্ষম জবাব দিলেন ‘উরি’র নির্মাতারা৷

 Download Uri Movie, face action
Published by: Tanujit Das
  • Posted:January 17, 2019 4:47 pm
  • Updated:January 17, 2019 4:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। প্রযুক্তি, সংলাপ ও ভিকি কৌশলের অভিনয় মুনশিয়ানায় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এই ছবি৷ উরি হামলা এবং তার জবাবে ভারতীয় সেনার পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক৷ সমগ্র ছবিতে যেভাবে চিত্রায়িত করেছেন পরিচালক আদিত্য ধর, তা সাদরে গ্রহণ করেছেন দর্শকরা৷ এক সপ্তাহ পরেও রমরমিয়ে চলছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। তবে এই ছবি নিয়েও নির্মাতাদের মনে ছিল আতঙ্ক৷ ‘পাইরেসি’র আতঙ্ক৷ যা রুখতে এবার ‘টরেন্টে’ মোক্ষম সার্জিক্যাল স্ট্রাইক করলেন নির্মাতারা৷ যাতে মহা ঠকান ঠকেছে ‘চোর’দের দল৷

[আবারও বড়পর্দায় ফিরতে চলেছে জিৎ-কোয়েলের রোমান্স ]

Advertisement

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটিকে মূলত চারটি ভাগে ভাগ করেছেন পরিচালক আদিত্য ধর৷ কোথাও মেজর শেরগিলের নেতৃত্বদানের ক্ষমতাকে প্রতিষ্ঠা করেছেন এবং মায়ের প্রতি তাঁর কর্তব্যবোধকে তুলে ধরেছেন৷ কোথাও তাঁর মধ্যে তৈরি হওয়া প্রতিশোধ স্পৃহাকে দেখিয়েছেন। কখনও দেখিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর ও গোয়েন্দা বিভাগের অন্দরমহল। আর স্বভাবতই একদম শেষে রেখেছেন সার্জিক্যাল স্ট্রাইকের টানটান উত্তেজনা৷ সংলাপ থেকে বডি ল্যাঙ্গোয়েজ সমগ্র ছবিতে ‘টিম লিডার’ মেজর ভিভান সিং শেরগিলের (ভিকি কৌশল) চরিত্রটিকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন পরিচালক আদিত্য ধর৷ পাশাপাশি, ভারতীয় সেনা ও গোয়েন্দা দপ্তরের ব্যবহার করা অনেক নিত্যনতুন প্রযুক্তির আভাস পাওয়া গিয়েছে সিনেমায়৷ মোটের উপর দর্শকদের মনে ধরেছে এই সিনেমা৷ দিনদিন প্রেক্ষাগৃহে বাড়ছে দর্শকের সংখ্যা৷

Advertisement

[OMG! ১৩৬৫ টাকায় বিক্রি হচ্ছে নারকেল মালা ]

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির কয়েকটি দৃশ্য। এক ঝলকে দেখলে এটিকে পাইরেটেড কপি বলে মনে হতে পারে। কিন্তু আদতে তেমনটা নয়৷ ওটি পাইরেটেড কপির মতো নকল দেখতে হলেও, আসলে এর দ্বারা ‘টরেন্ট চোর’দের উপর একপ্রকার সার্জিক্যাল স্ট্রাইকই করেছেন এই ছবির নির্মাতারা। প্রায় ৮ জিবি সাইজের ভিডিওটি নিজেরাই তৈরি করেছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকে’র নির্মাতারা৷ যা দেখতে একদম পাইরেটেড কপির মতো এবং যা আপলোডও করা হয়েছে টরেন্টের মতো পাইরেটেড ছবির সাইটে৷ কেউ আসল ছবি ভেবে ওটি ডাউনলোড করলে প্রথমে কিছুক্ষণ ছবি চলবে৷ তবে কিছুক্ষণ পরেই পাইরেটেড ছবি ব্যবহার করা নিয়ে সতর্ক বার্তা দিতে দেখা যাবে ভিকি কৌশল-ইয়ামি গৌতমকে। এই প্রক্রিয়ায় ইতিমধ্যে একটা বড় অংশের ‘চোর’দের বোকা বানিয়েছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকে’র নির্মাতারা৷

https://www.youtube.com/watch?v=LZunXGGflA4

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ