Advertisement
Advertisement
Gemini

মোদির নাম নিলেই বিষোদ্গার! গুগলের জেমিনিকে নোটিস পাঠাবে কেন্দ্র

তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করছে জেমিনি, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর।

Google Gemini allegedly biased against PM Narendra Modi, centre reacts। Sangbad Pratidin

মোদিকে নিয়ে জেমিনির জবাব ঘিরেই শুরু হয়েছে বিতর্ক

Published by: Biswadip Dey
  • Posted:February 23, 2024 6:41 pm
  • Updated:February 23, 2024 6:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের (Google) অত্যাধুনিক এআই টুল জেমিনির (Gemini) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তাঁর অভিযোগ, জেমিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করছে। এটা তথ্যপ্রযুক্তি আইনের লঙ্ঘন বলেও তাঁর অভিযোগ। গুঞ্জন, শিগগিরি এই বিষয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক হয়তো গুগলকে নোটিস পাঠাবে!

কীভাবে সূত্রপাত এই বিতর্কের? সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে ‘মোদি কি ফ্যাসিস্ট?’ এই প্রশ্নের উত্তরে জেমিনি জানাচ্ছে, প্রধানমন্ত্রী এমন কিছু নীতি কার্যকর করেছেন যাকে কোনও কোনও বিশেষজ্ঞ ‘ফ্যাসিস্ট’ বলে দেগে দিয়েছে। কীসের ভিত্তিতে এমন বলছেন বিশেষজ্ঞরা? সেব্যাপারে জেমিনি জানাচ্ছে বিজেপির হিন্দু জাতীয়তাবাদী আদর্শ, ভিন্নমতের বিরুদ্ধে দমনপীড়ন এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ব্যবহারের মতো ‘ফ্যাক্টরে’র কথা। আর জেমিনির এমন জবাব ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

[আরও পড়ুন: দিল্লির বিক্ষোভে মৃত্যু আরও এক কৃষকের, প্রাণ গেল দুই পুলিশকর্মীরও, কড়া পদক্ষেপ হরিয়ানার]

আবারও এও দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বা জেলেনস্কির সম্পর্কে এমনই প্রশ্নের জবাবে প্রসঙ্গ কার্যত এড়িয়ে যাচ্ছে গুগলের এআই টুল। রাজীব চন্দ্রশেখরের দাবি, এই আচরণ তথ্যপ্রযুক্তি আইনের লঙ্ঘন। প্রসঙ্গত, সম্প্রতি জেমিনির আত্মপ্রকাশ ঘটেছে। বুদ্ধিতে মানুষকে যে অনায়াসেই টেক্কা দেবে বলে দাবি সংস্থার। কিন্তু তার বিরুদ্ধে উঠল ‘বিদ্বেষমূলক’ আচরণের অভিযোগ। ঘনাল বিতর্ক। এর আগে একই অভিযোগ তুলেছে ধনকুবের এলন মাস্কও।

Advertisement

[আরও পড়ুন: ‘দূরবীন দিয়ে খুঁজলেও…’, ফের কংগ্রেসের জোট প্রস্তাব ‘নাকচ’ তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ