Advertisement
Advertisement
Google

ইন্টারনেট থোড়াই কেয়ার! গুগলের নয়া অ্যাপে অফলাইনেও কাজ করবে এআই

এ যেন নিঃশব্দ বিপ্লব!

Google launches app to let anyone run AI models on their phone without internet

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:June 1, 2025 8:15 pm
  • Updated:June 1, 2025 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন নিঃশব্দ বিপ্লব! গুগল একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে যার নাম এআই এজ গ্যালারি। স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা এই অ্যাপ আমূল বদলে দেবে বলে মনে করা হচ্ছে। কেননা এই শক্তিশালী এআই মডেলকে ব্যবহার করা যাবে অফলাইনেও।

প্রাইভেসি ও দ্রুতগতির পারফরম্যান্সের ক্ষেত্রেও এই অ্যাপ অনেক এগিয়ে। কেননা যেহেতু সবটাই ডিভাইসে চলছে তাই আলাদা করে ডেটা ক্লাউড সার্ভার থেকে টানার প্রয়োজন নেই। ফলে নিরাপত্তার ঝুঁকিও নেই। এবং অবশ্যই সার্ভারের সাড়া পাওয়ার জন্য অপেক্ষারও নেই প্রয়োজন। কী নাম এই নয়া অ্যাপের? জানা যাচ্ছে, এর নাম জেম্মা ৩ ১বি। সাইজে মাত্র ৫২৯ এমবি। প্রতি সেকেন্ডে ২৫৮৫ টোকেন প্রসেস করতে পার এই অ্যাপ। আর এই ছোট সাইজের কারণেই কাস্টম কন্টেন্ট তৈরি থেকে শুরু করে ডকুমেন্ট বিশ্লেষণ এবং স্মার্ট রিপ্লাই- সবকিছুই অনায়াসে করতে পারে এই অ্যাপ।

প্রসঙ্গত, যত সময় যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলি নিজেদের এআই মডেল বাজারে আনছে। যা নিয়ে তৈরি হচ্ছে প্রতিযোগিতার আবহও। গত বছরই গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছিলেন, মাইক্রোসফট প্রধান সত্য নাদেলার সঙ্গে ‘এআই যুদ্ধে’ নামতে রাজি তিনি। এর আগে গুগলের এআই যুদ্ধে এগিয়ে থাকা উচিত ছিল বলে খোঁচা দিয়েছিলেন সত্য। জবাবে সুন্দর বলেন, ”মাইক্রোসফটের নিজস্ব মডেলের সঙ্গে আমাদের মডেলের বিষয় ধরে ধরে তুলনায় আমি রাজি আছি। যে কোনও দিন, যে কোনও সময়। ওরা তো অন্যের মডেল ব্যবহার করছে। আমরা নতুন জেনারেশনের মডেল নিয়ে কাজ করছি।” এবার তারা নিয়ে এল এই অ্যাপ। এই মুহূর্তে যাকে ঘিরে চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement