১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

ডিসেম্বরেই ডিলিট হয়ে যাবে এই গুগল অ্যাকাউন্টগুলি! তালিকায় আপনি নেই তো?

Published by: Sulaya Singha |    Posted: May 17, 2023 2:29 pm|    Updated: May 17, 2023 2:29 pm

Google Will Delete These Accounts By December 2023, If this will happen | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাবধান! চলতি বছর ডিসেম্বর মাসেই ডিলিট হয়ে যেতে পারে আপনার গুগল অ্যাকাউন্ট। তাই ইউজারদের আগেভাগেই সতর্ক করল গুগল (Google)। কিন্তু ঠিক কী কারণে অ্যাকাউন্ট মুছে যেতে পারে আপনার?

টেক জায়ান্টের তরফে জানানো হয়েছে, দু’বছর কিংবা তার বেশি সময় যদি আপনি নিজের গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তাহলে তা ডিসেম্বরের মধ্যে নিজে থেকেই ডিলিট করে দেওয়া হবে। আর এর অর্থ হল আপনার জি-মেলের পাশাপাশি ডকুমেন্ট, গুগল ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব এবং গুগল ফটোসে যা তথ্য থাকবে, সে সবই ডিলিট হয়ে যাবে। আসলে সম্প্রতি ইউজারদের গুগল অ্যাকাউন্টের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতেই অব্যবহৃত অ্যাকাউন্টগুলি মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: কাটল জট, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত করে ফেলল কংগ্রেস]

এর আগে ২০২০ সালেও গুগল জানিয়েছিল, দু’বছরেরও বেশি সময় ধরে যে অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয়নি, সেগুলি নিজেদের ডেটা বেস থেকে সরিয়ে ফেলবে এই টেক জায়ান্ট। সংস্থার বিশেষজ্ঞদের দাবি, অব্যবহৃত অ্যাকাউন্টগুলিতে টু-স্টেপ ভেরিফিকেশন থাকার সম্ভাবনা কম। ফলে তা অনায়াসে হ্যাক হতে পারে। তাই ইউজারদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কথা ভেবেই অ্যাকাউন্ট ডিলিটের পথে হাঁটা হচ্ছে।

এবার প্রশ্ন হল, কীভাবে নিজের অ্যাকাউন্টটিকে মুছে যাওয়ার হাত থেকে রক্ষা করবেন? গুগল জানাচ্ছে, যে অ্যাকাউন্ট গত দু’বছরে ব্যবহার করেননি, তা লগ ইন করে মেল পড়ুন কিংবা সেখান থেকে ই-মেল পাঠান। পাশাপাশি গুগল ড্রাইভ ব্যবহার করুন, ইউটিউব ভিডিও দেখুন। গুগল প্লে স্টোর থেকে কোনও অ্যাপ ডাউনলোড করুন, গুগল সার্চ করুন। অর্থাৎ বুঝিয়ে দিন আপনার অ্যাকাউন্টটি সচল।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে খাদিকুলে দোলা সেন-মানস ভুঁইয়ারা, কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারারা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে