Advertisement
Advertisement
Aadhaar Card

নিখরচায় অনলাইনে আধার সংশোধনের সময়সীমা ফের বাড়ল, জানুন খুঁটিনাটি

কীভাবে অনলাইনে আধারের খুঁটিনাটি আপডেট করবেন?

Government extends deadline for free updation of Aadhaar Card details

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 15, 2024 7:40 pm
  • Updated:March 15, 2024 7:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ডে কোনও ভুল ত্রুটি রয়ে গিয়েছে? যা এখনও সংশোধন করে ওঠা হয়নি? তাহলে আপনার জন্য স্বস্তির খবর। অনলাইনে বিনামূল্যেই আধারের খুঁটিনাটি আপডেট করে নিতে পারবেন। কারণ আবারও নিখরচায় আধারের তথ্য আপডেটের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র।

বাড়ি বসে অনলাইনেই আপডেট করে নেওয়া যায় আধার কার্ডের তথ্য। নামের ভুল বানান কিংবা ভুল ঠিকানা অথবা জন্ম তারিখে কোনও গন্ডগোল থাকলে তা নিখরচায় আপডেট করে নেওয়া সম্ভব। তবে পরবর্তীতে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, আধার কার্ডের খুঁটিনাটি আপডেট করতে অর্থ খরচ করতে হবে। প্রথমে জানানো হয়, গত বছর ১৪ জুনের পর আধার আপডেট করতে হলে গ্যাঁটের কড়ি খরচ করতে হবে। পরে তার সময়সীমা বাড়িয়ে করা হয় ১৪ সেপ্টেম্বর। পরে ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ে সময়সীমা। শেষবার চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। তবে এবার মোদি সরকারের তরফে জানানো হল, আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনে আধারের তথ্য সংশোধনের ক্ষেত্রে কোনও অর্থ খরচ হবে না। উল্লেখ্য, সম্প্রতি দেশজুড়ে কার্যকর হয়েছে CAA। তাছাড়া আধার কার্ড বাতিল নিয়েও তুঙ্গে পৌঁছায় বিতর্ক। আর সেই আবহেই কেন্দ্র জানিয়ে দিল, আপাতত আধারের তথ্য় আপডেট করা যাবে বিনামূল্যে।

Advertisement

[আরও পড়ুন: লাল দুর্গ থেকে ঘাসফুলের শক্ত ঘাঁটি, সংগঠনহীন বিজেপি, নজরে ডায়মন্ড হারবারের লড়াই]

UIDAI-এর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, আধার কার্ডের তথ্য বদলাতে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই ফের সময়সীমা বাড়ানো হল। MyAadhaar পোর্টাল থেকেই শুধুমাত্র এই পরিষেবা পাওয়া যাবে। নির্ধারিত দিনের পর থেকে প্রতিটি আপডেটের জন্য ৫০ টাকা করে খরচ করতে হবে।

Advertisement

কীভাবে অনলাইনে আধারের খুঁটিনাটি আপডেট করবেন?

  • UIDAI অফিশিয়াল পোর্টাল https://myaadhaar.uidai.gov.in থেকে আধারের তথ্য আপডেট করা যাবে।
  • আধার নম্বর দিয়ে লগ ইন করুন। রেজিস্টার্ড করা মোবাইল নম্বরে OTP যাবে। সেটি এন্টার করতে হবে।
  • এবার ক্লিক করুন ডকুমেন্ট আপডেট সেকশনে। সেখানে যে সব তথ্য আপডেট করতে চান, তার ডকুমেন্ট জমা করতে হবে। স্ক্যান করে সেগুলি আপলোড করে দিন।
  • এরপর সাবমিট অপশনে ক্লিক করুন। ডকুমেন্ট জমার পর একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর পাবেন। এই নম্বরটি ব্যবহার করে আধার আপডেটের রিকোয়েস্ট সংক্রান্ত তথ্য পাবেন। 

[আরও পড়ুন: পন্থের কামব্যাকে চাঙ্গা দিল্লি, নতুন উদ্যমে শুরু আইপিএল অভিযান, একনজরে শক্তি-দুর্বলতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ