Advertisement
Advertisement

Breaking News

Whatsapp

হোয়াটসঅ্যাপে ব্লক করেছে প্রিয়জন, একই নম্বরে কীভাবে পাঠাবেন মেসেজ?

রইল টোটকা।

How to message block contacts from WhatsApp | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 21, 2022 9:03 pm
  • Updated:February 21, 2022 9:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়জনের সঙ্গে ঝগড়া হলেই কথা বন্ধ। বন্ধ মুখ দেখাদেখিও। মন কষাকষি বাড়লে হোয়াটসঅ্যাপে (Whatsapp) ব্লক করে দেওয়া তো জলভাত। তারপর অনেক সাধ্য সাধনার পর হয়তো সেই ব্লক খুলে দেয় প্রিয় মানুষটি। কিন্তু ব্লক থাকাকালীন যদি দরকারি কাজ থাকে কিংবা সাধ্য সাধনা করেও যদি ব্লক না খোলা হয়, তখন কী করবেন? কীভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন? রইল তারই টোটকা।

হোয়াটসঅ্যাপ ইউজাররা ব্লক করে দেন সহজে। অপরদিক থেকে পালটা ব্লক (Block Contact) হলেই সমস্যা তৈরি হয়। প্রয়োজনে ব্লক খুলে মেসেজ পাঠাতে গেলে সমস্যার মুখে পড়েন ইউজাররা। এবার সেই সমস্যা থেকেই মুক্তি পাওয়ার পালা। কীভাবে এড়াবেন এই সমস্যা? পর পর এই চারটি কাজ করুন, তাহলেই খুলে যাবে ব্লক। পাঠাতে পারবেন মেসেজও।

Advertisement

[আরও পড়ুন: দাদার নজর এড়িয়ে হবু বউদির সঙ্গে প্রেম ও সহবাস, বিয়ের পরই শ্রীঘরে ভাই]

রইল সেই উপায়ের হদিশ

Advertisement
  • প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিং মেনু খুলতে হবে।
  • সেখানে গিয়ে ‘ডিলিট অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন।
  • অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে আপনি আপনার ফোনে পুনরায় হোয়াটসঅ্যাপ ইনস্টল (রি-ইনস্টল) করতে পারবেন। 
  • রি-ইনস্টল হওয়ার পরই কেল্লাফতে। হোয়াটসঅ্যাপ থেকে সেই সমস্ত কনট্যাক্টে মেসেজ পাঠাতে পারবেন যাঁরা আপনাকে ব্লক করেছিল। 

তবে এই উপায় অবলম্বন করার আগে সতর্ক থাকতে হবে। কাজের জন্য একাধিক গুরুত্বপূর্ণ গ্রুপে যুক্ত থাকেন ইউজাররা। আচমকা অ্যাকাউন্ট ডিলিট করলে, সেই গ্রুপগুলি থেকে রিমুভ হয়ে যাবেন ইউজাররা। পরে আবার নতুন করে যোগ দিতে হবে গ্রুপে। হোয়াটসঅ্যাপ ডিলিট করলে কিন্তু এই ঝক্কি পোহাতেই হবে। তাই ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেবেন।

[আরও পড়ুন: শিয়ালদহ শাখায় বাড়ছে ট্রেনের গতি, আরও কম সময়ে পৌঁছনো যাবে নামখানা-লালগোলায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ