Advertisement
Advertisement

Breaking News

Independence Day

লালকেল্লায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সাক্ষী হতে চান? অনলাইনেই মিলছে টিকিট

টিকিটের দাম কত? জেনে নিন খুঁটিনাটি।

Independence Day 2023: E-Tickets Now Available For Red Fort Parade | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 14, 2023 4:18 pm
  • Updated:August 15, 2023 1:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day 2023) উদযাপনের জন্য সেজে উঠেছে গোটা দেশ। ১৫ আগস্ট সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে পালিত হবে দিনটি। ইচ্ছে হলে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন আপনিও। অনলাইনেই কেটে নিতে পারবেন টিকিট। চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

১৫ আগস্ট সকালে প্রথমে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেবে সেনা ও দিল্লি পুলিশ। এরপর লালকেল্লায় হবে পতাকা উত্তোলন অনুষ্ঠান। জাতীয় সংগীত গেয়ে এবং গান স্যালুটের মধ্যে দিয়ে সম্মান জানানো হবে স্বাধীনতা সংগ্রামীদের। সাংস্কৃতিক-সহ নানা অনুষ্ঠানের পর তেরঙ্গা বেলুন উড়িয়ে দেওয়া হবে ‘স্বাধীন’ আকাশ। আর এহেন দিনে সামনে বসে কুচকাওয়াজ দেখা নিঃসন্দেহে যে কোনও ভারতীয়র কাছে গর্বের। জানা গিয়েছে, লালকেল্লার পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের অন্তত ১৮০০ অতিথি। আপনিও যদি সেই মুহূর্তের অংশীদার হতে চান তাহলে এখনই টিকিট কেটে ফেলুন।

Advertisement

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ফলোয়ার নিয়ে বচসা, দুই সন্তানের সামনেই স্ত্রীকে খুন করল উত্তরপ্রদেশের ব্যক্তি!]

  • কেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইট aamantran.mod.gov.in -এ যান।
  • সেখানেই ২০২৩ স্বাধীনতা দিবসের অনলাইন টিকিটের অপশন পাবেন।
  • অপশনটি বেছে নিয়ে নাম, ঠিকানা, টিকিট নম্বর ইত্যাদির বিস্তারিত তথ্য দিন।
  • ভেরিফিকেশনের জন্য আপনার পরিচয়পত্র চাওয়া হবে। তা আপলোড করে দিন।
  • এবার যে ক্যাটাগরির যতগুলি টিকিট বুক করতে চান, তা সিলেক্ট করুন।
  • এরপর পেমেন্টের পালা। মোট তিন ধরনের টিকিট পাবেন। মাথাপিছু মূল্য যথাক্রমে ২০, ১০০ এবং ৫০০ টাকা। তবে যত দ্রুত সম্ভব টিকিট কাটতে হবে।
  • টিকিটের একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন। প্রবেশ পথে সেটি দেখাতে হবে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। তবে আপনাকে টিকিট হাতে সাড়ে ৮টার মধ্যে পৌঁছে যেতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ইন্ডিয়া জোটে বঙ্গ কংগ্রেসে ‘তৃণমূল অ্যালার্জি’! হাই কমান্ডের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ কৌস্তভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ