BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

বাজারে এল LG X Power ও X Style

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 3, 2016 6:58 pm|    Updated: June 10, 2019 4:25 pm

LG X Power and X Style smartphones released: Price, Specifications

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কোরীয় সংস্থা এলজি বাজারে নিয়ে এল দুটি নতুন স্মার্টফোন৷ এক্স পাওয়ার ও এক্স স্টাইল৷ ইউক্রেনে নয়া স্মার্টফোন দু’টির বিক্রি শুরু হয়েছে৷

এলজি এক্স পাওয়ার স্মার্টফোনে ৫.৩ ইঞ্চির এইচডি ডিসপ্লের সঙ্গে রয়েছে ১.১ গিগাহার্ৎজ কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর৷ সঙ্গে ২ জিবি র‍্যাম৷ রয়েছে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, যা এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত৷ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট, ১৩ এমপি ক্যামেরা ও ৪১০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ নয়া ফোনটির দাম ২০০ মার্কিন ডলার৷

অন্যদিকে এলজি এক্স স্টাইল মডেলে ডিসপ্লে ৫.৩ ইঞ্চির৷ এতেও রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসরের সঙ্গে পাবেন ৮ এমপি ক্যামেরা৷ দুটি মডেলই ফোর-জি সাপোর্টেড৷ এক্স স্টাইলের দাম ১৮০ মার্কিন ডলার৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে