একসঙ্গে হাজার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম তরুণীর! এআই দিয়েই কেল্লাফতে সোশ্যাল মিডিয়া তারকার
Published by: Biswadip Dey | Posted: May 11, 2023 7:35 pm| Updated: May 11, 2023 7:37 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ বছরের তরুণী একই সঙ্গে ‘ডেট’ করছেন হাজার বয়ফ্রেন্ডের সঙ্গে! আর সেজন্য গুনে গুনে গাঁটের কড়িও খরচ করছেন সেই প্রেমিকরা। মনে হতেই পারে ব্যাপারটা আজগুবি। আসলে এর পিছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ম্য়াজিক’। নিজের এআই ক্লোন বানিয়েই কেল্লাফতে করছেন ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
চৈতন্যরূপী নটী বিনোদিনীকে দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ‘আসল নকল এক দেখলাম।’ এই ঘোর এআই জমানা সেই সময়কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। এই সময়ে দাঁড়িয়ে আসল নকল এমন ভাবে পরস্পর সম্পৃক্ত হয়ে যাচ্ছে, কোনও বিভেদ করাই মুশকিল। তারই উজ্জ্বল উদাহরণ ক্যারিন মার্জরি। ২৩ বছর বয়স তাঁর। মার্কিন এই তরুণীর বাস জর্জিয়ায়। স্ন্যাপচ্যাটে তাঁর ফলোয়ার ১৮ লক্ষ। তাঁদের মধ্যে অনেকেই চান ক্যারিনের সান্নিধ্য।
আর তারই সমাধানে ক্যারিন বানিয়ে ফেলেছেন তাঁর ‘খাঁটি’ AI। নাম ‘ক্যারিনএআই’। গত মঙ্গলবার সে আত্মপ্রকাশ করেছে। সেই ‘বট’কে নিজের পুরনো চ্যাট-সহ নানা তথ্য জানিয়ে দিয়েছেন ক্যারিন। এই কৃত্রিম বুদ্ধিমত্তা-অস্তিত্বের সঙ্গেই এখন সময় কাটাচ্ছেন ক্যারিনের বন্ধুরা। প্রতি মিনিটে ৮০ টাকা খরচ দিয়ে তাঁরা নানা বিষয়ে কথা বলে চলেছেন ‘ক্যারিনএআই’-এর সঙ্গে। বাদ পড়ছে না যৌনতা সংক্রান্ত কথাও। ক্যারিনের সেই বন্ধুদের মধ্যে ৯৯ শতাংশই পুরুষ। আর সেই বাবদ ইতিমধ্যেই ক্যারিন পকেটে পুরেছেন বিপুল অর্থ। ভারতীয় মুদ্রায় ৫৮ লক্ষ টাকারও বেশি! বলাই বাহুল্য, সেই টাকার ভাগ চায়নি এআই।