BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

কারও নম্বর ‘সেভ’ না করেই কী করে WhatsApp মেসেজ পাঠাবেন?

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 3, 2018 6:47 pm|    Updated: September 17, 2019 1:24 pm

Now Send WhatsApp messages to people not in your phone book

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যি বলতে কি, হোয়াটসঅ্যাপ ছাড়া একটা গোটা দিন কাটানোর কথা আমরা অনেকেই এখন ভাবতে পারি না। এখন এই মেসেজিং অ্যাপ আর শুধু বিলাসিতা নয়, নিত্যপ্রয়োজনীয় হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠাতে গেলে অনেককেই একটা সমস্যার মুখোমুখি হতে হয়। সেটা হল, আগে তাঁর নম্বর ‘সেভ’ করতে হয়, তারপর মেসেজটি পাঠাতে হয়।

[WhatsApp-এর আপত্তিজনক ফটো বা ভিডিও কীভাবে লুকিয়ে রাখবেন?]

কিন্তু অনেক সময় এই প্রক্রিয়াটি বেশ বিরক্তিকর হয়ে ওঠে। অযথা দীর্ঘ হয়ে ওঠে। কিন্তু এই প্রতিবেদনে আজ আপনাকে জানিয়ে দেব, কীভাবে কারও নম্বর সেভ না করেই তাঁকে মেসেজ পাঠাতে পারবেন। কীভাবে? জেনে নিন এই প্রতিবেদনে। এই ধরনের বেশ কয়েকটি ‘ট্রিক’ আপনাদের আগেও জানিয়েছি। কিন্তু কখনই কোনও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে উৎসাহ দিইনি, আজও দেব না। প্লে স্টোরে এমন বেশ কিছু অ্যাপ রয়েছে, যারা দাবি করে তারা আপনাকে হোয়াটসঅ্যাপের ‘আলটিমেট’ অভিজ্ঞতা দেবে! কিন্তু জেনে রাখুন কারও নম্বর সেভ না করেই তাঁকে মেসেজ পাঠাতে কোনও অতিরিক্ত অ্যাপ ডাউনলোড করতে হবে না।

তাহলে কী করে হবে এই ‘অসাধ্য সাধন’? প্রথমদিকে এই প্রক্রিয়া একটু জটিল মনে হলেও একবার রপ্ত করে ফেললে পরেরবার থেকে একেবারে জলভাত হয়ে উঠবে।

১. প্রথমেই স্মার্টফোনে খুলুন আপনার পছন্দের ব্রাউজার। তারপর URL-এ গিয়ে লিখুন- https://api.whatsapp.com/send?phone=XXXXXXXXXXX (X লেখা জায়গায় তাঁর নম্বর লিখুন যাঁকে আপনি মেসেজ পাঠাতে চান।)

২. মনে রাখতে হবে, নম্বরের সামনে ‘কান্ট্রি কোড’ বসাতে হবে। কিন্তু ওই পরিচিত ‘+’ বসাবেন না। সহজ করে বলছি, ধরুন আপনি আমেরিকার কোনও বন্ধুকে মেসেজ পাঠাবেন। তাহলে আপনাকে টাইপ করতে হবে- https://api.whatsapp.com/send?phone=19175550123

৩. এবার এন্টার প্রেস করুন।

[স্মার্টফোনে ব্যাটারি সেভার অ্যাপ ডাউনলোড করেছেন? সর্বনাশ!]

৪. আপনার স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ উইন্ডো খুলে যাবে যেখানে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি মেসেজটি পাঠাতে চান কি না? প্রেস করুন ‘সেন্ড মেসেজ’ অপশন।

৫. আপনাকে সরাসরি ‘স্টার্ট চ্যাটিং’ বলে একটি উইন্ডোতে রি-ডিরেক্ট করে দেওয়া হবে।

৬. ব্যাস! আপনি কোনও অল্প পরিচিতের সঙ্গে অল্প কিছুক্ষণের জন্য চ্যাট করতে চাইলে এই পন্থা অবলম্বন করতেই পারেন।

ভাল লেগেছে এই ‘ট্রিক’? তাহলে প্রতিবেদনটি SHARE করুন আপনার WhatsApp-এর বন্ধুদের সঙ্গে।

[WhatsApp-এ গ্রুপ চ্যাট করেন? জানেন কী বিপদ অপেক্ষা করছে?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে