BREAKING NEWS

৭ চৈত্র  ১৪২৯  বুধবার ২২ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ইনস্টাগ্রামের ডিলিট হয়ে যাওয়া ছবি-ভিডিও-রিলস ফিরে পেতে চান? জানুন সহজ উপায়

Published by: Sulaya Singha |    Posted: December 31, 2022 4:33 pm|    Updated: December 31, 2022 4:33 pm

This is how you can get your deleted Instagram Content Back | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে, অন্য সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ইনস্টাগ্রাম। তরুণ প্রজন্মের কাছে অল্পদিনের মধ্যেই অতি জনপ্রিয় হয়ে উঠছে এই অ্যাপ। ছবি, ভিডিও থেকে রিলস, স্টোরিস- শেয়ার করে নিজেদের আপডেট দিয়ে থাকেন ইউজাররা। নানা ফিচারের জন্য ভারতে হু হু করে বাড়ছে এর ইউজারের সংখ্যা। কিন্তু ধরুন আপনি ভুলবশত নিজের কোনও কনটেন্ট এই প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে ফেলেছেন। সেক্ষেত্রে কীভাবে ফিরে পাবেন সেই কনটেন্টটি? চলুন জেনে নেওয়া যাক।

কোনও একটি ছবি পোস্ট করে বন্ধুমহলে হয়তো সাড়া ফেলে দিয়েছিলেন। অথবা আপনার পোস্ট করা একটি ভিডিওতে প্রথম লাইক পেয়েছিলেন। কিন্তু হঠাৎই সেটি খুঁজে পাচ্ছেন না। হয়তো কোনওভাবে তা ডিলিট করে ফেলেছেন। সেই পোস্ট কিংবা কনটেন্ট ফিরে পাওয়ার সুযোগ দেবে ইনস্টাগ্রাম (Instagram)। আসলে কোনও কনটেন্ট মুছে ফেললে তা ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডারে গিয়ে জমা পড়ে। যা আপনার কনটেন্টটিকে ৩০ দিনের জন্য সংরক্ষিত রাখে। তারপর তা চিরতরে মুছে যায়। এই ৩০ দিনের মধ্যে আপনি সেই কনটেন্ট ফিরে পেতে পারেন অনায়াসে।

[আরও পড়ুন: রেফার রোগ সাড়াতে আরও কড়া স্বাস্থ্যভবন, জারি নির্দেশিকা]

এবার ধাপে ধাপে দেখে নিন কীভাবে মুছে যাওয়া কনটেন্ট ফিরে পাবেন।
১. স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করুন।
২. দেখুন স্ক্রিনের নিচে ডানদিকে আপনার প্রোফাইল পিকচার রয়েছে। সেটিতে ট্যাপ করে নিজের প্রোফাইলে যান।
৩. এবার সেই পেজের ডানদিকে উপরে ‘মোর’ (More) অপশনে ক্লিক করুন।
৪. সেখানে অ্যাকটিভিটি কন্ট্রোলস পাবেন। তাতে দেখুন ইওর অ্যাকটিভিটি রয়েছে। ট্যাপ করুন।

৫. পেয়ে যাবে রিসেন্টলি ডিলিটেড অর্থাৎ সম্প্রতি মুছে ফেলা ফোল্ডারটি। যদি সম্প্রতি কোনও কনটেন্ট ডিলিট না করে থাকেন, তাহলে সেটি ফাঁকাই থাকবে। তার গত ৩০দিনে কিছু ডিলিট করে থাকলে সেটি সেখানেই দেখা যাবে।
৬. যে কনটেন্টটি খুঁজতে চান, অর্থাৎ রিলস, ভিডিও কিংবা ছবি, সেটি টাইপ করুন।
৭. যে কনটেন্টটি ফিরে পেতে চান, সেটি খুঁজে পেলে তাতে ক্লিক করুন।
৮. এবার ‘মোর’ অপশনটিতে ট্যাপ করে রিস্টোর অপশনের উপর ক্লিক করুন। ব্যস, নিজের প্রোফাইলে এসে দেখুন, হারানো কিংবা ডিলিট করা পোস্টটি সেখানে জ্বলজ্বল করছে।

[আরও পড়ুন: কিশোরীকে গণধর্ষণের পর হাত-পা বেঁধে কুয়োতে ফেলল দুষ্কৃতীরা, বর্বরতা যোগীরাজ্যে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে