BREAKING NEWS

৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ব্লু টিক দামি হওয়ার জের! টুইটার সাবস্ক্রিপশন বাতিল করছেন হাজারো ইউজার

Published by: Sulaya Singha |    Posted: May 6, 2023 1:26 pm|    Updated: May 6, 2023 1:26 pm

Twitter finding it difficult to retain its subscribers after Blue tick incident | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্লু টিক ‘বিক্রি’ করে মোটা অঙ্কের আয়ের ছক কষেছিলেন টুইটার সিইও এলন মাস্ক। কিন্তু বাস্তবে হচ্ছে ঠিক উলটো। খরচের গেরোয় পড়তে চাইছেন তিনি বহু ইউজার। আর তাই কয়েক মাসের মধ্যেই বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার হারাল এই মাইক্রো ব্লগিং সংস্থা।

টুইটার (Twitter) পেজে ব্লু টিক ধরে রাখতে গেলে মাসে মাসে টাকা গুনতে হবে। এমনই নয়া নিয়ম চালু করেছেন এলন মাস্ক। অমিতাভ বচ্চন থেকে শচীন তেণ্ডুলকর- তাবড় তাবড় সেলিব্রিটিদেরও ব্লু টিক কেড়ে নেওয়া হয়েছিল। টাকা মেটানোর পর তা ফিরে পান তাঁরা। কিন্তু এই চক্করে টুইটারের প্রতি অনীহা তৈরি হয়েছে বহু ইউজারেরই। একটি রিপোর্ট বলছে, যাঁরা ব্লু টিক নেওয়ার জন্য সাবস্ক্রাইব করেছিলেন, কয়েক মাসের ব্যবধানে তার অর্ধেকেরও বেশি সাবস্ক্রাইবার খুইয়েছে টুইটার। এই মাইক্রো ব্লগিং সাইটে যেখানে দেড় লক্ষ সাবস্ক্রাইবার ছিল, সেখানে ৩০ এপ্রিল তা কমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৫৭ সাবস্ক্রাইবারে।

[আরও পড়ুন: ছবির মূল বার্তা কী, প্রধানমন্ত্রীই বলে দিয়েছেন! উচ্ছ্বসিত ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতা]

এর অর্থ ৮১ হাজার ৮৪৩ ইউজার বা ৫৪.৫ শতাংশই টুইটার সাবস্ক্রিপশন বাতিল করে দিয়েছেন। অর্থাৎ ব্লু টিক থেকে আয়ের যে হিসেবনিকেষ করেছিল টুইটার, সেই লক্ষ্য পূরণের পথে তারা বড় ধাক্কা খাচ্ছে বইকী! আসলে অনলাইন সাবস্ক্রিপশন পরিষেবা পেতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে নারাজ অনেকেই। তাঁদের দাবি, প্রতি মাসে আট থেকে ১১ ডলার খরচ করার পরও অতিরিক্ত কোনও পরিষেবা দেওয়া হচ্ছে না টুইটারের তরফে। পাশাপাশি এই সংক্রান্ত কিছু সমস্যা ইউজাররা তুলে ধরলেও তার সমাধান এখনও করতে পারেনি টুইটার। আর সেই কারণেই ব্যবসা হারাচ্ছে এলন মাস্কের (Elon Musk) সংস্থা। দ্রুত এই সমস্যা না মেটাতে পারলে আরও সাবস্ক্রাইবার হারানোর আশঙ্কা টুইটারের।

[আরও পড়ুন: জুতো পরে হাঁটলেই হবে মোবাইলে চার্জ, অবিশ্বাস্য আবিষ্কারে তাক লাগাল চন্দননগরের স্কুলছাত্র]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে