Advertisement
Advertisement

আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, জেনে নিন সেরা পাঁচ সুবিধা

জেনে নিন ডার্ক ওয়েব থেকে প্রাইভেট রিপ্লাই সম্পর্কে।

Whats app bring new feature in new version
Published by: Utsab Roy Chowdhury
  • Posted:December 13, 2018 10:02 pm
  • Updated:December 13, 2018 10:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহক সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। তার সঙ্গে নিজেদের ফিচারকে আরও আকর্ষণীয় করছে হোয়াটসঅ্যাপ। নতুন ভার্সনে ডার্ক মোড, বিজনেস মোড, প্রাইভেট রিপ্লাই থেকে ভিডিও গ্রুপ কলিংয়ের মতো আপডেট আনছে এই অ্যাপ। যেগুলো সম্পর্কে আপনার অবশ্যই জেনে রাখা উচিত।

হোয়াটসঅ্যাপের সাফল্য দিনদিন বাড়ছে। তাই গ্রাহকও বাড়ছে। সেই সাফল্য ধরে রাখতে চায়। নতুন ভার্সনে আরও ইউজার ফ্রেন্ডলি হতে চায়
হোয়াটসঅ্যাপ। এখনও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনও অফিশিয়ালি এই ফিচার্স নিয়ে কিছু জানানো হয়নি। তবে ভিডিও কলের সঙ্গে গ্রুপ ভিডিও কল বা নতুন আরও টুল এনে গ্রাহকদের চমক দিতে চায় এই মেসেঞ্জার সংস্থা।

Advertisement

নতুন ভার্সনে এই পাঁচটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

  • ১. ডার্ক মোড: এই মোডে চোখের উপর চাপ কমবে। সারাদিন হোয়াটসঅ্যাপ করলেও এই মোডে চোখে কোনও চাপ পড়বে না। এই মোডে ব্যাটারিও কম
    লাগবে। এই মোডে ইনস্টাগ্রামের মতো টুইটার ও ইউটিউবের সঙ্গে লিঙ্ক করা থাকবে।
  • ২. অ্যাড কন্টাক্ট ফিচার: হোয়াটসঅ্যাপ বন্ধ না করেই নম্বর সেভ করা যাবে। এই ফিচারে কান্ট্রি কোড ডিটেক্ট হয়ে নম্বর সেভ হয়ে যাবে।
  • ৩. কিউ-আর কোড: এই কোডের মাধ্যমে যে কোনও নম্বর শেয়ার করা যায়। কন্টাক্ট দিতে বা নিতে গেলে কিউ-আর কোড প্রয়োজন।
  • ৪. হোয়াটসঅ্যাপ ব়্যাঙ্কিং: চ্যাট, অডিও-ভিডিও কলের ব্যবহারের ভিত্তিতে হোয়াটসঅ্যাপ ব়্যাঙ্কিং হবে। পরবর্তীকালে আইফোনেও এই ফিচার হবে।
  • ৫. প্রাইভেট রিপ্লাই: হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনও নির্দিষ্ট সদস্যের সঙ্গে প্রাইভেট রিপ্লাইও দিতে হবে। এই রিপ্লাই গ্রুপের অন্য সদস্যরা জানতে পারবে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement