Advertisement
Advertisement
WhatsApp

পুজোর পর এই ফোনগুলোতে আর কাজ করবে না WhatsApp! তালিকায় আপনারটি নেই তো?

দেখে নিন তালিকায় রয়েছে কোন ফোনগুলো।

WhatsApp to stop working on older Android phones | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 26, 2023 5:38 pm
  • Updated:September 26, 2023 5:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মধ্যেই নতুন নতুন আপডেট নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। কারণ, নতুন নতুন ফিচার যোগ হয় এই অ্যাপে। ফলে অ্যাপটি ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আর এই আপডেটের কারণেই আগামী মাস থেকে একাধিক ফোনে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ।

ভাবছেন তো বিষয়টা ঠিক কী? প্রায়ই নতুন নতুন আপডেট আনে হোয়াটসঅ্যাপ। যার ফলে একাধিক নয়া ফিচার যোগ হয় অ্যাপে। কিন্তু সেই আপডেট আপনার ফোনে সাপোর্ট করবে কি না তা নির্ভর করে ফোনের অপারেটিং সিস্টেম কী রয়েছে, তার উপর। ঠিক এই কারণেই পুজোর পর অর্থাৎ ২৪ অক্টোবরের পর বেশ কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। অ্যাপের নতুন ভার্সন সাপোর্ট করবে না অ্যান্ড্রয়েডের পুরনো একটি অপারেটিং সিস্টেমে। 

Advertisement

[আরও পড়ুন: দগ্ধ মুখ, গলার নলি কাটা, বসিরহাট সীমান্তে যুবতীর দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য]

আসুন দেখে নেওয়া যাক তালিকায় রয়েছে কোন কোন ফোন

১. Sony Ericsson Xperia Arc3
২. HTC Desire HD
৩. LG Optimus 2X
৪. Samsung Galaxy S
৫. Acer Iconia Tab A5003
৬. Samsung Galaxy Tab 10.1
৭. Asus Eee Pad Transformer
৮. Motorola Xoom
৯. Sony Xperia S2
১০. Motorola Droid Razr
১১. HTC Sensation
১২. Samsung Galaxy Nexus
১৩. Samsung Galaxy S2
১৪. LG Optimus G Pro
১৫. Sony Xperia Z
১৬. HTC One
১৭. Samsung Galaxy Note 2
১৮. Nexus 7 (upgradable to Android 4.2)

তালিকার অধিকাংশ ফোনই বহু পুরনো। মূলত যে ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন ৪.১, সেই ফোনেই আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। যদি আপনি এখনও না জেনে থাকেন যে আপনার ফোনের অপারেটিং সিস্টেম কোন ভার্সনের সেক্ষেত্রে এখনই তা দেখে নিন। এর জন্য প্রথমে ফোনের সেটিংসে যান। তার পর খুলুন, অ্যাবাউট ফোন। সেখানেই দেখতে পাবেন সফটওয়্যার ইনফরমেশান। যদি দেখতে পান আপনার ফোনটির অপারেটিং সিস্টেম ভার্সন ৪.১, তাহলে এখনই বদলে ফেলুন ফোন। প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড ৫.০ ও তার পরবর্তী সমস্ত ভার্সনেই কাজ করবে হোয়াটসঅ্যাপ। আইওএস ১২ ও তার পরবর্তী ভার্সনে কাজ করবে এই অ্যাপ।

[আরও পড়ুন: শান্তিনিকেতন UNESCO-র স্বীকৃতি পেতেই ‘বায়না’, রাস্তা ফেরত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement