Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

এবার ভয়েস মেসেজেও চালু ‘ভিউ ওয়ান্স’ ফিচার, জেনে নিন ব্যবহারের পদ্ধতি

এবার নিশ্চিন্তে পাঠান ভয়েস মেসেজ।

WhatsApp 'View Once' feature now available, Here's how it works | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 8, 2023 7:15 pm
  • Updated:December 8, 2023 7:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠালে আপনি তা একবার ক্লিক করে খুলে ফেললে আর দ্বিতীয়বার দেখতে পাবেন না। ভিউ ওয়ান্স অপশন ব্যবহারের এটাই মজা। দুবছর আগেই এই আকর্ষণীয় ফিচার এনেছিল এই মেসেজিং অ্যাপ। এবার ভয়েস মেসেজেও যুক্ত হল এই ফিচারটি।

ক্রেডিট বা ডেবিট কার্ড নম্বর কিংবা প্যান বা আধার কার্ডের মতো ব্যক্তিগত কোনও তথ্যের ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে হলে অনেকেই ভিউ ওয়ান্স অপশনটি অন করে নেন। এতে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে না। আবার কোনও স্পর্শকাতর ভিডিও পাঠাতে হলে এই অপশন অন করা থাকলে তা ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে না। শুধু তাই নয়, এভাবে ছবি কিংবা ভিডিও পাঠালে তার স্ক্রিনশটও নেওয়া যায় না। এবার এই সুবিধা পাওয়া যাবে ভয়েস মেসেজের ক্ষেত্রেও।

Advertisement

ধরুন আপনি কোনও গোপন খবর ভয়েস মেসেজে পাঠাতে চান। যা পরবর্তীতে ফরোয়ার্ড হয়ে গেলে সমস্যা হতে পারে। এক্ষেত্রে ভিউ ওয়ান্স অপশনটি অন করে এবার ভয়েস মেসেজ পাঠালেই বাজিমাত। হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছে, অ্যান্ড্রয়েড এবং iOS- উভয় ইউজাররাই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এই ফিচারও এন্ড টু এন্ড এনপ্রিপ্টেড হবে বলেই জানিয়েছে মেটার অন্তর্ভুক্ত এই অ্যাপ।

এবার জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন ফিচারটি:
১. যাকে ভয়েস মেসেজ পাঠাতে চান, সেই চ্যাট বক্সে ক্লিক করুন।
২. এবার মাইক্রোফোন অপশনে ট্যাপ করুন।
৩. সোয়াইপ আপ করে রেকর্ডিং লক করে নিন।
৪. এবার ট্যাপ করে হোল্ড করে যা পাঠাতে চান, তা রেকর্ড করুন।
৫. এবার ভিউ ওয়ান্স ট্যাপ করুন। সিগন্যাল সবুজ হলেই বুঝে যাবে ফিচারটি অন হয়ে গিয়েছে।
৬. এবার নিশ্চিন্তে ভয়েস মেসেজটি সেন্ড অপশনে ট্যাপ করে পাঠিয়ে দিন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement