Advertisement
Advertisement

Breaking News

YouTube

ইউটিউবের ফিচারে আসছে বড় পরিবর্তন! কী জানাল সংস্থা?

দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পরেই নেওয়া হল সিদ্ধান্ত।

YouTube will hide public dislike counts on videos। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 11, 2021 8:18 pm
  • Updated:November 11, 2021 8:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের (Youtube) জনপ্রিয়তার ধারে কাছে বোধহয় কোনও প্ল্যাটফর্মই নেই। তবুও নিত্যনৈমিত্তিক নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন কর্তৃপক্ষ। উদ্দেশ্য, কী করে আরও ইউজার ফ্রেন্ডলি করে তোলা যায় ইউটিউবকে। আর এবার একটা বড় পরিবর্তন নিয়ে এল ইউটিউব। এবার থেকে আর ইউটিউব ভিডিওয় দেখা যাবে না ডিসলাইকের সংখ্যা।

কিন্তু কেন? হঠাৎ এই সিদ্ধান্ত কেন নেওয়া হল? আসলে ইউটিউবের যে কোনও ভিডিওতে যেমন কমেন্ট বা শেয়ার করার অপশন থাকে, তেমনই ভিডিওটি পছন্দ বা অপছন্দ হল কিনা তাও জানানোর সুযোগ থাকে লাইক বা ডিসলাইকের বাটন ক্লিক করে। কিন্তু দেখা গিয়েছে, বহু ক্ষেত্রেই ভিডিওর গুণগত মান নয় বরং ব্যক্তিগত অপছন্দ কিংবা প্রতিহিংসা থেকেই ডিসলাইক করেন ইউজাররা।

Advertisement

[আরও পড়ুন: এই না হলে ভাগ্য! স্বামীর দোকান থেকে লটারি কিনে রাতারাতি কোটিপতি মালবাজারের বধূ]

ইউটিউবের ব্লগে এসম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। সেখান বলা হয়েছে, এবছরের গোড়া থেকেই এই নিয়ে পরীক্ষা চালাচ্ছে তারা। আর তখনই পরিষ্কার হয়ে যায় বিষয়টা। দেখা যায়, বহু ক্ষেত্রেই ব্যক্তিগত আক্রোশের কারণেই ডিসলাইক করা হচ্ছে। কেবল সেলেব কিংবা জনপ্রিয় ব্যক্তিত্বেদের ভিডিওই নয়। টার্গেট হচ্ছেন একেবারেই আনকোডরা ও নতুন ইউটিউব চ্যানেলের মালিকরাও।

Advertisement

উদাহরণ স্বরূপ বলা যায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই বলিউডের বেশ কয়েকজন তারকা ও স্টারকিডকে আক্রমণ করার বিষয়টি। করণ জোহরের সিনেমা হোক কিংবা সলমন খানের কোনও গান. দেখা গিয়েছিল হু হু করে বাড়ছে ডিসলাইকের সংখ্যা।

[আরও পড়ুন: দাম্পত্যে ইতি, স্ত্রী পিয়ার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়]

সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে এবার ইউটিউবের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর ডিসলাইকের সংখ্যা দৃশ্যমান হবে না। তবে তার মানে এই নয় যে, ডিসলাইক বাটনটি দেখা যাবে না কিংবা ইউজাররা সেটি ব্যবহার করতে পারবেন না। কেবল ডিসলাইকের সংখ্যাটুকুই থাকবে অদৃশ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ