Advertisement
Advertisement
Zomato

নতুন ‘সার্ভিস ফি’ চালু করল Zomato, খরচ বাড়ছে খাদ্যরসিকদের!

কোন পরিষেবার জন্য বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের?

Zomato adds new charges for long-distance deliveries

ফাইল ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 23, 2025 5:34 pm
  • Updated:May 23, 2025 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও দামি হতে চলেছে বাড়িতে বসে রেস্তরাঁর খাবার খাওয়া! অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো নতুন সার্ভিস ফি শুরু করার কথা জানিয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন পরিষেবার জন্য় এবার গুনতে হবে অতিরিক্ত টাকা।

যে রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করা হবে, ডেলিভারির গন্তব্য থেকে সেখানকার দূরত্ব চার কিলোমিটার হলেই বাড়তি টাকা খসবে। যে পরিষেবার নাম ‘লং ডিস্টেন্স সার্ভিস ফি’। নতুন এই নিয়ম অনুযায়ী, রেস্তরাঁ বা হোটেল থেকে ডেলিভারি লোকেশনের মধ্যে যদি ৪-৬ কিলোমিটার দূরত্ব হয় এবং অর্ডার করা খাবারের দাম ১৫০ টাকা হয় তাহলে বাড়তি ১৫ টাকা সার্ভিস চার্জ দিতে হবে গ্রাহকদের। অন্যদিকে, যদি দূরত্ব ৬ কিলোমিটারের বেশি হয়, তাহলে গ্রাহককে ২৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত বাড়তি চার্জ দিতে হবে। তবে এই বাড়তি চার্জের পরিমাণ এক এক শহরে এক একরকম হবে বলে জানানো হয়েছে।

জোম্যাটোর তরফে রেস্তরাঁ ও হোটেলগুলিকে জানানো হয়েছে, এই নয়া নিয়মে ৩০ শতাংশের বেশি পরিষেবা ফি নেওয়া হবে না। তবে রেস্তরাঁ মালিকরা মনে করছেন বাড়তি চার্জ চালু করার ফলে এই টাকার অঙ্ক ৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এতে ব্যবসায় লোকসানের মুখে পড়তে হবে বলে মনে করছেন তাঁরা।

এক রেস্তরাঁর মালিক জানিয়েছেন, এভাবে সার্ভিস চার্জ বাড়ানো হলে ব্যবসার ক্ষতি হতে পারে। এ ব্যাপারে জোম্যাটো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। এদিকে জোম্যাটোর দাবি, দূর থেকে খাবার পৌঁছতে অনেকটা সময় লাগে। অনেক সময় খাবার ঠান্ডা হয়ে যায়। এতে গ্রাহকরাও ভালো রেটিং দিতে চান না। গ্রাহকদের তাড়াতাড়ি খাবার পৌঁছে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement