Advertisement
Advertisement

Breaking News

নতুন কিছু করতে গেলে যে সমস্যাগুলি হামেশা পোহাতে হয়

আপনারও কী রোজকার জীবনে এই সমস্যাগুলো হয়?

The day-to-day struggle a creative person faces everyday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 16, 2017 4:14 pm
  • Updated:March 16, 2017 4:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃষ্টিসুখ সে বোঝে, যাঁর মন প্রতিনিয়ত চিন্তার ভাঙা-গড়ার খেলায় মাতে৷ এই খেলায় হার-জিত নিরন্তর প্রক্রিয়া৷ আর এই প্রক্রিয়াতেই মন খুঁজে পায় নতুনত্বের পথ৷ সেই পথে যাঁরা চলেন তাঁদের এই সমস্যাগুলি পোহাতেই হয়৷

 [Jio-কে টেক্কা! খুব সস্তায় রোজ ২ জিবি করে ডেটা দিচ্ছে BSNL]

Advertisement

১)  ভাল চিন্তাগুলো তখনই আসবে, যখন আপনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতে থাকবেন৷  গয়নায় পরিণত হতে গেলে সোনাকে তো তাপ সহ্য করতেই হয়৷

Advertisement

২) সৃষ্টিশীল মানুষজন অন্যদের তুলনায় বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন৷ এই আবেগ যেমন তাঁদের নতুন কিছু করতে উদ্বুদ্ধ করে, তেমনি অনেক ক্ষেত্রে সামাজিকতার বিরুদ্ধেও নিয়ে যায়৷

৩) সৃষ্টিশীল মানুষের পক্ষে ধারাবাহিকতা রক্ষা করা খুব কঠিন৷ কোনও একটি বিষয়ে তাঁরা খুব সহজেই একঘেয়ে বোধ করেন৷

৪) মনের কথা যাঁরা শুনে চলেন, মাথার যুক্তিকে তাঁরা সব ক্ষেত্রে মানেন না৷ সেই কারণেই অনেক ক্ষেত্রে লোকসানের সম্মুখীন হতে হয় সৃষ্টিশীল মানুষকে৷

৫)  খুব বেশী আত্ম-সমালোচক হয়ে থাকেন এঁরা৷ সবকিছুর দায় নিজের উপর নিয়ে নেন৷

৬) চিন্তাশীল মন কখনও চিন্তা থামাতে পারে না এবং সব কিছু নিয়ে বাড়তি ভাবাটা অভ্যাস হয়ে যায়৷

৭) সারা দিনে একটা সময় তাঁদের সম্পূর্ণ নিজস্ব হয়৷ আর সেই পরিধিতে কারও প্রবেশের অনুমতি থাকে না৷

[ক্যামেরাম্যানের পায়ের উপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ির চাকা]

সমস্যার এই বারোমাস্যা পেরিয়েও মন খুঁজে নেয় নিজের পথ৷ দিনের শেষে সেই পথেই মেলে সৃষ্টিসুখ৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ