BREAKING NEWS

১৯ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ৩ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

জানেন, কেমন দেখতে হবে বাজাজ Pulsar-এর নয়া মডেল?

Published by: Sangbad Pratidin Digital |    Posted: January 22, 2017 5:36 pm|    Updated: January 22, 2017 5:36 pm

The much-awaited 2017 Bajaj Pulsar NS 200

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতির দুনিয়ায় অবাধ যাতায়াত থাকলে বাজারের নতুন পালসার এনএস ২০০ আপনার প্রথম পছন্দ হতেই পারে৷ আসন্ন সপ্তাহেই বাজারে আসতে চলেছে নয়া বাইকটি৷ তার আগেই দেখে নিন নতুন বাইকের ছবি৷

(উপোস করলে সেক্স লাইফ জাস্ট ওয়াও!)

নতুন বাইকে কিছু কসমেটিক আপডেট হয়েছে৷ সূত্রের খবর, এই বাইকে BS-IV ইঞ্জিন ব্যবহার করতে পারে বাজাজ অটো৷ পালসার এনএস ২০০-এ নতুন হেডল্যাম্প ক্লাস্টারে এলইডি লাইট থাকবে৷ সঙ্গে আনকোরা নতুন বডি গ্রাফিক্স, ট্যাঙ্কের উপর ‘২০০’ সংখ্যাটা জ্বলজ্বল করবে৷ ব্লু, ব্ল্যাক-গ্রে ও রেড-গ্রে, আপাতত এই তিন রঙের মডেল বাজারে আসছে৷ তবে এর আগে তুরস্কে ডিলারদের এক সম্মেলনে একটি হোয়াইট-গ্রে মডেলও প্রকাশ্যে এসেছিল৷

(ফ্রি ডেটা-ভয়েস কলের পর এবার জলের দরে 4G VoLTE ফোন আনল Jio)

নতুন পালসার এসএস ২০০-এ রয়েছে ১৯৯.৫ সিসি-র সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে ট্রিপল স্পার্ক প্রযুক্তি৷ ৬ স্পিড গিয়ারবক্স তো থাকবেই, শোনা যাচ্ছে নতুন বাইকে ফুয়েল ইনজেকশনও থাকতে পারে৷ পাশাপাশি, চালকের নিরাপত্তার কথা মাথায় রেখে থাকবে সিঙ্গল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস৷ যা এর আগে দেখা গিয়েছে পালসার আরএস ২০০-এও৷ ফেব্রুয়ারি মাসে বাইকটির বিক্রি শুরু হবে৷ এই বাইকটি বাজারে চলে এলে টিভিএস অ্যাপাচে আরটিআর ২০০ ৪ভি বা ২০০ ডিউকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে৷

bujaj-ns-200

(৩১ মার্চের পর আরও তিন মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে Jio)

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে