Advertisement
Advertisement

Breaking News

নিজের দেশের সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

জানলে অবশ্যই গর্ব বোধ করবেন। LIKE/SHARE করে এই প্রতিবেদনকে পৌঁছে দিন দেশের প্রতিটি প্রান্তে।

These achievements of India will make every citizen proud
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2017 9:45 am
  • Updated:May 22, 2017 9:45 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্ম এখানে। কর্ম এখানে। মৃত্যুও এখানেই। একশো তিরিশ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশের বেশিরভাগেরই এটাই ভবিতব্য।  কিন্তু এই জন্ম-কর্ম-মৃত্যুর মাঝে নিজের দেশের সম্পর্কে কতটুকুই জানি আমি, আপনি?  জানেন,

[মনুয়াকে ফোনে স্বামীর চিৎকার শোনাতে এই নৃশংস কাজটি করে অজিত]

Advertisement
  • উন্নয়নশীল ভারতবর্ষই সেই দেশ যা বিশ্বকে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার দিয়ে থাকে।  বিশ্বের বড় বড় তথ্য-প্রযুক্তি কোম্পানিতে কাজ করেন দক্ষ ভারতীয় ইঞ্জিনিয়াররা।
  • সারা বিশ্বে তৃতীয় বৃহত্তম সৈন্য শক্তি ভারতেরই রয়েছে। সেনাসংখ্যার নিরিখে চিন ও আমেরিকার পরই ভারতের স্থান রয়েছে। আর ভারতের প্রায় অর্ধেক সংখ্যক সেনা নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান।

1

Advertisement
  • এমনকী, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষক সেনা বাহিনীতেও ভারতীয় সেনার দলটিই দ্বিতীয় বৃহত্তম দল।
  • বিনোদনের ক্ষেত্রেও সকলের থেকে এগিয়ে ভারতবর্ষই। এই দেশের সবচেয়ে বেশি সংখ্যক পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হয়।
  • মহাকাশ গবেষণা খাতে খরচ করার মূল্য এতদিনে পাচ্ছে ভারত। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেস প্রোগ্রামগুলির একটি ভারতের।
  • ভারতের পাঠানো চন্দ্রায়ণ-১-এর পাঠানো তথ্যের মাধ্যমে বিশ্ব জানতে পারে চাঁদেও জল থাকার সম্ভাবনা রয়েছে।

chandrayan_350_041415014316

  • এই ভারতবর্ষেই হয়েছিল প্রথম সফল প্লাস্টিক সার্জারি। কে করেছিলেন জানেন? শুশ্রূত।  যাঁকে প্লাস্টিক সার্জারির জনক হিসেবে অভিহিত করা হয়।
  • ইংল্যান্ড কিংবা আমেরিকা নয় ভারতই সে দেশ যেখানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইংরাজিতে কথা বলে থাকেন।
  • পড়াশোনায় সবচেয়ে বেশি আগ্রহ ভারতীয়দেরই। জানা গিয়েছে, ভারতীয়রাই সবচেয়ে বেশি সংখ্যক সময় বই পড়ে কাটান।
  • বিশ্বের সবচেয়ে বেশ নিরামিষাশি মানুষও এদেশেই বাস করেন।
  • ভারতই পৃথিবীকে দিয়েছে দাবার মতো খেলা।
  • ভারতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ শান্তিপূর্ণ এক সমাবেশে একত্র হয়ে থাকেন। কোথায় জানেন? কুম্ভমেলা।
  • বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পড়ুয়া বিশিষ্ট স্কুল এই ভারতবর্ষেই রয়েছে। লখনউয়ের সিটি মনটেসরি স্কুল। পঞ্চাশ হাজারেরও বেশি পড়ুয়া পড়ে এই স্কুলে।

2

[পড়াশোনার খরচ জোগাতে দেহ ব্যবসায় পড়ুয়ারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ