১০ অগ্রহায়ণ  ১৪৩০  মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

হাত দেখে আপনার ভবিষ্যৎ বলে দেবে এই অ্যাপ

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 31, 2016 7:38 pm|    Updated: June 12, 2018 3:04 pm

This app will read your palm within minutes and for free

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজি কিংবা বাংলায় দুইয়েরই নতুন বছরের শুরুতে মোটামুটি সমস্ত জ্যোতিষের বই কিনে ফেলেছেন নিশ্চয়ই? আপনার ভাল যাবে কি ইংরেজি ২০১৬ সাল এবং ১৪২৩ বঙ্গাব্দ? চাকরির উন্নতির আশা আছে? এ বছর কেমন যাবে আপনার স্বাস্থ্য? নতুন বাড়ি-গাড়িরও হবে কি? ছেলে-মেয়ের বিয়ে, শুভকাজের সম্ভাবনা আছে কি চলতি বছর? কি বলছে আপনার ভাগ্য? ভাগ্যের চাকা শুভ নাকি অশুভ কোনদিকে ঘুরবে, তা কোনও জ্যোতিষী নয় এবার থেকে বলে দেবে হাতের স্মার্ট অ্যাপ!

সম্প্রতি লুকআপ নামে অ্যাপটি তৈরি করেছে এক ভারতীয় সংস্থা৷ সংস্থাটি বিভিন্ন জ্যোতিষী, এবং জ্যোতিষ কেন্দ্রর সঙ্গে ব্যবসায়িক স্বার্থে যুক্ত হয়েছে৷ মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাতের তালুর ছবি তুলে এই চ্যাটের সাহায্যে লুকআপে পাঠিয়ে দিতে হবে৷ ঘণ্টাখানেকের মধ্যে মিলবে ভাগ্যের উত্তর৷ এসবই জানা যাবে সম্পূর্ণ বিনামূল্যে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে