Advertisement
Advertisement

অতুল্য ভারতেই আছে এই ৫ ভয়ংকর সুন্দর স্থান

এদেশেই এমন বেশ কিছু জায়গা রয়েছে যা অত্যন্ত সুন্দর ও একই সময় ভয়ংকর৷ এই প্রতিবেদনে ভারতের তেমনই কিছু জায়গা তুলে ধরা হল৷

5 Beautiful Places In India That Are Too Dangerous To Visit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2016 9:34 pm
  • Updated:February 28, 2019 3:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দর৷ শব্দটার মধ্যেই লুকিয়ে তীব্র আকর্ষণ৷ সুন্দর হাতছানি দিলে সবকিছু ভুলে মন সেদিকেই ছুটে যেতে চায়৷ ভ্রমণপ্রেমীরা এই সুন্দরের খোঁজেই নানা স্থানে পাড়ি দেন৷ কিন্তু যা চকচক করে তা সবসময় সোনা হয় না৷ তেমনই সুন্দরের আড়ালেও উঁকি দেয় আতঙ্ক৷ এদেশেই এমন বেশ কিছু জায়গা রয়েছে যা অত্যন্ত সুন্দর ও একই সময় ভয়ংকর৷ এই প্রতিবেদনে ভারতের তেমনই কিছু জায়গা তুলে ধরা হল৷

keral
১. সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, কেরল
নিস্তব্ধতা এখানে রাজত্ব করে৷ শহর থেকে বহু দূরে সবুজে মোড়া উপত্যকা মন ভাল করে দেয় পর্যটকদের৷ কিন্তু ২০১৪ সালে মাওবাদীরা এই এলাকা আক্রমণ করার পর অবশ্য ছবিটা পাল্টে যায়৷ তাদেরই দাপট চলত এলাকায়৷ বাইরের মানুষদের প্রবেশ একপ্রকার বন্ধই করিয়ে দিয়েছিল মাওবাদীরা৷ সেসব এখন অতীত৷ তবে এই ঘটনার পর থেকে সাইলেন্ট উপত্যকার নিস্তব্ধতা উপভোগ করতে পর্যটকরা আর আসেন না৷

Advertisement

mp
২. চম্বল নদী বাসিন, মধ্যপ্রদেশ
কুমির দেখে ভয় পাবেন না৷ কুমির পর্যটকদের বাধা হয়ে দাঁড়ায় না৷ বরং নদীতীরে বৃহদাকার কুমিরই এখানকার আকর্ষণ৷ এই জায়গা পর্যটকদের প্রিয় না হওয়ার অন্য কারণ রয়েছে৷ তা হল ডাকাতি৷ নামটা দেখেই ধারণা করতে পারছেন, এখানে ডাকাতদের কতটা উৎপাত৷ সেই কারণেই জায়গাটি এড়িয়ে চলেন পর্যটকরা৷

Advertisement

asam
৩. মানস ন্যাশনাল পার্ক, অসম
প্রকৃতির সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাবে৷ যেমন সুন্দর এলাকা তেমনই বন্য জীবজন্তুদের আনাগোনা৷ কিন্তু অসমের এই জাতীয় উদ্যানে পর্যটকরা আর ভিড় জমান না৷ ২০১১ সালে উদ্যান থেকে ছ’জন ওয়াইল্ড লাইফের সদস্যকে অপহরণ করেছিল বোরো জঙ্গিরা৷ জঙ্গিদের এমন কার্যকলাপের জন্যই পার্কটি এখন ফাঁকাই থাকে৷

water
৪. তুরা, মেঘালয়
জায়গাটি দেখে মনে হবে শিল্পীর তুলির টানে তৈরি হয়েছে পারফেক্ট ল্যান্ডস্কেপ৷ গভীর খাদে জলপ্রপাতের তীব্র গর্জন গায়ে কাঁটা দিয়ে যায়৷ কিন্তু দুঃখের বিষয়, এই জায়গাটিতেও ইদানিং থাবা বসিয়েছে জঙ্গিরা৷ বেড়াতে গিয়ে বিপদে পড়তে চান না কেউই৷ তাই এই স্থানের বদলে অন্য জলপ্রপাতকেই বেছে নেন পর্যটকরা৷

anda
৫. বারেন দ্বীপ, আন্দামান
ভারতের একমাত্র জলন্ত আগ্নেয়গিরি দেখার গন্তব্য এটি৷ যখন-তখন পাহাড়ের মুখ থেকে বেরিয়ে আসে জলন্ত লাভা৷ বারেন দ্বীপের এমন অসামান্য দৃশ্য চাক্ষুষ করতে বোটে চেপে যেতেই পারেন৷ তবে ভুল করেও দ্বীপে পা রাখার চেষ্টা করবেন না৷ বিপদ কিন্তু বলে-কয়ে আসে না!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ