Advertisement
Advertisement

বর্ষা-মধুর অযোধ্যার জঙ্গলের অকৃত্রিম উপকথা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অযোধ্যা পাহাড়৷ রামায়ণের কোনও চিহ্ন নেই পুরুলিয়ার এই ছোট্ট পাহাড়ে৷ তবে মহাকাব্য না থাকলেও এর অন্দরে লুকনো আছে প্রকৃতির অকৃত্রিম এক উপকথা৷ কথা জঙ্গলের মাদকতার, কথা ছৌ নাচের, কথা বন্যপশু-পাখিদের বর্ষা-মধুর নাচের৷আরও পড়ুন:পুজো জমে উঠুক এই মুখরোচক খাবারে, রইল ঝটপট রান্নার চটপটে রেসিপিপ্রকৃতির স্বর্গরাজ্য দক্ষিণ সিকিমের ছোট্ট গ্রাম, পুজোর ছুটিতে যাবেন […]

Ayodhya Hills, Purulia, 250 kms from Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 7:51 pm
  • Updated:June 11, 2018 3:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অযোধ্যা পাহাড়৷ রামায়ণের কোনও চিহ্ন নেই পুরুলিয়ার এই ছোট্ট পাহাড়ে৷ তবে মহাকাব্য না থাকলেও এর অন্দরে লুকনো আছে প্রকৃতির অকৃত্রিম এক উপকথা৷ কথা জঙ্গলের মাদকতার, কথা ছৌ নাচের, কথা বন্যপশু-পাখিদের বর্ষা-মধুর নাচের৷

13775767_1020951924624948_3215828956285676908_n

Advertisement

কী দেখবেন –

  • সুন্দরী দলমা পর্বতমালার সেরা পাহাড় অযোধ্যা৷ যার চারপাশে গড়ে উঠেছে সবুজে ঘেরা শাল-পিয়ালের বন৷
  • বনের মধ্যেই লুকিয়ে রয়েছে ছোট ছোট জলপ্রপাত৷
  • যেখানে জ্যোৎস্না রাতে জলের খোঁজে আসে হাতির দল, হরিণের পালরা৷ মাঝে মাঝে দু-একটি চিতার দেখা পাওয়াও অস্বাভাবিক নয়৷
  • শান্ত এই প্রকৃতির টানে ভিড় করে পরিযায়ীদের দলও৷
  • ভাগ্য ভাল থাকলে বর্ষাকালে ময়ূরের নাচ দেখার সৌভাগ্যও হতে পারে আপনার৷
  • রাতের অন্ধকারে সাঁওতাল পল্লিতে গিয়ে দেখতে পারেন ছৌ নাচও৷

tarpaniya_lake1

কী করে যাবেন –

  • হাওড়া স্টেশন থেকে রয়েছে লালমাটি এক্সপ্রেস, চক্রধরপুর এক্সপ্রেস, রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস৷ যাতেই চাপবেন নামতে হবে বরাভূম স্টেশনে৷ সেখান থেকে রাজ্য সড়ক দিয়ে বাঘমুন্ডি গ্রাম মাত্র কয়েক কিলোমিটার৷
  • গাড়িতে গেলে দূর্গাপুর হয়ে যেতে হবে পুরুলিয়ায়৷

dsc04480

কোথায় থাকবেন –

বাঘুমন্ডি গ্রামে বেশ কিছু দোতলা বাড়ি রয়েছে৷ যেখানে ঘরোয়া পরিবেশে থাকতে পারবেন পর্যটকরা৷ বাড়ির সামনে তাকালেই দেখতে পারবেন সুন্দরী অযোধ্যাকে৷ পাবেন ঘরে তৈরি খাবারও৷

chow_dance_purulia1

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement