২০ অগ্রহায়ণ ১৪২৬ শনিবার ৭ ডিসেম্বর ২০১৯
২০ অগ্রহায়ণ ১৪২৬ শনিবার ৭ ডিসেম্বর ২০১৯
প্রসূন চক্রবর্তী: ঐতিহাসিক ও আধুনিক শহর গোয়ালিয়র৷ কথিত সাধু গ্বালিপার নাম থেকে শহরের নাম হয়েছে গ্বালিয়র৷ আরেক মত গোয়ালা থেকে গোয়ালিয়র নাম৷ ব্রিটিশের মুখে মুখে হয়েছে গোয়ালিয়র৷ দুর্গই মূল আকর্ষণ গোয়ালিয়রের৷ কাছাওয়া রাজাদের হাতে গোয়ালিয়রের বাড়বাড়ন্ত৷ কাছাওয়া থেকে পরিহরদের দখলে যাওয়ার পরে ইলতুতমিস পরিহরদের হঠিয়ে গোয়ালিয়র দখল করেন৷ তোমাররাজ মান সিংয়ের সময় সুবর্ণ যুগ আসে গোয়ালিয়রে৷ শেরশাহও আসেন গোয়ালিয়রে৷ গোয়ালিয়রে পরিহর, কাছাওয়া ও তোমার রাজারা রাজত্ব করে গিয়েছেন৷ তাঁদের কীর্তিকলাপ তথা প্রাসাদ, মন্দির, নানান সৌধ গোয়ালিয়রের মুখ্য দ্রষ্টব্য।
মোগল সাম্রাজ্যের স্থপতি বাবরের মতে হিন্দুস্থানের উজ্জ্বল রত্ন গোয়ালিয়র দুর্গ৷ কুষ্ঠ রোগাক্রান্ত সামন্তরাজা সূরয সেন রোগমুক্ত হন সাধু গ্বালিপার মন্ত্রপূত সূরয কুণ্ডের জলে৷ রোগমুক্তির পর নামেরও বদল ঘটান৷ সূরয সেন হন সূরয পাল, আর কুণ্ডর নাম হয় সুরয-কুণ্ড৷ সাধুরই ভবিষ্যদ্বাণী- এই পাল রাজারা অজেয় থেকে রাজত্ব করবে গোয়ালিয়রে৷ সাধুর ইচ্ছায় গোপাচল পাহাড়ে গোয়ালিয়র দুর্গ গড়েন সূরয পাল৷ আরও পরে মোগল সম্রাট বাবর জয় করে নেন এই দুর্গ৷ আর ১৭৫৪-এ মোগলদের পতনের পর সিন্ধিয়া (মারাঠা) রাজাদের হাতে যায় গোয়ালিয়র৷ স্বাধীনোত্তর কালেও ভারতীয় রাজনীতিতে সিন্ধিয়া রাজবংশ খুবই সক্রিয়৷
দুর্গ রহস্য:
শহর থেকেও ৯১মি অধিক উচ্চে ৯ মি. উঁচু প্রাচীর ঘেরা ২.৮ কিমি দীর্ঘ এবং ২০০ থেকে ৮০০ মি. প্রস্থের বেলেপাথরের খাড়া পাহাড়ে গোয়ালিয়র দুর্গ৷ সোমবার ছাড়া সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শন করা যায়৷ প্রতিরক্ষার দিক থেকে খুবই সুরক্ষিত ছিল এই দুর্গ৷ দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পুবে দুটি পথে দুর্গে প্রবেশ করা যায়৷ দক্ষিণ-পশ্চিমের পথে ৭-১৫ শতকের মধ্যে পাহাড় কেটে তৈরি ২২ জৈন তীর্থঙ্করের মূর্তি, রং-বেরঙের দেওয়াল চিত্রে জৈন মিথোলজি আকর্ষণ বাড়িয়েছে। ছটি শিলালিপির সঙ্গে এখানে মহাবীরের পিতা-মাতার মূর্তিও হয়েছে৷ পশ্চিমে গেটের কাছে পদ্মের উপর দণ্ডায়মান ১৯টি উচ্চ ১৫ শতকের মূর্তি। তার মধ্যে ২০তম তীর্থঙ্কর আদিনাথ ও ১০ মিঃ উঁচু উপবিষ্ট ২২তম তীর্থঙ্কর নেমিনাথের মূর্তি দু’টি অনবদ্য৷ দেবজ্ঞানে পুজো করে ভক্তের দল৷ এছাড়াও জীবজন্তু, স্বর্গের অপ্সরা মূর্ত হয়েছে দেওয়ালে৷ আর উত্তর-পুবে আর্কিওলজিক্যাল মিউজিয়াম হয়ে ১ কিমি দীর্ঘ বন্ধুর পথ উঠেছে দুর্গের৷ পাঁচটি গেট বা মহল পেরিয়ে দুর্গ৷ প্রথমটি ১৬৬০-এ ঔরঙ্গজেবের সম্মানে তৈরি আলমগির গেট, দ্বিতীয়টি সমকালে তৈরি বাদলগড়– বাদল সিংয়ের নামে নাম, তৃতীয়টি বানসুর বা আরচেরি গেট যা আজ লুপ্ত, চতুর্থ ১৪০০ খ্রিস্টাব্দে তৈরি গণেশ গেটের আকর্ষণ বহুবিধ৷ কবুতরখানা, সাধু গ্বালিপার ছোট মন্দির, স্বল্প যেতে ৮৭৬-এ তৈরি চতুর্ভুজ বিষ্ণু মন্দিরের অবস্থান গণেশ গেটে৷ পঞ্চমটি ১৫১৬-এ মান সিংয়ের তৈরি হস্তী গেট৷ সেকালে রাজ পরিবারের যাতায়াতও ছিল হাতির পিঠে৷ হাতি চলে আজও যাত্রী নিয়ে এ পথে৷
প্রেমের সৌধ:
গোয়ালিয়র গেট দিয়ে দুর্গে ঢুকতেই বেলেপাথরের মিনারওয়ালা প্রেমের সৌধ গুজরি মহল৷ গুর্জর বংশীয় প্রিয়তমা মহিষী মৃগনয়নীর জন্য ১৫১০-এ মান সিংয়ের তৈরি৷ স্থাপত্য ও ভাস্কর্য সুন্দর এ দুর্গের৷ স্তম্ভের হলদে, সবুজ, নীলাভ রঙের সঙ্গে সোনালিতে বর্ণালি বেড়েছে হাতি-মানুষ-হাঁস-তোতা-টিয়া-ফুল ও ফলের অলঙ্করণে৷
হস্তী গেট পেরোতেই কন্দধর্মী ৬ গম্বুজ শিরে মান সিং প্যালেস৷ এটিও তৈরি করেন মান সিং আর সংস্কার হয় ১৮৮১-তে৷ ডান্সিং হল ঘিরে ব্যালকনি-অঙ্গন৷ রং-বেরঙের টালি বসিয়ে জলসাগরের নানান নকশা ও পাথরের জাফরির কাজ অতুলনীয়৷ জনশ্রুতি, জাফরির অন্তরাল থেকে রানিরা গানের তালিম নিতেন৷ ছ’তলা প্রাসাদের দু’টি তলা মাটির নিচে– সেখানে মান সিংয়ের গ্রীষ্মাবাস ছিল৷ আর ছিল ভূগর্ভস্থ অন্ধকার কারাকক্ষ, ফাঁসিঘর, স্নানঘর৷ ঔরঙ্গজেব ভাই মুরাদকে বন্দি রেখে ডিসেম্বরে এখানেই হত্যা করেন৷ মাটির নিচের মহল দর্শনে দর্শনার্থীদের টর্চ সঙ্গে নেওয়া ভাল৷ লাগোয়া বিক্রমাদিত্য প্যালেস মান সিংয়ের ছেলের নামে নাম৷ জনশ্রুতি, কোহিনূর (হীরে) এখান থেকেই ভেট হিসাবে যায় হুমায়ুনের কাছে৷ অদূরে রাজা করণ সিংয়ের তৈরি দ্বিতল করণ মন্দির৷ কীর্তি মন্দির নামেও সমধিক খ্যাত৷ বিপরীতে ৮০ পিলারের কুণ্ড বা বাউড়ি৷ পরাজয়ের পর আব্রু বাঁচাতে যেখানে জহর করতেন রানিরা৷ ইলতুতমিসের দুর্গ দখলে এখানেই অনুষ্ঠিত হয় জহর৷ হিন্দুর দুর্গে মুসলিম প্রাসাদ জাহাঙ্গির মহল ও শাহজাহান মহলও হয়েছে মান মন্দিরের পিছনে৷
শাশুড়ি-বউমার মন্দির:
অদূরেই পুব দেওয়ালে শাস আর বহু অর্থাত্ শাশুড়ি ও বধূর পৃথক পৃথক মন্দির৷ জৈন বলে দ্বিমত থাকলেও আসলে হিন্দু দেবতা বিষ্ণুর মন্দির৷ ১০৯৩-এ রাজা মহীপালের তৈরি মন্দিরে দেবতার অবর্তমান হলেও কারুকার্য আজও দেখে নেওয়া যায়৷ প্রবেশদ্বারের উপরে বিষ্ণুর মূর্তিও রয়েছে৷ মন্দির সংলগ্ন চাতাল থেকে শহরও দৃশ্যমান৷ আর দুর্গের পশ্চিমে রয়েছে দ্রাবিড় ও আর্য স্থাপত্যে গড়া দুর্গের প্রাচীনতম তেলিদের তেলি-কা-মন্দির৷ বিষ্ণু উপাস্য দেবতা৷ ছাদটি দ্রাবিড়ীয় শৈলীতে অলঙ্কৃত, আর দেওয়াল আর্য ভাস্কর্যের নিদর্শন৷ উপরে ৩৩ মিটার উঁচু গম্বুজ৷ দুর্গের মধ্যে উচ্চতমও এই বিষ্ণু মন্দির৷ প্রবেশপথে গরুড়৷ বিপরীতে ষষ্ঠ শিখগুরু হরগোবিন্দর স্মারকরূপে গড়া গুরুদ্বারে দাতা বন্দি ছোড় পবিত্র শিখ তীর্থ৷ মর্মরের গুরুদ্বারের শিরে সোনার পাতে মোড়া গম্বুজ৷ গুরুদ্বারার পশ্চিমে সূরয কুণ্ড৷ আরও পশ্চিমে সিন্ধিয়া স্কুল৷ আর রয়েছে– গ্বালিপার মূর্তি, মসজিদ, ম্যাগাজিন, একখাম্বা তাল, রানি তাল, ছেদি তাল ছাড়াও নানান কিছু৷ ৮-৬টা পর্যন্ত খোলা, টিকিট লাগে, ক্যামেরারও চার্জ লাগে৷
ঝিলমিল শিল্পের টানে:
দুর্গের উত্তর-পুবে গোয়ালিয়র গেটের অনতিদূরে ধূলি-ধূসরিত ঘিঞ্জি পুরনো শহরে মোগলি স্থাপত্যে গড়া সঙ্গীতজ্ঞ তানসেনের এবং বাবরকে সহায়তাকারী আফগান প্রিন্স তথা ফকির মহম্মদ ঘাউসের মকবরার পর্যটক আকর্ষণ কম নয়৷ চারপাশে ষড়ভুজ টাওয়ার–মাঝে গম্বুজ৷ জাফরি অর্থাত্ গোয়ালিয়রের ঝিলমিলিশিল্পেরও অপূর্ব নিদর্শন মেলে তানসেন ও মহম্মদ ঘাউসের মকবরায়৷ শহরের উত্তরে বেলেপাথরের মহম্মদ খানের তৈরি জামি মসজিদটিও চলতে ফিরতে দেখে নেওয়া যায়৷ রেল স্টেশনের কাছে লস্কারে মোতি মহলের বিপরীতে রয়েছে মিউনিসিপ্যাল মিউজিয়াম৷ মোগল, রাজপুত আর মারাঠা মুদ্রার উল্লেখ্য সংগ্রহ এখানে৷ সোমবার ও ছুটির দিন ছাড়া সকাল ১টা থেকে বিকেল ৫টা খোলা৷
জয় বিলাস:
নতুন শহরে সিন্ধিয়া রাজপরিবারের বসতবাড়ি জয় বিলাস প্রাসাদ৷ প্রিন্স অব ওয়েলসের আগমনে ১৮৭২-’৭৪-এ ইতালিয়ান অনুকরণে ১৯ লক্ষ টাকা ব্যয়ে জিয়াজি রাও সিন্ধিয়ার তৈরি৷ বাসও করছেন রাজপরিবার বাকিংহাম প্রাসাদের অনুকরণে তৈরি জয়বিলাস প্রাসাদের অংশে৷ তেমনই, রাও পরিবারের বিলাস-ব্যসন দেখে নেওয়া যায় জয়বিলাসে৷ ৩৫ কক্ষ নিয়ে গড়া সিন্ধিয়া মিউজিয়াম৷ বেলজিয়াম কাট-গ্লাসের নানান সম্ভার, বিষ পরীক্ষার প্লেট, ফ্রান্স ও ইতালীয় আসবাবপত্র, ইতালি থেকে আনা শ্রীকৃষ্ণর কাচের দোলনা, চিঙ্কুরানির নানা সম্ভার, দোলনা-চেয়ার, অতিথি আপ্যায়নে ব্যাটারিচালিত রুপোর টয়ট্রেন, শিকার করা স্টাফড জীবজন্তু, ঔরঙ্গজেব ও শাহজাহানের তরবারি, দরবার হলে ৫০০ কেজি সোনায় রঞ্জিত বিশ্বের দুই বৃহত্তম ঝাড়লণ্ঠন– সাড়ে তিন টনের ১৩ মিটার উঁচু ঝাড়লণ্ঠনে ২৪৮টি মোমবাতি একত্রে জ্বলে৷ ঘোড়াশালায় ফিটনগাড়ির রকমফেরও উল্লেখ্য৷ সোমবার ও ছুটির দিন ছাড়া সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা, টিকিট ২৫ টাকা৷
কী ভাবে যাবেন:
হাওড়া থেকে ছেড়ে ১২১৭৭ এবং ১২১৭৫ চম্বল এক্সপ্রেস আসানসোল, ধানবাদ, গয়া, এলাহাবাদ, মানিকপুর, ঝাঁসি হয়ে গোয়ালিয়র যাচ্ছে৷ এ ছাড়াও পুরী নিজামুদ্দিন কলিঙ্গ এক্সপ্রেস প্রতিদিন পুরী ছেড়ে খড়গপুর হয়ে টাটা, রাউরকেল্লা, বিলাসপুর, কাটনি ঝাঁসি হয়ে গোয়ালিয়র যাচ্ছে৷ শহরে চলছে অটো, টেম্পো, ট্যাক্সি ও মিনিবাস৷ তবে, মিটার নয়, চুক্তিতে চলতে আগ্রহী ট্যাক্সি ও অটোগুলি৷
কেনাকাটা:
গোয়ালিয়রের শুটিং, ব্রোকেড, চান্দেরি শাড়ি, রুপো ও সোনার গহনা, পটারির জিনিসপত্র, কাপড়ের তৈরি পুতুল, ভ্রমণের স্মারকরূপে সঙ্গী করতে পারেন পর্যটকরা৷ তেমনই গোয়ালিয়রের এসেন্সের সুবাস, সেও মাতোয়ারা করে৷ কেনাকাটায় রাজ্য সরকারের মৃগনয়নী ভাল৷
কোথায় থাকবেন:
গোয়ালিয়রে থাকার জন্য সরকারি ও বেসরকারি অজস্র হোটেল রয়েছে৷ আছে এমপিটিডিসির হোটেল তানসেন রেসিডেন্সি৷
আরও পড়ুন
বিপ্লবীদের গোপন ঘাঁটিতে হবে পর্যটন কেন্দ্র, উদ্যোগী বাঁকুড়া প্রশাসন
Posted: December 4, 2019 12:29 pm| Updated: December 4, 2019 2:56 pm
আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারস্থ হচ্ছে বাঁকুড়া জেলা পর্যটন বিভাগ।
ধ্যানস্থ শিবের মূর্তি ঘিরে গড়ে উঠল হিন্দুদের পঞ্চম ধাম, কোথায় জানেন?
Posted: December 4, 2019 11:57 am| Updated: December 4, 2019 11:57 am
শিবের পাশাপাশি সেখানে রয়েছে গণেশ ও বুদ্ধের মূর্তি।
পৌষমেলায় রেকর্ড ভিড়ের আশা, শান্তিনিকেতনে চড়ছে হোটেল-গেস্ট হাউসের ভাড়া
Posted: December 2, 2019 8:28 pm| Updated: December 2, 2019 8:32 pm
পৌষমেলায় বেসরকারি হোটেলগুলির সঙ্গে প্যাকেজ যুদ্ধে শামিল বিশ্বভারতীও।
ডুয়ার্সের একটুকরো স্বর্গ, পর্যটকদের গন্তব্য হতে পারে টুনবাড়ি
Posted: November 28, 2019 6:27 pm| Updated: November 28, 2019 9:36 pm
ভাঙা পাহাড় আর চা বাগান ঘেরা ছোট্ট জায়গায় চাইলে ট্রেকিংও করতে পারেন।
মমতার পরামর্শে নয়া পর্যটনকেন্দ্র কালিম্পংয়ে, ‘নকদাঁড়া’ নিয়ে আশাবাদী পাহাড়
Posted: November 26, 2019 4:40 pm| Updated: November 26, 2019 4:43 pm
১০ হাজার বর্গমিটার জায়গা জুড়ে লেকটি তৈরি করা হয়েছে।
সাদা অর্কিডের শহরে পর্যটন উৎসব ডিসেম্বরে, উদ্দীপনায় ফুটছে কার্শিয়াং
Posted: November 23, 2019 8:17 pm| Updated: November 23, 2019 8:17 pm
হোম-স্টে গুলিকে জনপ্রিয় করতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
চাঁদনি রাতে তাজমহলের সৌন্দর্যে ডুব দিতে চান? খুলল নয়া ভিউ পয়েন্ট
Posted: November 16, 2019 4:20 pm| Updated: November 16, 2019 4:31 pm
দেরি কীসের এখনই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন।
শীতের ছুটি দিঘায় কাটাবেন? বিশেষ সুযোগ দিচ্ছে রেল
Posted: November 15, 2019 7:09 pm| Updated: November 15, 2019 9:50 pm
দেরি না করে দ্রুত টিকিট কাটুন।
সপ্তাহান্তে ঘোরার প্ল্যান? কম খরচে চলে যান ফাঁপরখেতি
Posted: November 10, 2019 7:32 pm| Updated: November 10, 2019 7:32 pm
জেনে নিন কীভাবে যাবেন এই পাহাড়ি এলাকায়।
নানকজয়ন্তীতে রেলের উপহার, পুরী থেকে অমৃতসর পর্যন্ত চলবে বিশেষ ট্রেন
Posted: November 9, 2019 10:49 am| Updated: November 9, 2019 10:49 am
পুরী থেকে শনিবার রাতে যাত্রা শুরু করবে এই বিশেষ ট্রেন।
জঙ্গি হামলায় বাঙালি শ্রমিকদের মৃত্যু, কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল পর্যটকদের
Posted: November 7, 2019 9:33 pm| Updated: November 7, 2019 9:33 pm
পুজোর পরেও মাছি তাড়াচ্ছে কাশ্মীর পর্যটনের কলকাতার অফিস।
পাহাড়ের বাঁকে মন হারাতে চান? কম খরচে এই জায়গাই হোক আপনার গন্তব্য
Posted: November 4, 2019 8:38 pm| Updated: November 4, 2019 8:39 pm
শীতের ছুটিতে বেড়ানোর পরিকল্পনা থাকলে এই প্রতিবেদন আপনার কাজে লাগবেই।
আয় বাড়াতে নয়া উদ্যোগ, পর্যটনে সেলুন কার ব্যবহারের সিদ্ধান্ত রেলের
Posted: October 27, 2019 1:53 pm| Updated: October 27, 2019 1:53 pm
এবার রাজকীয়ভাবে ভ্রমণ করতে পারবেন আপনিও।
চতুর্দশীর রাতে ভূত দেখতে চান? সোজা চলে যান এই জায়গায়
Posted: October 25, 2019 10:10 am| Updated: October 25, 2019 10:10 am
এখানে রাত নামলেই ‘তেনাদের’ আবাহন!
দীপাবলিতে বিদেশ সফরের প্ল্যান? আকর্ষণীয় অফারে ডাক দিচ্ছে ফুকেটের হোটেলগুলি
Posted: October 24, 2019 5:29 pm| Updated: October 24, 2019 5:29 pm
জেনে নিন কী কী অফার আছে আপনার জন্য।
বেড়ানো ভুলেছে বাঙালি! পুজোর পরেও জমছে না পর্যটন ব্যবসা
Posted: October 23, 2019 7:59 pm| Updated: October 23, 2019 7:59 pm
বুকিং না হওয়ায় প্রায় মাছি তাড়াচ্ছেন হোটেল ব্যবসায়ীরা।
৩৭০ বিলোপের পর লাদাখের পর্যটনে নয়া দিগন্ত, আমজনতার জন্য খুলছে সিয়াচেনের রাস্তা
Posted: October 21, 2019 8:34 pm| Updated: October 21, 2019 8:36 pm
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে এই ঘোষণা করেছেন।
পর্যটক হয়রানি রুখতে আসছে বিশেষ ‘রেটিং অ্যাপ’, এক ক্লিকেই জানুন হালহকিকত
Posted: October 16, 2019 8:35 pm| Updated: October 16, 2019 8:35 pm
এক ক্লিকেই জানতে পারবেন পর্যটন সংস্থাগুলির হালহকিকত।
বাঘমামার দর্শন পেতে চান? জঙ্গল সফরের সময় এগুলো মাথায় রাখুন
Posted: October 14, 2019 4:57 pm| Updated: October 14, 2019 9:53 pm
কোন জঙ্গলে বাঘ দেখার সম্ভাবনা বেশি, জেনে নিন।
পাহাড়ি রাস্তায় গিটারের সুরে মন হারাতে চান? আপনার জন্য রইল ঠিকানা
Posted: October 13, 2019 3:08 pm| Updated: October 13, 2019 3:09 pm
একঘেয়েমি কাটাতে অল্প খরচে এই জায়গায় যেতেই পারেন।
পরিযায়ী পাখি টানতে সাজছে সাঁতরাগাছি ঝিল, তৈরি হচ্ছে আইল্যান্ড
Posted: October 9, 2019 3:19 pm| Updated: October 9, 2019 3:20 pm
পাখি দেখতে চাইলে আপনিও ভিড় জমাতে পারেন।
স্বাভাবিক হওয়ার পথে কাশ্মীর! বৃহস্পতিবার থেকেই যেতে পারবেন পর্যটকরা
Posted: October 8, 2019 3:12 pm| Updated: October 8, 2019 4:22 pm
২ মাস পর উঠল নিষেধাজ্ঞা।
পুজোয় বনেদিয়ানার স্বাদ নিতে চান? তবে এই ১০ জায়গাই হোক আপনার গন্তব্য
Posted: October 6, 2019 6:09 pm| Updated: October 6, 2019 6:09 pm
আজই ভিড় জমাতে পারেন।
সূচনা বন্দে ভারত এক্সপ্রেসের, ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ‘বড় উপহার’ পেল কাশ্মীর
Posted: October 3, 2019 3:09 pm| Updated: October 3, 2019 3:29 pm
কাশ্মীরের উন্নয়নই একমাত্র লক্ষ্য, দাবি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর।
পুজোর কটাদিন পাহাড়ের কোলে কাটাবেন? কম খরচে এই জায়গাই হোক আপনার গন্তব্য
Posted: October 2, 2019 4:22 pm| Updated: October 2, 2019 4:22 pm
জেনে নিন কীভাবে যাবেন ওই পাহাড়ি এলাকায়।
পুজোয় চলুন বেদুইনের দেশে, টুরিস্ট ভিসা চালু করছে সৌদি আরব
Posted: September 28, 2019 2:11 pm| Updated: September 28, 2019 2:11 pm
জেনে নিন কবে থেকে কীভাবে মিলবে ভিসা।
দেশের এই জায়গাগুলি থেকে দেখা গিয়েছে UFO, যাবেন নাকি?
Posted: September 22, 2019 4:21 pm| Updated: September 22, 2019 4:21 pm
কলকাতা থেকেও দেখা গিয়েছে UFO!
আর নিখরচায় নয় টাইগার হিল দর্শন, এবার গুনতে হবে টাকা
Posted: September 18, 2019 8:17 pm| Updated: September 18, 2019 8:19 pm
জানেন কত টাকা দিতে হবে পর্যটকদের?
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নির্দিষ্ট সীমানা নির্ধারণ ও সংরক্ষণে জোর ইউনেস্কোর
Posted: September 17, 2019 8:18 pm| Updated: September 17, 2019 8:18 pm
দার্জিলিংয়ে বৈঠক করেছে ইউনেস্কোর প্রতিনিধি দল।
এবার দিঘায় বেড়াতে গিয়ে এই মজা থেকে বঞ্চিত হবেন, কী জানেন?
Posted: September 15, 2019 12:52 pm| Updated: September 15, 2019 2:53 pm
দিঘাকে ঢেলে সাজাতে তৎপর পর্যটন দপ্তর।
আরও পড়ুন
বিপ্লবীদের গোপন ঘাঁটিতে হবে পর্যটন কেন্দ্র, উদ্যোগী বাঁকুড়া প্রশাসন
ধ্যানস্থ শিবের মূর্তি ঘিরে গড়ে উঠল হিন্দুদের পঞ্চম ধাম, কোথায় জানেন?
পৌষমেলায় রেকর্ড ভিড়ের আশা, শান্তিনিকেতনে চড়ছে হোটেল-গেস্ট হাউসের ভাড়া
ডুয়ার্সের একটুকরো স্বর্গ, পর্যটকদের গন্তব্য হতে পারে টুনবাড়ি
মমতার পরামর্শে নয়া পর্যটনকেন্দ্র কালিম্পংয়ে, ‘নকদাঁড়া’ নিয়ে আশাবাদী পাহাড়
সাদা অর্কিডের শহরে পর্যটন উৎসব ডিসেম্বরে, উদ্দীপনায় ফুটছে কার্শিয়াং
চাঁদনি রাতে তাজমহলের সৌন্দর্যে ডুব দিতে চান? খুলল নয়া ভিউ পয়েন্ট
শীতের ছুটি দিঘায় কাটাবেন? বিশেষ সুযোগ দিচ্ছে রেল
সপ্তাহান্তে ঘোরার প্ল্যান? কম খরচে চলে যান ফাঁপরখেতি
নানকজয়ন্তীতে রেলের উপহার, পুরী থেকে অমৃতসর পর্যন্ত চলবে বিশেষ ট্রেন
জঙ্গি হামলায় বাঙালি শ্রমিকদের মৃত্যু, কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল পর্যটকদের
পাহাড়ের বাঁকে মন হারাতে চান? কম খরচে এই জায়গাই হোক আপনার গন্তব্য
আয় বাড়াতে নয়া উদ্যোগ, পর্যটনে সেলুন কার ব্যবহারের সিদ্ধান্ত রেলের
চতুর্দশীর রাতে ভূত দেখতে চান? সোজা চলে যান এই জায়গায়
দীপাবলিতে বিদেশ সফরের প্ল্যান? আকর্ষণীয় অফারে ডাক দিচ্ছে ফুকেটের হোটেলগুলি
বেড়ানো ভুলেছে বাঙালি! পুজোর পরেও জমছে না পর্যটন ব্যবসা
৩৭০ বিলোপের পর লাদাখের পর্যটনে নয়া দিগন্ত, আমজনতার জন্য খুলছে সিয়াচেনের রাস্তা
পর্যটক হয়রানি রুখতে আসছে বিশেষ ‘রেটিং অ্যাপ’, এক ক্লিকেই জানুন হালহকিকত
বাঘমামার দর্শন পেতে চান? জঙ্গল সফরের সময় এগুলো মাথায় রাখুন
পাহাড়ি রাস্তায় গিটারের সুরে মন হারাতে চান? আপনার জন্য রইল ঠিকানা
পরিযায়ী পাখি টানতে সাজছে সাঁতরাগাছি ঝিল, তৈরি হচ্ছে আইল্যান্ড
স্বাভাবিক হওয়ার পথে কাশ্মীর! বৃহস্পতিবার থেকেই যেতে পারবেন পর্যটকরা
পুজোয় বনেদিয়ানার স্বাদ নিতে চান? তবে এই ১০ জায়গাই হোক আপনার গন্তব্য
সূচনা বন্দে ভারত এক্সপ্রেসের, ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ‘বড় উপহার’ পেল কাশ্মীর
পুজোর কটাদিন পাহাড়ের কোলে কাটাবেন? কম খরচে এই জায়গাই হোক আপনার গন্তব্য
পুজোয় চলুন বেদুইনের দেশে, টুরিস্ট ভিসা চালু করছে সৌদি আরব
দেশের এই জায়গাগুলি থেকে দেখা গিয়েছে UFO, যাবেন নাকি?
আর নিখরচায় নয় টাইগার হিল দর্শন, এবার গুনতে হবে টাকা
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নির্দিষ্ট সীমানা নির্ধারণ ও সংরক্ষণে জোর ইউনেস্কোর
এবার দিঘায় বেড়াতে গিয়ে এই মজা থেকে বঞ্চিত হবেন, কী জানেন?
ট্রেন্ডিং
দেশে বসে বিদেশে টাকা পাচার, হ্যাকিংয়ের ফাঁদে উধাও তথ্যপ্রযুক্তির কর্মী ৪০ হাজার টাকা
সফল এনকাউন্টারের পর পুলিশের ভবিষ্যৎ কী? জেনে নিন সুপ্রিম কোর্টের নিয়মাবলি
পরিবেশ সম্মেলনে হাজির গ্রেটা থুনবার্গকে ঘিরে জনতার ঢল, বিরক্ত কিশোরী
উচিত শাস্তি দিয়েছে ধর্ষকদের, তেলেঙ্গানা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ বলি সেলেবরা
‘রাতটা বরবাদ হল’, চুরি করতে গিয়ে খালি হাতে ফেরা চোরের ক্ষোভ আছড়ে পড়ল চিঠিতে
থেমে গেল লড়াই, হাসপাতালে মৃত্যু উন্নাওয়ের অগ্নিদগ্ধ নির্যাতিতার
কিং কোহলির কীর্তিতে হায়দরাবাদে ক্যারিবিয়ান বধ, অনন্য রেকর্ডের মালিক চাহাল
খিদের জ্বালা, বিয়েবাড়িতে খাবার সংগ্রহে গিয়ে যৌন হেনস্তার শিকার নাবালিকা
ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংয়ের বিধায়ক পুত্রকে লক্ষ্য করে বোমাবাজি
এনকাউন্টারে মৃতদের দেহ নিতে অস্বীকার পরিবারের, শেষকৃত্য করবে পুলিশই!
ট্রেন্ডিং
দেশে বসে বিদেশে টাকা পাচার, হ্যাকিংয়ের ফাঁদে উধাও তথ্যপ্রযুক্তির কর্মী ৪০ হাজার টাকা
সফল এনকাউন্টারের পর পুলিশের ভবিষ্যৎ কী? জেনে নিন সুপ্রিম কোর্টের নিয়মাবলি
পরিবেশ সম্মেলনে হাজির গ্রেটা থুনবার্গকে ঘিরে জনতার ঢল, বিরক্ত কিশোরী
উচিত শাস্তি দিয়েছে ধর্ষকদের, তেলেঙ্গানা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ বলি সেলেবরা
‘রাতটা বরবাদ হল’, চুরি করতে গিয়ে খালি হাতে ফেরা চোরের ক্ষোভ আছড়ে পড়ল চিঠিতে