২৫ অগ্রহায়ণ ১৪২৬ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০১৯
২৫ অগ্রহায়ণ ১৪২৬ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০১৯
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ পুজোয় পাড়ায়, কেউ ট্রেনে ভ্রমণপথে। শারদোৎসবে ছুটির মেজাজে থাকল অভয়রাণ্যে ছুটির গল্প। লিখছেন প্রসূন চক্রবর্তী৷
জলপাইগুড়ি জেলার গরুমারা অভয়ারণ্য ডুয়ার্সের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। এই বন আয়তনে বেশ ছোট। তার বেশিরভাগ এলাকাটাই আবার মূর্তি, জলঢাকা, ইংডং ও গরাতি নদী দ্বারা প্লাবিত নিম্নভূমি। এই সীমিত পরিসরের মধ্যেও তৃণভোজী বন্যপ্রাণীর বিপুল সম্ভার গরুমারার অহঙ্কার। উপরন্তু বিশ্বে লুপ্তপ্রায় প্রাণী একশৃঙ্গ গন্ডারের এটাই অন্যতম নিশ্চিন্ত আশ্রয়স্থল। সর্বশেষ গন্ডার-শুমার থেকে জানা গিয়েছে, তাদের সংখ্যা ১৪। এছাড়াও আছে হাতি, তিন শতাধিক গৌর, হগ ডিয়ার, সম্বর, বার্কিং ডিয়ার, চিতল, বন্য শূকর, চিতা, সিভেট, বাঁদর, বেজি, মালয়ান জায়েন্ট স্কুইরেল ইত্যাদি। গাছে গাছে সংসার গুছিয়ে বসেছে হরেক প্রজাতির পাখি। এদের মধে্য উল্লেখযোগ্য হল ধনেশ, হরিয়াল ইত্যাদি। শীতকালে আসে পরিযায়ী পাখির দল। যত্রতত্র ঘুরে বেড়ায় ময়ূর আর বনমুরগি।
[টয়ট্রেনের হেরিটেজ তকমা ধরে রাখতে রেলের গড়িমসি, ক্ষুব্ধ পর্যটন মহল]
আরণ্যক: ১৯৪৯-তে গরুমারা প্রথম অভয়ারণ্য হিসাবে ঘোষিত হয়েছিল। তবে সরকারিভাবে অভয়ারণ্যের মর্যাদা পেয়েছে ১৯৭৬-এ। প্রথম যুগে আয়তন ছিল মাত্র ৮ বর্গ কিমি। বর্তমানে আয়তন বেড়ে হয়েছে ৭৯ বর্গ কিমি। প্রাণী বৈচিত্রের মতো বৃক্ষ বৈচিত্রেও গরুমারা মৌলিকত্ব দাবি করতে পারে। একদিকে যেমন আছে হাতির বাসোপযোগী বড় বড় গাছের অরণ্য, তেমনই অন্যদিকে গন্ডারের বিচরণক্ষেত্র বিস্তীর্ণ তৃণভূমি। বনভূমির অপেক্ষাকৃত উচ্চাংশে শালের সঙ্গে চিলৌনি, বহেড়া, ওদাল, জিওর, কাটুস, চিকরাশি, লালি, সিধা ইত্যাদি বৃক্ষ চোখে পড়ে। নদীবিধৌত নিম্নভূমিতে গড়ে উঠেছে নদীভিত্তিক অরণ্য, তার বেশিরভাগ অংশ জুড়ে শিমূল, শিরীষ আর খয়ের গাছের রাজত্ব। বাকি অংশে নলখাগড়া আর উলুঘাস৷ বনভূমির বুক চিরে বয়ে গিয়েছে মূর্তি, গরাতি, ইংডং ইত্যাদি নদী।
সঙ্গী গাইড: গরুমারা অরণ্যে বন্যজন্তু পর্যবেক্ষণের জন্য রয়েছে কয়েকটা ওয়াচ টাওয়ার ও ভিউপয়েন্ট। গরুমারা দর্শনের জন্য জিপ ভাড়া করতে হবে নিকটবর্তী বড় জনপদ চালসা বা লাটাগুড়ি থেকে। ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে অবস্থিত জায়গা দু’টি থেকে অরণে্যর মধ্যস্থল মোটামুটিভাবে ১২ কিমির মধ্যে। বনে বেড়ানোর জন্য গাইড নেওয়া বাধ্যতামূলক। রেলপথে সরাসরি মালবাজার পৌঁছে গরুমারা দর্শন করাই সব থেকে ভাল। গরুমারা দর্শনের অনুমতি ও গাইড নিতে হয় লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্র থেকে। এটি একটি সংগ্রহশালাও বটে। বনবিভাগ পর্যটকদের জন্য সাজিয়ে রেখেছে এই অরণ্য ও তার বাসিন্দাদের সাধারণ পরিচয়মূলক একটি প্রদর্শনী। ভোর ছ’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংগ্রহশালা খোলা থাকে। মাঝখানে বেলা দশটায় এক ঘণ্টা বন্ধ। বৃহস্পতিবার এটি এবং বনবিভাগের অফিস বন্ধ থাকে। অফিসটি থেকে অরণ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয় দিনে চারবার। আর একটা কথা মনে রাখবেন, গরুমারা জাতীয় উদ্যান ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে।
বনভ্রমণের পথে: বনভ্রমণে বেরিয়ে প্রথমেই যাওয়া যায় যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। এখান থেকে দেখা যায় খাদের ভিতর দিয়ে বয়ে যাওয়া ইংডং নদীর অপূর্ব দৃশ্য। ভোরবেলা কিংবা সন্ধের ঠিক আগে সেখানে বন্যপ্রাণীদের চরে বেড়াতে দেখা যায়। এই টাওয়ারের এক কিমির মধ্যে গরুমারা বনবাংলো। উত্তরমুখী দোতলা বাংলোটি সুদৃশ্য। উত্তরমুখী বাংলোর সামনে লন। তার একাংশে সযত্নে রচিত ফুলবাগান। বাংলো-চত্বরের শেষপ্রান্তে রাইনো পয়েন্ট। খাদের উপরে নাতিউচ্চ বেদির উপরে ছাউনিটা যেন ঝুলে রয়েছে। নিচে বহু দূর পর্যন্ত বনভূমি, খানিক দূরে মূর্তি নদী, দিগন্তের কাছাকাছি বালাসন। আর সামনেই ইংডং নদীর এক মনোরম বাঁক। নদী না বলে নালা বলাই ভাল। ইংডংয়ের ওপারে নুনের ঢিপি। রোজ বিকেল
থেকেই সেখানে নুন চাটতে ভিড় জমায় বন্যপ্রাণীর দল। এর পাশেই বৈদ্যুতিক তারের বেড়া দেওয়া ঘাসজমি। মেঘহীন নীলাকাশের দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা-সহ পূর্ব হিমালয়ের নামজাদা সব তুষারশৃঙ্গ পরিষ্কার দেখা যায়।
[পুজোয় প্রকৃতির মাঝে অষ্টমীর অঞ্জলি দিতে চান? চলে আসুন গড়পঞ্চকোট]
মূর্তি পার: মূর্তি নদী পার হয়ে গরুমারা অরণ্যের আরও গভীরে প্রবেশ করা যায়। তার জন্য বনবিভাগের বিশেষ অনুমতি প্রয়োজন। সেখানে গরাতি নদীর ধারে গরাতি ওয়াচ টাওয়ার। টাওয়ারে রাত্রিযাপন জীবনের এক বিরল অভিজ্ঞতা। গরাতি হল একশৃঙ্গ গন্ডারের খাসতালুক। দিনের বেলাতেও তারা নির্ভয়ে মানুষের কাছাকাছি চলে আসে। জিপে টাওয়ারের নিচ পর্যন্ত চলে আসা যায় মূর্তি নদী পার হয়ে।
কীভাবে যাবেন: শিলিগুড়ির পি সি মিত্তাল বাসস্ট্যান্ড থেকে মালবাজার, চালসা হয়ে লাটাগুড়ি যাওয়ার বাস পাওয়া যায়। দূরত্ব প্রায় ৭৫ কিমি। জলপাইগুড়ি থেকে চালসা, মালবাজারগামী বাসও লাটাগুড়ির উপর দিয়ে যায় এবং মালবাজারে স্টেশন থেকে সরাসরি গাড়ি পাবেন।
কোথায় থাকবেন: গরুমারায় থাকার ব্যবস্থা এখন প্রচুর রয়েছে। লাটাগুড়িতে নানা মানের হোটেল এবং রিসর্ট আছে। বনবাংলোর জন্য খোঁজ করতে পারেন : ডিএফও, জলপাইগুড়ি, (০৩৫৬১) ২২৪৯০৭।
আরও পড়ুন
দেশের প্রথম ‘ম্যানগ্রোভ চিড়িয়াখানা’ গড়ে উঠবে সুন্দরবনে, ঘোষণা বনমন্ত্রীর
Posted: December 11, 2019 8:46 pm| Updated: December 11, 2019 9:35 pm
'ম্যানগ্রোভ চিড়িয়াখানা' তৈরিতে কত টাকা খরচ হবে?
বেনজির! ‘নিষিদ্ধ’ ভারতীয় গাড়ি নিয়ে কৈলাসে পাড়ি বঙ্গসন্তানের
Posted: December 11, 2019 9:58 am| Updated: December 11, 2019 12:10 pm
ফিরতেই শুরু করে দিয়েছেন আফ্রিকা যাওয়ার তোড়জোড়।
আরও মসৃণ দিঘার যাত্রাপথ, সৈকত শহরে চালু দূষণমুক্ত বিদ্যুৎচালিত বাস
Posted: December 9, 2019 6:36 pm| Updated: December 9, 2019 6:36 pm
আপাতত ৫টি ই-বাস চলবে দিঘা ও সংলগ্ন রাস্তায়।
পর্যটকদের সুবিধার্থে নয়া উদ্যোগ, মুকুটমণিপুরে হোম-স্টে’র পরিকল্পনা বাঁকুড়া প্রশাসনের
Posted: December 8, 2019 5:42 pm| Updated: December 8, 2019 5:43 pm
সপ্তাহান্তের ছুটিতে আপনার গন্তব্য হতেই পারে মুকুটমণিপুর।
বিপ্লবীদের গোপন ঘাঁটিতে হবে পর্যটন কেন্দ্র, উদ্যোগী বাঁকুড়া প্রশাসন
Posted: December 4, 2019 12:29 pm| Updated: December 4, 2019 2:56 pm
আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারস্থ হচ্ছে বাঁকুড়া জেলা পর্যটন বিভাগ।
ধ্যানস্থ শিবের মূর্তি ঘিরে গড়ে উঠল হিন্দুদের পঞ্চম ধাম, কোথায় জানেন?
Posted: December 4, 2019 11:57 am| Updated: December 4, 2019 11:57 am
শিবের পাশাপাশি সেখানে রয়েছে গণেশ ও বুদ্ধের মূর্তি।
পৌষমেলায় রেকর্ড ভিড়ের আশা, শান্তিনিকেতনে চড়ছে হোটেল-গেস্ট হাউসের ভাড়া
Posted: December 2, 2019 8:28 pm| Updated: December 2, 2019 8:32 pm
পৌষমেলায় বেসরকারি হোটেলগুলির সঙ্গে প্যাকেজ যুদ্ধে শামিল বিশ্বভারতীও।
ডুয়ার্সের একটুকরো স্বর্গ, পর্যটকদের গন্তব্য হতে পারে টুনবাড়ি
Posted: November 28, 2019 6:27 pm| Updated: November 28, 2019 9:36 pm
ভাঙা পাহাড় আর চা বাগান ঘেরা ছোট্ট জায়গায় চাইলে ট্রেকিংও করতে পারেন।
মমতার পরামর্শে নয়া পর্যটনকেন্দ্র কালিম্পংয়ে, ‘নকদাঁড়া’ নিয়ে আশাবাদী পাহাড়
Posted: November 26, 2019 4:40 pm| Updated: November 26, 2019 4:43 pm
১০ হাজার বর্গমিটার জায়গা জুড়ে লেকটি তৈরি করা হয়েছে।
সাদা অর্কিডের শহরে পর্যটন উৎসব ডিসেম্বরে, উদ্দীপনায় ফুটছে কার্শিয়াং
Posted: November 23, 2019 8:17 pm| Updated: November 23, 2019 8:17 pm
হোম-স্টে গুলিকে জনপ্রিয় করতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
চাঁদনি রাতে তাজমহলের সৌন্দর্যে ডুব দিতে চান? খুলল নয়া ভিউ পয়েন্ট
Posted: November 16, 2019 4:20 pm| Updated: November 16, 2019 4:31 pm
দেরি কীসের এখনই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন।
শীতের ছুটি দিঘায় কাটাবেন? বিশেষ সুযোগ দিচ্ছে রেল
Posted: November 15, 2019 7:09 pm| Updated: November 15, 2019 9:50 pm
দেরি না করে দ্রুত টিকিট কাটুন।
সপ্তাহান্তে ঘোরার প্ল্যান? কম খরচে চলে যান ফাঁপরখেতি
Posted: November 10, 2019 7:32 pm| Updated: November 10, 2019 7:32 pm
জেনে নিন কীভাবে যাবেন এই পাহাড়ি এলাকায়।
নানকজয়ন্তীতে রেলের উপহার, পুরী থেকে অমৃতসর পর্যন্ত চলবে বিশেষ ট্রেন
Posted: November 9, 2019 10:49 am| Updated: November 9, 2019 10:49 am
পুরী থেকে শনিবার রাতে যাত্রা শুরু করবে এই বিশেষ ট্রেন।
জঙ্গি হামলায় বাঙালি শ্রমিকদের মৃত্যু, কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল পর্যটকদের
Posted: November 7, 2019 9:33 pm| Updated: November 7, 2019 9:33 pm
পুজোর পরেও মাছি তাড়াচ্ছে কাশ্মীর পর্যটনের কলকাতার অফিস।
পাহাড়ের বাঁকে মন হারাতে চান? কম খরচে এই জায়গাই হোক আপনার গন্তব্য
Posted: November 4, 2019 8:38 pm| Updated: November 4, 2019 8:39 pm
শীতের ছুটিতে বেড়ানোর পরিকল্পনা থাকলে এই প্রতিবেদন আপনার কাজে লাগবেই।
আয় বাড়াতে নয়া উদ্যোগ, পর্যটনে সেলুন কার ব্যবহারের সিদ্ধান্ত রেলের
Posted: October 27, 2019 1:53 pm| Updated: October 27, 2019 1:53 pm
এবার রাজকীয়ভাবে ভ্রমণ করতে পারবেন আপনিও।
চতুর্দশীর রাতে ভূত দেখতে চান? সোজা চলে যান এই জায়গায়
Posted: October 25, 2019 10:10 am| Updated: October 25, 2019 10:10 am
এখানে রাত নামলেই ‘তেনাদের’ আবাহন!
দীপাবলিতে বিদেশ সফরের প্ল্যান? আকর্ষণীয় অফারে ডাক দিচ্ছে ফুকেটের হোটেলগুলি
Posted: October 24, 2019 5:29 pm| Updated: October 24, 2019 5:29 pm
জেনে নিন কী কী অফার আছে আপনার জন্য।
বেড়ানো ভুলেছে বাঙালি! পুজোর পরেও জমছে না পর্যটন ব্যবসা
Posted: October 23, 2019 7:59 pm| Updated: October 23, 2019 7:59 pm
বুকিং না হওয়ায় প্রায় মাছি তাড়াচ্ছেন হোটেল ব্যবসায়ীরা।
৩৭০ বিলোপের পর লাদাখের পর্যটনে নয়া দিগন্ত, আমজনতার জন্য খুলছে সিয়াচেনের রাস্তা
Posted: October 21, 2019 8:34 pm| Updated: October 21, 2019 8:36 pm
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে এই ঘোষণা করেছেন।
পর্যটক হয়রানি রুখতে আসছে বিশেষ ‘রেটিং অ্যাপ’, এক ক্লিকেই জানুন হালহকিকত
Posted: October 16, 2019 8:35 pm| Updated: October 16, 2019 8:35 pm
এক ক্লিকেই জানতে পারবেন পর্যটন সংস্থাগুলির হালহকিকত।
বাঘমামার দর্শন পেতে চান? জঙ্গল সফরের সময় এগুলো মাথায় রাখুন
Posted: October 14, 2019 4:57 pm| Updated: October 14, 2019 9:53 pm
কোন জঙ্গলে বাঘ দেখার সম্ভাবনা বেশি, জেনে নিন।
পাহাড়ি রাস্তায় গিটারের সুরে মন হারাতে চান? আপনার জন্য রইল ঠিকানা
Posted: October 13, 2019 3:08 pm| Updated: October 13, 2019 3:09 pm
একঘেয়েমি কাটাতে অল্প খরচে এই জায়গায় যেতেই পারেন।
পরিযায়ী পাখি টানতে সাজছে সাঁতরাগাছি ঝিল, তৈরি হচ্ছে আইল্যান্ড
Posted: October 9, 2019 3:19 pm| Updated: October 9, 2019 3:20 pm
পাখি দেখতে চাইলে আপনিও ভিড় জমাতে পারেন।
স্বাভাবিক হওয়ার পথে কাশ্মীর! বৃহস্পতিবার থেকেই যেতে পারবেন পর্যটকরা
Posted: October 8, 2019 3:12 pm| Updated: October 8, 2019 4:22 pm
২ মাস পর উঠল নিষেধাজ্ঞা।
পুজোয় বনেদিয়ানার স্বাদ নিতে চান? তবে এই ১০ জায়গাই হোক আপনার গন্তব্য
Posted: October 6, 2019 6:09 pm| Updated: October 6, 2019 6:09 pm
আজই ভিড় জমাতে পারেন।
সূচনা বন্দে ভারত এক্সপ্রেসের, ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ‘বড় উপহার’ পেল কাশ্মীর
Posted: October 3, 2019 3:09 pm| Updated: October 3, 2019 3:29 pm
কাশ্মীরের উন্নয়নই একমাত্র লক্ষ্য, দাবি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর।
পুজোর কটাদিন পাহাড়ের কোলে কাটাবেন? কম খরচে এই জায়গাই হোক আপনার গন্তব্য
Posted: October 2, 2019 4:22 pm| Updated: October 2, 2019 4:22 pm
জেনে নিন কীভাবে যাবেন ওই পাহাড়ি এলাকায়।
পুজোয় চলুন বেদুইনের দেশে, টুরিস্ট ভিসা চালু করছে সৌদি আরব
Posted: September 28, 2019 2:11 pm| Updated: September 28, 2019 2:11 pm
জেনে নিন কবে থেকে কীভাবে মিলবে ভিসা।
আরও পড়ুন
দেশের প্রথম ‘ম্যানগ্রোভ চিড়িয়াখানা’ গড়ে উঠবে সুন্দরবনে, ঘোষণা বনমন্ত্রীর
বেনজির! ‘নিষিদ্ধ’ ভারতীয় গাড়ি নিয়ে কৈলাসে পাড়ি বঙ্গসন্তানের
আরও মসৃণ দিঘার যাত্রাপথ, সৈকত শহরে চালু দূষণমুক্ত বিদ্যুৎচালিত বাস
পর্যটকদের সুবিধার্থে নয়া উদ্যোগ, মুকুটমণিপুরে হোম-স্টে’র পরিকল্পনা বাঁকুড়া প্রশাসনের
বিপ্লবীদের গোপন ঘাঁটিতে হবে পর্যটন কেন্দ্র, উদ্যোগী বাঁকুড়া প্রশাসন
ধ্যানস্থ শিবের মূর্তি ঘিরে গড়ে উঠল হিন্দুদের পঞ্চম ধাম, কোথায় জানেন?
পৌষমেলায় রেকর্ড ভিড়ের আশা, শান্তিনিকেতনে চড়ছে হোটেল-গেস্ট হাউসের ভাড়া
ডুয়ার্সের একটুকরো স্বর্গ, পর্যটকদের গন্তব্য হতে পারে টুনবাড়ি
মমতার পরামর্শে নয়া পর্যটনকেন্দ্র কালিম্পংয়ে, ‘নকদাঁড়া’ নিয়ে আশাবাদী পাহাড়
সাদা অর্কিডের শহরে পর্যটন উৎসব ডিসেম্বরে, উদ্দীপনায় ফুটছে কার্শিয়াং
চাঁদনি রাতে তাজমহলের সৌন্দর্যে ডুব দিতে চান? খুলল নয়া ভিউ পয়েন্ট
শীতের ছুটি দিঘায় কাটাবেন? বিশেষ সুযোগ দিচ্ছে রেল
সপ্তাহান্তে ঘোরার প্ল্যান? কম খরচে চলে যান ফাঁপরখেতি
নানকজয়ন্তীতে রেলের উপহার, পুরী থেকে অমৃতসর পর্যন্ত চলবে বিশেষ ট্রেন
জঙ্গি হামলায় বাঙালি শ্রমিকদের মৃত্যু, কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল পর্যটকদের
পাহাড়ের বাঁকে মন হারাতে চান? কম খরচে এই জায়গাই হোক আপনার গন্তব্য
আয় বাড়াতে নয়া উদ্যোগ, পর্যটনে সেলুন কার ব্যবহারের সিদ্ধান্ত রেলের
চতুর্দশীর রাতে ভূত দেখতে চান? সোজা চলে যান এই জায়গায়
দীপাবলিতে বিদেশ সফরের প্ল্যান? আকর্ষণীয় অফারে ডাক দিচ্ছে ফুকেটের হোটেলগুলি
বেড়ানো ভুলেছে বাঙালি! পুজোর পরেও জমছে না পর্যটন ব্যবসা
৩৭০ বিলোপের পর লাদাখের পর্যটনে নয়া দিগন্ত, আমজনতার জন্য খুলছে সিয়াচেনের রাস্তা
পর্যটক হয়রানি রুখতে আসছে বিশেষ ‘রেটিং অ্যাপ’, এক ক্লিকেই জানুন হালহকিকত
বাঘমামার দর্শন পেতে চান? জঙ্গল সফরের সময় এগুলো মাথায় রাখুন
পাহাড়ি রাস্তায় গিটারের সুরে মন হারাতে চান? আপনার জন্য রইল ঠিকানা
পরিযায়ী পাখি টানতে সাজছে সাঁতরাগাছি ঝিল, তৈরি হচ্ছে আইল্যান্ড
স্বাভাবিক হওয়ার পথে কাশ্মীর! বৃহস্পতিবার থেকেই যেতে পারবেন পর্যটকরা
পুজোয় বনেদিয়ানার স্বাদ নিতে চান? তবে এই ১০ জায়গাই হোক আপনার গন্তব্য
সূচনা বন্দে ভারত এক্সপ্রেসের, ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ‘বড় উপহার’ পেল কাশ্মীর
পুজোর কটাদিন পাহাড়ের কোলে কাটাবেন? কম খরচে এই জায়গাই হোক আপনার গন্তব্য
পুজোয় চলুন বেদুইনের দেশে, টুরিস্ট ভিসা চালু করছে সৌদি আরব
ট্রেন্ডিং
চলতি মাসে তিন ঘণ্টা ধরে সূর্যগ্রহণের সাক্ষী থাকবে কলকাতা, জেনে নিন দিনক্ষণ
মাটিতে লুটোচ্ছে গৌরীর গাউন, দেখে কী করলেন শাহরুখ?
‘অ্যাভেঞ্জার্স’কে টপকে গুগলে সবচেয়ে সার্চড ছবি ‘কবীর সিং’, তালিকায় রয়েছে রানুর নামও!
CAB’র প্রতিবাদে অগ্নিগর্ভ অসম, বিমানবন্দরে আটকে মুখ্যমন্ত্রী
নয়া গ্রাহকদের জন্য সুখবর, এবার কম খরচে দীর্ঘমেয়াদি প্ল্যান আনছে Netflix!
‘এনআরসি করতে এলে মেরে তাড়াব’, হুঁশিয়ারি বাম নেতার
একাধিক দাবিতে পথে নেমে আন্দোলন, লংমার্চ থেকে সাধারণ ধর্মঘটের ডাক বামেদের
ইট ছুঁড়ে হাতিকে বিরক্ত করার ‘শাস্তি’, দাঁতালের হামলায় মৃত্যু লোকশিল্পীর
কোথায় সুফল বাংলার স্টল? কম দামে পিঁয়াজ কিনতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বর্ধমানবাসীর
মায়ানমারের পক্ষেই সাফাই গাইলেন নেত্রী আং সান সু কি
ট্রেন্ডিং