অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পর্যটকদের চড়া গাড়ি ভাড়ার অভিযোগ সামাল দিতে সিকিম সরকার ‘শেয়ার অ্যাপ ক্যাব’ চালু করতে উদ্যোগী হয়েছে। ওই ক্যাবে আসন বুকিং করে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস অথবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পর্যটকরা সস্তায় পৌঁছতে পারবেন সিকিমে। থাকবে না ভাড়া নিয়ে ক্ষোভ। মার্চ থেকে ওই পরিষেবা চালু হবে বলে ঘোষণা করেছে সিকিম প্রশাসন।
সিকিমে গাড়িভাড়া নিয়ে হয়রানির অভিযোগ নতুন কিছু নয়। হইচই শুরু হলে ‘হেল্পলাইন’ চালু করা হয়। কিন্তু লাভ কিছু হয়নি। কেন্দ্রীয় সরকারের এক আমলা সিকিমে গিয়ে একই সমস্যায় পড়লে অভিযোগ পৌঁছে যায় কেন্দ্রীয় সরকারের কাছে। অবশেষে নড়েচড়ে বসেন সিকিম পরিবহণ দপ্তরের কর্তারা। এরপরই অ্যাপ ক্যাব চালুর উদ্যোগ নেওয়া হয়। এতদিন সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকদের অভিযোগ ছিল, লাক্সারি গাড়িতে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে চালকরা ভাড়া হাঁকছে দশ হাজার টাকা পর্যন্ত। চড়া ভাড়া নিয়ে প্রশ্ন তুলতে মিলেছে চালকদের দুর্ব্যবহার। সিকিম পর্যটনের উপদেষ্টা রাজ বসু বলেন, “শেয়ার অ্যাপ ক্যাব চালু হলে ইচ্ছে মতো ভাড়া আদায়ের প্রবণতা কমবে। পর্যটকরাও কম খরচে ভ্রমণের সুযোগ পাবেন।”
সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শেয়ার অ্যাপ ক্যাবের কারণে একা অথবা দু’জনে মিলে বেড়াতে এলে পুরো গাড়ি ভাড়া করতে হবে না। মাথাপিছু পাঁচশো টাকা ভাড়ায় আসন বুকিং করতে পারবে। এক হাজার টাকায় গ্যাংটক-শিলিগুড়ি যাতায়াতের সুযোগ পাবেন। অনলাইনে সিকিম টুরিজমের সাইটে ছোট গাড়ির আসন বুকিংয়ের ওই সুবিধা মিলবে। মার্চ থেকে ওই পরিষেবা চালু হবে। ওই অ্যাপের মাধ্যমে গ্যাংটক থেকে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি পর্যন্ত শেয়ারে গাড়ি বুকিং করতে পারবে পর্যটকরা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.