Advertisement
Advertisement

ঘুরতে যান নিশ্চিন্তে, গোয়া সৈকতে এবার নিরাপত্তার দায়িত্বে থাকছে AI

পর্যটক সুরক্ষায় থাকছে 'ডগ স্কোয়াড'ও।

Now Goa beaches to get trained dogs, two AI-powered systems for safety, rescue operations | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 29, 2023 3:14 pm
  • Updated:April 29, 2023 3:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখধাঁধানো সৈকত হোক বা পার্টির হুল্লোড়, গোয়া (Goa) মানেই পর্যটকদের কাছে বড় আকর্ষণ। নীল সমুদ্রে স্নান, আলতো রোদে গা ভেজানো, সব মিলিয়ে গোয়া ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। তাই বছরভর লেগে থাকে দেশ-বিদেশের মানুষের আনাগোনা। কিন্তু মাঝেসাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রতারকের পাল্লায় পড়েন পর্যটকেরা। কখনও বা নিষেধ উপেক্ষা করে গভীর সমুদ্র স্নানে নেমে বিপদ ডেকে আনেন কেউ কেউ। এমন সব ঘটনা রুখতে এবার পর্যটনস্থলে হাইটেক এআই (Artificial Intelligence) নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসন। সঙ্গে থাকছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘ডগ স্কোয়াড’।

শুক্রবার সৈকতের নিরপত্তা ঢেলে সাজানোর কথা জানালেন গোয়ার পর্যটনমন্ত্রী রোহন খাউনতে। পর্যটন দপ্তরের তরফে সৈকত নিরাপত্তা সুরক্ষিত করতে কাজ করবে ‘দৃষ্টি মেরিন’। এর জন্য যেমন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স তথা রোবট কাজে লাগানো হচ্ছে, পাশপাশি ‘প স্কোয়াডে’র ১১টি প্রশিক্ষিত কুকুর বিপদ বুঝলেই কাজে নামবে। নির্জন সৈকতে এবং লাগোয়া পাহাড়ি এলাকায় কেউ হারিয়ে গেলে বা বিপদে পড়লে, তাঁদের খুঁজে বের করবে সারমেয় দল।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি-বিরোধিতার অবস্থানেই সঙ্গী খুঁজবে সিপিএম, বাংলায় তৃণমূলের ক্ষেত্রে ভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন]

ঝুঁকি নিয়ে কোনও পর্যটক গভীর সমুদ্রে স্নানে যাচ্ছেন কি-না তা নজর রাখবে গোয়া পর্যটন দপ্তরের এআই প্রযুক্তি। গত সপ্তাহেই চার যুবক কেরি বিচের নিষিদ্ধ এলাকায় সেলফি তুলতে গিয়ে ডুবে যান। প্রশাসনের দাবি, সমুদ্র সাঁতার উপভোগের সময় লাইফ জ্যাকেট পরার কথা বারবার বলা সত্বেও বহু পর্যটক তা মানেন না। এর ফলেই দুর্ঘটনা ঘটে যায়। সেই কারণেই এবার থেকে গোটা বিষয়ে নজর রাখবে ‘দৃষ্টি মেরিন’। এর জন্য ব্যবহার করা হবে এআই প্রযুক্তি। কাজে লাগানো হবে স্বয়ংক্রিয় রোবট। চলবে ২৪ ঘণ্টা মনিটারিং। পাশাপাশি তৈরি থাকছে সারমেয় দল ‘প স্কোয়াড’। বিপদের গন্ধ পেলেই তারা ঝাঁপিয়ে পড়বে কর্তব্য পালনে।

[আরও পড়ুন: জেলাশাসক খুনে সাজাপ্রাপ্ত প্রাক্তন সাংসদের মুক্তিতে বিতর্ক বিহারে, বিক্ষোভ দেখে ‘অবাক’ নীতীশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement