৯ জ্যৈষ্ঠ  ১৪২৬  শুক্রবার ২৪ মে ২০১৯ 

BREAKING NEWS

Menu Logo নির্বাচন ‘১৯ দেশের রায় LIVE রাজ্যের ফলাফল LIVE বিধানসভা নির্বাচনের রায় মহানগর রাজ্য দেশ ওপার বাংলা বিদেশ খেলা বিনোদন লাইফস্টাইল এছাড়াও ফটো গ্যালারি ভিডিও গ্যালারি ই-পেপার
নির্বাচন ‘১৯

৯ জ্যৈষ্ঠ  ১৪২৬  শুক্রবার ২৪ মে ২০১৯ 

BREAKING NEWS

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর বাকি সপ্তাহ তিনেক৷ তারপরই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আনন্দে গা ভাসাবে বাঙালি৷ আর পুজো মানে তো শুধুই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা আর ফুচকা খাওয়া নয়৷ পুজো মানে ছুটি, পুজো মানে পরিবার, বন্ধু-বান্ধবদের সঙ্গে জমিয়ে আড্ডা৷ অনেকে আবার পুজোর ভিড় থেকে নিজেকে সরিয়ে নিয়ে পাড়ি দেন দূরে কোথাও৷ শান্তির খোঁজে৷ এমন লম্বা ছুটি তো আর সবসময় জোটে না৷ জনপ্লাবন থেকে নিজেকে দূরে সরিয়ে প্রকৃতির কোলে ঠাঁই নিতে চাইলে এবার ছুটি কাটাতে পাড়ি দিতে পারেন ওখরেতে৷ পশ্চিম সিকিমের এই স্থান অনেক পর্যটকদের কাছেই অচেনা৷ তবে যাঁরা ট্রেকিং পছন্দ করেন, তাঁদের কাছে ওখরের জনপ্রিয়তার কথা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই৷

551272_422184987878081_225351008_n

কী দেখবেন

পাহাড়ের কোলে ছোট্ট সাজানো এই গ্রাম থেকে হিলি এলাকার দূরত্ব ১০ কিলোমিটার৷ হিলিতে গাড়ি রেখে বার্সি পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ পথ ট্রেকিং করেন পর্যটকরা৷

ওখরে থেকে হিলি পর্যন্ত এই ১০ কিলোমিটার পথ যাত্রাটাই সবচেয়ে মজাদার৷ যাওয়ার পথে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার শোভা আপনার মন ভরিয়ে দেবে৷ রাস্তার দু’ধারে সুবিস্তৃত রডোডেনড্রন হয়ে উঠবে আপনার সঙ্গী৷

এবার পালা ট্রেকিংয়ের৷ হিলি থেকে দুর্গম পথ পেরিয়ে বার্সি পৌঁছতে পারলে অপেক্ষারত আরও কিছু প্রাকৃতিক সৌন্দর্যের দেখা পাবেন৷ পাহাড় চূড়ায় ছোট্ট গ্রাম ললিতারে কিছুক্ষণ সময় কাটাতে পারেন৷ মন খারাপের মহল থেকে পর্যটকদের অনেক দূরে নিয়ে যেতে বরাবরই সফল হয় এই গ্রাম৷

ওখরের আরও একটি আকর্ষণীয় স্থান হল উজেন থন মেওন লিং মঠ৷ এই মঠের ভিতরেই তিব্বতি বাচ্চাদের পড়াশোনার জন্য রয়েছে একটি স্কুল৷

okhrey1

ওখরে থেকে হাঁটতে হাঁটতে চলে যেতে পারেন পশ্চিমবঙ্গের এক্কেবারে উত্তর প্রান্তে রিবদিতে৷ একইসঙ্গে ঢুঁ মারতে পারেন রামবাম জঙ্গলে৷

ওখরে থেকে গুরডুং হয়ে ফালুতের পথেও ট্রেকিংয়ে যান অনেকে৷

এছাড়াও কিতান জলপ্রপাত, প্রজাপতি উপত্যকাও প্রকৃতির সৌন্দর্যের অন্যতম নিদর্শন৷

কীভাবে যাবেন

হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন৷ সেখান থেকে জোরথাংগামী জিপে চেপে বসুন৷ ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবেন ওখরেতে৷ আকাশ পথে যেতে হলে ওখরের সবচেয়ে কাছের বিমানবন্দর হল বাগডোগরা৷ সেখান থেকেও গাড়ি পেতে অসুবিধা হবে না৷

1637937-1637936_21jpg

কোথায় থাকবেন

ওখরেতে তিন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে৷ ডিলাক্স হোটেল, বাজেট লজ ও হোমস্টে৷ বাজেট অনুযায়ী নিজের পছন্দসই স্থানটি থাকার জন্য বেছে নিন৷ তবে পুজোর সময় আগে থেকে হোটেল বা লজ বুক করে যাওয়াই ভাল৷

আরও পড়ুন

আরও পড়ুন

ট্রেন্ডিং