BREAKING NEWS

২৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ১১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

গরুবাথানের আকাশে সাত রংয়ের ক্যানভাস, বৃষ্টির পরই রামধনু দেখে মুগ্ধ পর্যটকরা

Published by: Sayani Sen |    Posted: September 26, 2021 4:51 pm|    Updated: September 26, 2021 5:20 pm

Rainbow lights up Gorubathan sky after rain । Sangbad Pratidin

অরূপ বসাক, মালবাজার: চতুর্দিক সবুজে ঘেরা। দূরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পাহাড়। দু-এক পশলা বৃষ্টি। কফির কাপ হাতে বৃষ্টিভেজা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলেন পর্যটকরা। আচমকাই আাকাশে নজর যেতে যেন চমকে গেলেন পর্যটকরা। হালকা রোদের সঙ্গে ততক্ষণে আকাশজুড়ে সাত রংয়ের ছটা (Rainbow)।

Gorubathan Rainbow

গরুবাথানের (Gorubathan) সুন্তানেখোলায় এমনই দৃশ্যে যেন চমকে উঠলেন পর্যটকরা। রবিবার ঝিরিঝিরি বৃষ্টির পরই ঝলমলে রোদ ওঠে। আর তারপরই আকাশে সাত রংয়ের ছটা দেখা যায়।

Tourist

পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাত রংয়ের ক্যানভাস দেখে অবাক হয়ে যান পর্যটকরা। এ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন প্রায় সকলেই। উল্লেখ্য, এর আগে শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga) দেখতে পাওয়া যায়। 

[আরও পড়ুন: Kalimpong Tourism: পুজোয় ঘুরতে যাওয়ার নয়া ঠিকানা কালিম্পংয়ের পাহাড় ঘেরা লুনসেল

Gorubathan

বাঙালির পায়ের তলায় সরষে। করোনা আতঙ্কে সেই বাঙালিই আজ গৃহবন্দি। বেড়াতে যাওয়ার কথা প্রায় ভুলে গিয়েছেন তাঁরা। আতঙ্কে অধিকাংশই বাড়ি খেকে বেরোচ্ছেন না। তাই খুব কম সংখ্যক পর্যটকই বর্তমানে গরুবাথানের সুন্তানে খোলায় রয়েছেন।করোনা পরিস্থিতিতে গরুবাথানে পর্যটকদের ভিড় কিছুটা কম। তাই দূষণ কমেছে বেশ খানিকটা। তার ফলে এমন প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। 

সামনেই দুর্গাপুজো (Durga Puja 2021)। করোনা পূর্ববর্তী সময়ে পুজোর ছুটিতে বাক্স-প্যাঁটরা গুছিয়ে বহু বাঙালি পাহাড়ের উদ্দেশে রওনা দিতেন। তবে বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সে আশঙ্কা কাটিয়ে বাঙালি পুজোর ছুটিতে আদৌ পাহাড়মুখী হবেন কিনা, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে পর্যটন ব্যবসায়ীদের আশা, আবারও পর্যটকদের ভিড়ে ভরে উঠবে পাহাড়। হবে লক্ষ্মীলাভ।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: North Bengal Tourism: পাহাড়ের অচেনা বাঁকে হারিয়ে যেতে চান? আকর্ষণীয় পুজো প্যাকেজ আনল NBSTC]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে