সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনে ছবি তোলাটা যুব প্রজন্মের অভ্যাসে পরিণত হয়েছে৷ দিনে অন্তত একটা সেলফি আর গ্রুফি না হলে তো দিনটাই কেমন অপূর্ণ থেকে যায়৷ কিন্তু নিচের ছবিটি দেখলে এবার থেকে ছবি তোলার আগে অন্তত দু’বার ভাবতেই হবে আপনাকে! একা ঘরে সেলফি তুলতে গায়ে কাঁটা দিতে পারে!
ছবিটি ভাল করে দেখুন৷ প্রথম দেখায় হয়তো চোখে পড়বে না৷ একটু খুঁটিয়ে দেখলেই বুঝতে পারবেন৷ মহিলার পিছন থেকে একটি অর্ধেক মুখ উঁকি দিচ্ছে৷ মনে হতে পারে, ছবিটি এডিট করা৷ একেবারেই নয়৷ ছবিটি তোলার সময়ই নাকি সেই স্থানে উপস্থিত অনেকে এই ছায়া মূর্তি দেখতে পেয়েছিলেন৷ আবার অনেকের চোখে কিছুই ধরা দেয়নি৷ শুধু তাই নয়৷ মূর্তির হাতটি মহিলা চিত্রগ্রাহকের ডান কাঁধের ওপর রয়েছে৷
এই বিষয়টি নিয়ে বলিউড হলিউডে একাধিক ছবিও হয়েছে৷ অনেকেই ছবি তোলার সময় এমন অদ্ভূত ঘটনার সাক্ষী থেকেছেন৷
ছবি তুলতে গিয়ে কি কোনও অদ্ভূত অলৌকিক ঘটনা ঘটেছে আপনার সঙ্গে? ক্যামেরার লেন্সে কি অন্য কোনও বস্তু বা অপ্রাকৃতিক মূর্তি ভেসে উঠেছে? যদি এমন অভিজ্ঞতার সম্মুখীন না হয়ে থাকেন, তাহলে সতর্ক থাকুন৷ কে বলতে পারে…